মরক্কোর বিপক্ষে গোলশূণ্য ড্র করলো গেল বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে আক্রমণ-পাল্ট আক্রমণে খেলা হলেও কোনো দলই গোল করতে পারেনি।
আল বায়েত স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে মরক্কো-ক্রোয়েশিয়া পয়েন্ট ভাগা ভাগি করে নিল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম সুযোগটাও পায় তারা। ১৭ মিনিটে ইভান পেরিসিচের নেওয়া শটটি অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়।
তবে ১৮ মিনিটে সুবর্ণ এক সুযোগ পেয়েছিল মরক্কো। হাকিম জিয়েশ এর দুর্দান্ত ক্রসটিতে ঠিক মতো মাথা লাগাতে পারেননি ইউসুফ এন-নেসিরি। পরে দু দলেই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে তাদের ফরোয়ার্ডরা। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি সুযোগ পেয়েছিলেন লুকা মডরিচ-পেরিসিচরা।
প্রথম সুযোগটা পান ফরোয়ার্ড নিকোলা ভ্লাসিক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে তাঁর নেওয়া দুরন্ত শটটি সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এর দুই মিনিট পর মডরিচের নেওয়া জোরালো শটও অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ফলে গোলশূণ্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় দলকে।
বিরতির পর দুই দল আক্রমণের পর আক্রমণ করে। কিন্তু কোনোভাবেই জয়ের জন্য গোলের দেখা পায়নি দল দুটি। ৫১ মিনিটে নওসাইরে মাজরাউইয়ের হেড নিলে তা ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। আর ৬৪ মিনিটে আশরাফ হাকিমির বুলেট গতির শট পাঞ্চ করে দলকে আবারও রক্ষা করেন গোলরক্ষক লিভাকোভিচ। ফলে ড্র নিয়েই দুই দলকে মাঠ ছাড়তে হয়।
মরক্কোর বিপক্ষে গোলশূণ্য ড্র করলো গেল বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে আক্রমণ-পাল্ট আক্রমণে খেলা হলেও কোনো দলই গোল করতে পারেনি।
আল বায়েত স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে মরক্কো-ক্রোয়েশিয়া পয়েন্ট ভাগা ভাগি করে নিল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম সুযোগটাও পায় তারা। ১৭ মিনিটে ইভান পেরিসিচের নেওয়া শটটি অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়।
তবে ১৮ মিনিটে সুবর্ণ এক সুযোগ পেয়েছিল মরক্কো। হাকিম জিয়েশ এর দুর্দান্ত ক্রসটিতে ঠিক মতো মাথা লাগাতে পারেননি ইউসুফ এন-নেসিরি। পরে দু দলেই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে তাদের ফরোয়ার্ডরা। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি সুযোগ পেয়েছিলেন লুকা মডরিচ-পেরিসিচরা।
প্রথম সুযোগটা পান ফরোয়ার্ড নিকোলা ভ্লাসিক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে তাঁর নেওয়া দুরন্ত শটটি সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এর দুই মিনিট পর মডরিচের নেওয়া জোরালো শটও অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ফলে গোলশূণ্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় দলকে।
বিরতির পর দুই দল আক্রমণের পর আক্রমণ করে। কিন্তু কোনোভাবেই জয়ের জন্য গোলের দেখা পায়নি দল দুটি। ৫১ মিনিটে নওসাইরে মাজরাউইয়ের হেড নিলে তা ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। আর ৬৪ মিনিটে আশরাফ হাকিমির বুলেট গতির শট পাঞ্চ করে দলকে আবারও রক্ষা করেন গোলরক্ষক লিভাকোভিচ। ফলে ড্র নিয়েই দুই দলকে মাঠ ছাড়তে হয়।
প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে চার দিনের কাতার সফরে ছিলেন বাংলাদেশ জাতীয় নারী দলের ক্রিকেটার সুমাইয়া আক্তার, শারমিন সুলতানা এবং ফুটবলার আফঈদা খন্দকার, শাহেদা আক্তার রিপা। সেখানে কাতারে বিভিন্ন ফুটবল স্টেডিয়াম, অলিম্পিক জাদুঘর ও ফরাসি ক্লাব পিএসজির একাডেমি ঘুরে দেখেছেন তাঁরা...
২ ঘণ্টা আগেক্রিস্টাল প্যালেসের সঙ্গে আর্সেনালের ম্যাচ ড্র হওয়ায়, লিভারপুলের প্রিমিয়ার লিগ জয় নিশ্চিত করতে টটেনহামের বিপক্ষে প্রয়োজন শুধুমাত্র এক পয়েন্ট। রেডদের বাকি রয়েছে আরও চারটি ম্যাচ। পরের ম্যাচে ঘরের মাঠ অ্যানফিল্ডে টটেনহামের বিপক্ষে খেলবে তারা। এই ম্যাচের আগে লিভারপুল ম্যানেজার আর্নে স্লট বলেছেন, টটেনহাম
২ ঘণ্টা আগেতাওহিদ হৃদয়ের শাস্তি নিয়ে বিসিবিতে যেন চলছে এক মহানাটকীয়তা। ডিপিএলে আচরণবিধি ভঙ্গ করে প্রথমে নিষেধাজ্ঞা পেলেন হৃদয়, তারপর আবার শাস্তি কমানো হলো, সমালোচনার মুখে আবার শাস্তি বহাল। আজ আবারও বিসিবি-মোহামেডান বৈঠকের পর নতুন করে এল সিদ্ধান্ত। তামিম ইকবালদের আপত্তিতে হৃদয়ের শাস্তি এক বছর পেছাল বিসিবি...
৪ ঘণ্টা আগেজিতলেই মিলবে এশিয়া কাপের টিকিট। বাংলাদেশের জন্য সমীকরণ অতটা কঠিন ছিল না বলা যায়। কারণ, এএইচএফ কাপে টানা চারবারের চ্যাম্পিয়ন তারা। কিন্তু এবার শিরোপা ধরে রাখতে পারল না মামুন উর রশিদের দল। ওমানের কাছে ৫-৪ গোলে হেরে বিদায় নিতে সেমিফাইনাল থেকে। তাই বাংলাদেশকে ছাড়া প্রথমবারের মতো হতে যাচ্ছে এশিয়া কাপ...
৪ ঘণ্টা আগে