নিজস্ব প্রতিবেদক, ঢাকা
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না।
তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।
২০১৭ সালে বাংলাদেশ জাতীয় দলের ট্রেইনার ছিলেন মারিও লেমোস। চার বছর পর এবার সেই জাতীয় দলেরই মূল কোচের দায়িত্ব পেয়েছেন তিন মৌসুম ধরে আবাহনীকে কোচিং করানো এই পর্তুগিজ কোচ।
মূল কোচ জেমি ডেকে দুই মাসের অব্যাহতি দিয়ে বসুন্ধরা কিংস কোচ অস্কার ব্রুজোনকে সাফের দায়িত্ব দিয়েছিল বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে)। জামালদের সাফের ফাইনালে তুলতে না পারলেও খুব খারাপ করেছেন ব্রুজোন, তা বলা যাবে না।
তবে শ্রীলঙ্কায় আগামী মাসে চার জাতি টুর্নামেন্টে বাফুফে তাঁকে চাইলেও দায়িত্ব নিতে রাজি হননি ব্রুজোন। চার সপ্তাহের ছুটিতে ফিরে গেছেন স্পেনে। চার জাতি টুর্নামেন্টে তাই নতুন কোচের প্রয়োজন পড়তই। এই টুর্নেমেন্টে কোচ হিসেবে মারুফুল হকের কথা শোনা গেলেও শেষ পর্যন্ত লেমোসকেই বেছে নিয়েছে বাফুফে।
ব্রুজোনের মতো তিন বছর ধরে বাংলাদেশে আছেন লেমোসও। আবাহনী এএফসি কাপের ইন্টার-রিজিওনাল সেমিফাইনালে উঠেছিল তাঁর হাত ধরে। লেমোস এখন ছুটিতে আছেন পর্তুগালে। ভিসা পেয়ে গেলে দুই-এক দিনের মধ্যে ঢাকায় ফিরবেন তিনি। এরপর ২৫ অক্টোবর থেকে জাতীয় ক্যাম্প শুরু হবে বলে জানিয়েছেন বাফুফে জাতীয় দল কমিটির প্রধান কাজী নাবিল আহমেদ।
আগামী মাসে শ্রীলঙ্কায় চার জাতি টুর্নামেন্ট শুরু হবে। সেখানে জামালদের কোচ হিসেবে থাকবেন লেমোস। বাংলাদেশের ম্যাচ তিনটি হবে নভেম্বরের ৮, ১১ ও ১৪ তারিখে।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
১ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
২ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
৩ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৪ ঘণ্টা আগে