Ajker Patrika

গতবারের রানার আপ ক্রোয়েশিয়াকে আটকে দিল মরক্কো

ক্রীড়া ডেস্ক
আপডেট : ২৩ নভেম্বর ২০২২, ১৯: ২৬
Thumbnail image

মরক্কোর বিপক্ষে গোলশূণ্য ড্র করলো গেল বিশ্বকাপের রানার আপ ক্রোয়েশিয়া। পুরো ম্যাচে আক্রমণ-পাল্ট আক্রমণে খেলা হলেও কোনো দলই গোল করতে পারেনি।

আল বায়েত স্টেডিয়ামে নিজেদের প্রথম ম্যাচ খেলতে নেমে মরক্কো-ক্রোয়েশিয়া পয়েন্ট ভাগা ভাগি করে নিল। শুরু থেকেই ম্যাচের নিয়ন্ত্রণ নেয় ক্রোয়েশিয়া। ম্যাচের প্রথম সুযোগটাও পায় তারা। ১৭ মিনিটে ইভান পেরিসিচের নেওয়া শটটি অল্পের জন্য বারের ওপর দিয়ে যায়।

তবে ১৮ মিনিটে সুবর্ণ এক সুযোগ পেয়েছিল মরক্কো। হাকিম জিয়েশ এর দুর্দান্ত ক্রসটিতে ঠিক মতো মাথা লাগাতে পারেননি ইউসুফ এন-নেসিরি। পরে দু দলেই আক্রমণ-পাল্টা আক্রমণ করলেও ফাইনাল থার্ডে গিয়ে খেই হারিয়ে ফেলে তাদের ফরোয়ার্ডরা। বিরতিতে যাওয়ার আগে আরও দুটি সুযোগ পেয়েছিলেন লুকা মডরিচ-পেরিসিচরা।

প্রথম সুযোগটা পান ফরোয়ার্ড নিকোলা ভ্লাসিক। প্রথমার্ধের অতিরিক্ত সময়ের প্রথম মিনিটে তাঁর নেওয়া দুরন্ত শটটি সেভ করেন মরক্কোর গোলরক্ষক ইয়াসিন বোনো। এর দুই মিনিট পর মডরিচের নেওয়া জোরালো শটও অল্পের জন্য বারের ওপর দিয়ে চলে যায়। ফলে গোলশূণ্য ড্র নিয়েই বিরতিতে যেতে হয় দলকে। 

বিরতির পর দুই দল আক্রমণের পর আক্রমণ করে। কিন্তু কোনোভাবেই জয়ের জন্য গোলের দেখা পায়নি দল দুটি। ৫১ মিনিটে নওসাইরে মাজরাউইয়ের হেড নিলে তা ধরে ফেলেন ক্রোয়েশিয়ার গোলরক্ষক ডমিনিক লিভাকোভিচ। আর ৬৪ মিনিটে আশরাফ হাকিমির বুলেট গতির শট পাঞ্চ করে দলকে আবারও রক্ষা করেন গোলরক্ষক লিভাকোভিচ। ফলে ড্র নিয়েই দুই দলকে মাঠ ছাড়তে হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নারীদের খেলায় আর নাক গলাবে না, দেশ ও বিশ্ববাসীর কাছে ক্ষমা চাইল ভাঙচুরকারীরা

বিয়ে করলেন সারজিস আলম

অস্ট্রেলিয়ার বিপক্ষে লড়ছে শ্রীলঙ্কা, ভারত-ইংল্যান্ড ম্যাচ কোথায় দেখবেন

ইতালি নেওয়ার কথা বলে লিবিয়ায় ফরিদপুরের ২ জনকে গুলি করে হত্যা

সাবেক শিক্ষার্থীর প্রাইভেট কারে ধাক্কা, জাবিতে ১২ বাস আটকে ক্ষতিপূরণ আদায় ছাত্রদলের

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত