Ajker Patrika

খেলোয়াড় কিনতে ১০,৪৩০ কোটি টাকা খরচ ইপিএলের দলগুলোর

আপডেট : ০৮ সেপ্টেম্বর ২০২১, ১৩: ১৮
খেলোয়াড় কিনতে ১০,৪৩০ কোটি টাকা খরচ ইপিএলের দলগুলোর

গ্রীষ্মকালীন দলবদলে এবার মঞ্চস্থ হয়েছে একের পর এক নাটক। লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনালদোর মতো তারকারাও দলবদলের বাজারে উত্তাপ ছড়িয়েছেন। তবে খেলোয়াড় কিনতে খরচের দিক থেকে ইংলিশ প্রিমিয়ার লিগ এবার ছাড়িয়ে গেছে সবাইকে। 

ইপিএলের দলগুলো এবারের দলবদলে খরচ করেছে ১ হাজার ৩৪ মিলিয়ন ইউরো (১০ হাজার ৪৩০ কোটি টাকা)। খরচের পরিমাণ এতটাই যে এই তালিকার দ্বিতীয় স্থানে থাকা ইতালিয়ান লিগ সিরি ‘আ’র দলগুলোর খরচ প্রিমিয়ার লিগের খরচের অর্ধেক। সিরি ‘আ’র দলগুলো এবারের দলবদলে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৭১ মিলিয়ন ইউরো। তালিকার ৩ নম্বরে আছে জার্মানির বুন্দেসলিগা। এবারের দলবদলে খেলোয়াড় কিনতে তাদের খরচ হয়েছে ৪২০ মিলিয়ন ইউরো। তালিকার চারে থাকা লিগ ওয়ানের খরচ ৪০০ মিলিয়ন ইউরো। 

গ্রীষ্মকালীন দলবদলের খেলোয়াড় কিনতে সবচেয়ে বেশি খরচ করেছে প্রিমিয়ার লিগের দলগুলোস্প্যানিশ লা লিগা আছে এই তালিকার ৫ নম্বরে। এই মৌসুমে খেলোয়াড় কিনতে তাদের খরচের পরিমাণ প্রিমিয়ার লিগের খরচের তিন ভাগের এক ভাগেরও কম। তারা খরচ করেছে ৩০৩ মিলিয়ন ইউরো। তালিকার পরের নামগুলোর মধ্যে আছে রাশিয়ান লিগ, বেলজিয়ান লিগ, পর্তুগিজ লিগ, তুর্কি লিগ আর ইতালির দ্বিতীয় সারির লিগ সিরি বি। খরচের দিক দিয়ে প্রথম ১০ লিগের সবার শেষে থাকা সিরি বি এবারের মৌসুমে খেলোয়াড় কিনতে খরচ করেছে ৫৪ মিলিয়ন ইউরো। 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত