Ajker Patrika

ভারত ম্যাচের আগেই পাকিস্তানের টিম হোটেল বদলাল আইসিসি 

আপডেট : ০৬ জুন ২০২৪, ১৮: ০৬
ভারত ম্যাচের আগেই পাকিস্তানের টিম হোটেল বদলাল আইসিসি 

যুক্তরাষ্ট্রের বিপক্ষে ডালাসে ম্যাচ দিয়ে পাকিস্তানের ২০২৪ বিশ্বকাপ অভিযান শুরু হচ্ছে আজ। তবু এই ম্যাচের চেয়ে দুই চিরপ্রতিদ্বন্দ্বী ভারত-পাকিস্তান ম্যাচ নিয়েই যে অনেকের আগ্রহ, সেটা আর না বললেও চলছে। ৯ জুন নিউইয়র্কে এশিয়ার দল দুটি মুখোমুখি হবে। সেই শহরের পাকিস্তানের টিম হোটেল পরিবর্তন করল আইসিসি। 

নিউইয়র্কের নাসাউ কাউন্টি থেকে পাকিস্তানের টিম হোটেল দূরে হওয়ায় কদিন আগে অসন্তোষ প্রকাশ করেছিলেন পিসিবি সভাপতি মহসিন নাকভি। পাকিস্তান দলের আবাসনের ব্যাপার নিয়ে যখন আলাপ-আলোচনা হয়, তখন পিসিবি প্রধান বিশ্বকাপের আয়োজক কমিটিকে অনুরোধ করেন সূত্র জিও সুপারকে জানিয়েছে। পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপারের বরাতে জানা গেছে, আইসিসি বাবর আজম-শাহিন শাহ আফ্রিদিদের টিম হোটেল পরিবর্তন করেছে। এখন যে হোটেলে বাবর-শাহিনরা থাকবেন, সেটা নাসাউ কাউন্টি থেকে ৫ মিনিটের দূরত্বে। শুরুতে যে হোটেল পেয়েছিল পাকিস্তান, সেখান থেকে স্টেডিয়ামে যেতে সময় লাগত ৯০ মিনিট। 

৯ জুনের পর ১১ জুন নিউইয়র্কে পাকিস্তান খেলবে কানাডার বিপক্ষে। দুই ম্যাচের জন্য পাকিস্তান দলের যে হোটেলে শুরুতে (৯০ মিনিটের দূরত্ব) থাকার কথা ছিল, তা নিয়ে আইসিসিকে কড়া বার্তা জানান নাকভি। দরকার পড়লে গাঁটের পয়সা খরচ করে হলেও পিসিবি প্রধান বাবর-শাহিনদের ভিন্ন হোটেলে রাখার ব্যবস্থা করতেন বলে জিও সুপার জানিয়েছে। নাকভিকে উদ্ধৃত করে পাকিস্তান সংবাদমাধ্যম লিখেছে, ‘বিশ্বকাপের ম্যাচ খেলতে এত দূর যেহেতু ভ্রমণ করতে হবে, আমি সেটা মেনে নিতে পারছি না। হোটেল পরিবর্তন না হলে পিসিবি নিজের খরচে দলকে এর চেয়ে আরও ভালো জায়গায় নিয়ে যাবে।’ 
 
নিউইয়র্কে ভারতের টিম হোটেল আগে থেকেই স্টেডিয়াম থেকে ১০ মিনিটের দূরত্বে ছিল। ভারত ও দক্ষিণ আফ্রিকা দুটি দলই এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে নিজেদের প্রথম তিন ম্যাচ খেলবে নাসাউ কাউন্টিতে। ‘এ’ গ্রুপে পড়েছে ভারত। দক্ষিণ আফ্রিকা পড়েছে ‘ডি’ গ্রুপে। তবু হোটেল নিয়ে অসন্তোষ প্রকাশ করে প্রোটিয়ারা। শ্রীলঙ্কা ক্রিকেট দল তো দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ৩ জুন ম্যাচের পর ক্ষোভ ঝেরেছে। এমনিতেই লঙ্কানদের বিশ্বকাপে গ্রুপ পর্বের চার ম্যাচ খেলতে হবে চারটি ভিন্ন ভেন্যুতে। নাসাউ কাউন্টি থেকে লঙ্কানদের টিম হোটেলের দূরত্ব ছিল প্রায় ১০০ মিনিটের মতো দূরত্ব। 

আরও পড়ুন:

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শাহজালালে তৃতীয় টার্মিনাল চালুতে বাধা, রাজস্ব ভাগাভাগি নিয়ে টানাপোড়েন

বৈপ্লবিক পরিবর্তন করার সুযোগ হাতছাড়া হয়ে গেছে

ব্যাংকের চাকরি যায় জাল সনদে, একই নথি দিয়ে বাগালেন স্কুল সভাপতির পদ

ঝুঁকিপূর্ণ সম্পদ নিয়ে হাবুডুবু খাচ্ছে এবি ব্যাংক

১ লাখ ৮২২ শিক্ষক নিয়োগ: যোগ্য প্রার্থীদের প্রাথমিক তালিকা চলতি সপ্তাহে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত