কোপা দেল রে
ক্রীড়া ডেস্ক
রিয়াল মাদ্রিদকে তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ বলা হয় না। যে ম্যাচে অনেকেই চোখ বুজে রিয়ালের হার দেখতে পান, স্প্যানিশ ক্লাবটি সেখানেই দেখায় চমক। কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচ দিয়ে আবার সেটা নতুন করে বোঝাল মাদ্রিদ।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে অর্ধেক কাজ সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে দ্বিতীয় লেগটা ড্র করলেই ফাইনালে উঠত মাদ্রিদ। কিন্তু কেউ কি বুঝতে পেরেছিলেন, রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদের সেমিফাইনালের দ্বিতীয় লেগের পরতে পরতে থাকবে রোমাঞ্চ! ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল সোসিয়েদাদ। মাদ্রিদ মহাকাব্য লিখতে শুরু করে এখান থেকেই। ৯০ মিনিট পেরিয়ে রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচের দ্বিতীয় লেগ গড়ায় অতিরিক্ত সময়ে।১২০ মিনিটের খেলা শেষে ৪-৪ গোলে ড্র হয়েছে ম্যাচটি। দুই লেগ মিলে ৫-৪ গোলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে মাদ্রিদ।
ম্যাচে রিয়াল মাদ্রিদ যতই কোণঠাসা অবস্থায় থাকুক, দল ফাইনাল খেলবে বলে আত্মবিশ্বাস ছিল কোচ কার্লো আনচেলত্তির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কখনো মনেই হয়নি ম্যাচ থেকে আমরা ছিটকে গিয়েছি। বার্নাব্যুতে যেকোনো কিছু হতে পারে। সব মিলিয়ে ম্যাচের এমন পরিস্থিতিতে লড়াই করতে হতো। আমরা হাল ছাড়িনি।’
রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ সেমিফাইনালের দ্বিতীয় লেগ কতটা রোমাঞ্চকর ছিল, সেটা ৪-৪ গোলের স্কোরলাইন দেখে স্পষ্ট। রুদ্ধশ্বাস এই ম্যাচটা উপভোগ করেছেন আনচেলত্তিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাদ্রিদ কোচ বলেন, ‘ম্যাচটা খুবই আনন্দপূর্ণ ছিল। অনেক গোল হয়েছে ও অনেক ভালো কিছু দেখা গেছে। আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। আরেকটা ফাইনালে উঠেছি।’
আন্দ্রে বারেনেৎসিয়ার গোলে গত রাতে ১৬ মিনিটে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। সমতায় ফিরতে মাদ্রিদের লেগেছে ১৪ মিনিট। সমতাসূচক গোলটি ৩০ মিনিটে করেন এনড্রিক। রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদের প্রথমার্ধ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৭২ মিনিটে আত্মঘাতী গোলে সোসিয়েদাদকে ম্যাচে এগিয়ে দেন মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা। এরপর ৮০ মিনিটে গোল করেন সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওইরজাবাল। তাতে মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ।
৮০ মিনিটের পরই রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর শুরু। ৮২ ও ৮৬ মিনিটে রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার জুড বেলিংহাম ও অরেলিয়েঁ চুয়ামেনি গোল করলে ম্যাচে ৩-৩ সমতা হয়েছে। এরপর নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করেন সোসিয়েদাদের স্ট্রাইকার ওইরজাবাল। সেমিফাইনালের দুই লেগ মিলে তখন রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচ ৪-৪ সমতায়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে সেখানেই জাদু দেখায় মাদ্রিদ। ১১৫ মিনিটে জয়সূচক গোল করেন মাদ্রিদ ডিফেন্ডার আন্টনিও রুডিগার।
রিয়াল মাদ্রিদকে তো এমনি এমনি ‘রয়্যাল মাদ্রিদ’ বলা হয় না। যে ম্যাচে অনেকেই চোখ বুজে রিয়ালের হার দেখতে পান, স্প্যানিশ ক্লাবটি সেখানেই দেখায় চমক। কোপা দেল রের সেমিফাইনাল ম্যাচ দিয়ে আবার সেটা নতুন করে বোঝাল মাদ্রিদ।
কোপা দেল রের সেমিফাইনালের প্রথম লেগে রিয়াল সোসিয়েদাদকে ১-০ গোলে অর্ধেক কাজ সেরে রেখেছিল রিয়াল মাদ্রিদ। সান্তিয়াগো বার্নাব্যুতে গত রাতে দ্বিতীয় লেগটা ড্র করলেই ফাইনালে উঠত মাদ্রিদ। কিন্তু কেউ কি বুঝতে পেরেছিলেন, রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদের সেমিফাইনালের দ্বিতীয় লেগের পরতে পরতে থাকবে রোমাঞ্চ! ম্যাচে ৮০ মিনিট পর্যন্ত ৩-১ গোলে এগিয়ে ছিল সোসিয়েদাদ। মাদ্রিদ মহাকাব্য লিখতে শুরু করে এখান থেকেই। ৯০ মিনিট পেরিয়ে রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচের দ্বিতীয় লেগ গড়ায় অতিরিক্ত সময়ে।১২০ মিনিটের খেলা শেষে ৪-৪ গোলে ড্র হয়েছে ম্যাচটি। দুই লেগ মিলে ৫-৪ গোলে এগিয়ে থেকে ফাইনালে ওঠে মাদ্রিদ।
ম্যাচে রিয়াল মাদ্রিদ যতই কোণঠাসা অবস্থায় থাকুক, দল ফাইনাল খেলবে বলে আত্মবিশ্বাস ছিল কোচ কার্লো আনচেলত্তির। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে বলেন, ‘আমার কখনো মনেই হয়নি ম্যাচ থেকে আমরা ছিটকে গিয়েছি। বার্নাব্যুতে যেকোনো কিছু হতে পারে। সব মিলিয়ে ম্যাচের এমন পরিস্থিতিতে লড়াই করতে হতো। আমরা হাল ছাড়িনি।’
রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ সেমিফাইনালের দ্বিতীয় লেগ কতটা রোমাঞ্চকর ছিল, সেটা ৪-৪ গোলের স্কোরলাইন দেখে স্পষ্ট। রুদ্ধশ্বাস এই ম্যাচটা উপভোগ করেছেন আনচেলত্তিও। ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে মাদ্রিদ কোচ বলেন, ‘ম্যাচটা খুবই আনন্দপূর্ণ ছিল। অনেক গোল হয়েছে ও অনেক ভালো কিছু দেখা গেছে। আমরা আমাদের লক্ষ্য পূরণ করেছি। আরেকটা ফাইনালে উঠেছি।’
আন্দ্রে বারেনেৎসিয়ার গোলে গত রাতে ১৬ মিনিটে সেমিফাইনালের দ্বিতীয় লেগে এগিয়ে যায় রিয়াল সোসিয়েদাদ। সমতায় ফিরতে মাদ্রিদের লেগেছে ১৪ মিনিট। সমতাসূচক গোলটি ৩০ মিনিটে করেন এনড্রিক। রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদের প্রথমার্ধ ১-১ গোলে ড্রয়ের পর দ্বিতীয়ার্ধে জমে ওঠে খেলা। ৭২ মিনিটে আত্মঘাতী গোলে সোসিয়েদাদকে ম্যাচে এগিয়ে দেন মাদ্রিদ ডিফেন্ডার ডেভিড আলাবা। এরপর ৮০ মিনিটে গোল করেন সোসিয়েদাদের স্ট্রাইকার মিকেল ওইরজাবাল। তাতে মাদ্রিদের বিপক্ষে ৩-১ গোলে এগিয়ে যায় সোসিয়েদাদ।
৮০ মিনিটের পরই রিয়াল মাদ্রিদের ঘুরে দাঁড়ানোর শুরু। ৮২ ও ৮৬ মিনিটে রিয়াল মাদ্রিদের দুই ফুটবলার জুড বেলিংহাম ও অরেলিয়েঁ চুয়ামেনি গোল করলে ম্যাচে ৩-৩ সমতা হয়েছে। এরপর নির্ধারিত ৯০ মিনিটের অতিরিক্ত সময়ে গোল করেন সোসিয়েদাদের স্ট্রাইকার ওইরজাবাল। সেমিফাইনালের দুই লেগ মিলে তখন রিয়াল মাদ্রিদ-রিয়াল সোসিয়েদাদ ম্যাচ ৪-৪ সমতায়। অতিরিক্ত সময়ে খেলা গড়ালে সেখানেই জাদু দেখায় মাদ্রিদ। ১১৫ মিনিটে জয়সূচক গোল করেন মাদ্রিদ ডিফেন্ডার আন্টনিও রুডিগার।
স্বাভাবিক হতে শুরু করেছে নেপালের কাঠমান্ডুর পরিস্থিতি। এক দিনেরও বেশি সময় বন্ধের পর আজ দুপুরে খুলে দেওয়া হয়েছে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর। ফেরার আশায় ক্ষণ গুনছে বাংলাদেশ ফুটবল দল।
২ ঘণ্টা আগেএশিয়া কাপে চ্যাম্পিয়ন হতে চায় বাংলাদেশ। যে চাওয়ার কথা গতকাল টুর্নামেন্ট শুরুর দিন দুবাইয়ে ‘ক্যাপ্টেন’স মিট’-এ বলেছিলেন দলের অধিনায়ক লিটন দাস। কিন্তু বাস্তবতার সঙ্গে এই চাওয়াটা কতটা সংগতিপূর্ণ তা নিয়ে প্রশ্ন আছে।
৩ ঘণ্টা আগে২০২৫ এশিয়া কাপে ভুলে যাওয়ার মতো শুরু করেছে হংকং। আবুধাবির শেখ জায়েদ স্টেডিয়ামে গত রাতে উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছে আফগানিস্তান। বড় ব্যবধানে হারের পর এখন ঘুরে দাঁড়াতে মরিয়া হংকং।
৪ ঘণ্টা আগেটি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
৫ ঘণ্টা আগে