ক্যাম্প ন্যুতে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ল্যামিন ইয়ামাল। রেকর্ড গড়া এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তরুণ এই ইয়ামাল গড়তে চান আরও অনেক রেকর্ড।
গত পরশু লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন এই ফরোয়ার্ড। এমন আরও অনেক রেকর্ড গড়তে চান ইয়ামাল। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের এই তরুণ ফুটবলার বলেন, ‘আমি বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যখন আমি মাঠে নেমেছিলাম, ক্যাম্প ন্যু দেখে অভিভূত হয়েছিলাম। ধীরে ধীরে স্নায়ুচাপ কাটিয়ে ফেলেছি, যতটা সম্ভব সাবলীল থাকার চেষ্টা করেছি। এই রেকর্ড গড়তে পেরে আমি বেশ খুশি। তবে আরও রেকর্ড গড়ার আশা করছি আমি। প্রথম পাস থেকেই জাভি আমাকে আত্মবিশ্বাসী হতে বললেন এবং আমি সব সময়ই তা করেছি। ম্যাচ শেষে সতীর্থরা আমাকে অভিনন্দন জানিয়েছে।’
প্রথম ম্যাচে অল্প সময় খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়েছেন জাভি। স্পেনের তরুণ এই ফুটবলার প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘তাকে বলেছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন...। ল্যামিনেকে ১৫ বছরের মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ব। সে ভালোই অনুশীলন করছে। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’
ক্যাম্প ন্যুতে খেলতে নেমেই রেকর্ড গড়েছেন ল্যামিন ইয়ামাল। রেকর্ড গড়া এই ফুটবলারকে লিওনেল মেসির সঙ্গে তুলনা করেছেন বার্সা কোচ জাভি হার্নান্দেজ। তরুণ এই ইয়ামাল গড়তে চান আরও অনেক রেকর্ড।
গত পরশু লা-লিগায় ক্যাম্প ন্যুয়ে মুখোমুখি হয়েছে বার্সেলোনা-রিয়াল বেতিস। ম্যাচের ৮৩ মিনিটে গাভিকে বদলি করে নামানো হয় ইয়ামালকে। বদলি নেমেই বার্সেলোনার হয়ে ইতিহাস গড়েছেন তিনি। ১৫ বছর ২৯০ দিন বয়সে খেলতে নেমে বার্সার সর্বকনিষ্ঠ খেলোয়াড় হিসেবে অভিষেক হওয়ার রেকর্ড গড়েন এই ফরোয়ার্ড। এমন আরও অনেক রেকর্ড গড়তে চান ইয়ামাল। বার্সেলোনার অফিশিয়াল ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাৎকারে স্পেনের এই তরুণ ফুটবলার বলেন, ‘আমি বেশ আবেগপ্রবণ হয়ে গিয়েছিলাম। যখন আমি মাঠে নেমেছিলাম, ক্যাম্প ন্যু দেখে অভিভূত হয়েছিলাম। ধীরে ধীরে স্নায়ুচাপ কাটিয়ে ফেলেছি, যতটা সম্ভব সাবলীল থাকার চেষ্টা করেছি। এই রেকর্ড গড়তে পেরে আমি বেশ খুশি। তবে আরও রেকর্ড গড়ার আশা করছি আমি। প্রথম পাস থেকেই জাভি আমাকে আত্মবিশ্বাসী হতে বললেন এবং আমি সব সময়ই তা করেছি। ম্যাচ শেষে সতীর্থরা আমাকে অভিনন্দন জানিয়েছে।’
প্রথম ম্যাচে অল্প সময় খেললেও ইয়ামালের খেলায় মুগ্ধ হয়েছেন জাভি। স্পেনের তরুণ এই ফুটবলার প্রসঙ্গে বার্সা কোচ বলেন, ‘তাকে বলেছিলাম কিছু করার চেষ্টা কর এবং সেটাই সে করেছে। মাত্র ১৫ বছর বয়সে খেলেছে, একবার ভাবুন...। ল্যামিনেকে ১৫ বছরের মনে হচ্ছে না মোটেও। সে খুবই পরিপক্ব। সে ভালোই অনুশীলন করছে। আক্রমণভাগে তার কিছু পাস সত্যিই ভালো ছিল।’
প্রথম ইনিংসে জিম্বাবুয়ের ১২৫ রানের বিপরীতে নিউজিল্যান্ডের লিড কত হলে যথেষ্ট ছিল? দুই টেস্টে পারফরম্যান্স বিবেচনায় ৩০০-৩৫০ তাড়া করে আবার নিউজিল্যান্ডকে লক্ষ্য ছুড়ে দেওয়া—নিশ্চয় সহজ হতো না জিম্বাবুয়ের জন্য। কিন্তু হাতে সময় থাকায় কিউই ব্যাটাররা রীতিমতো ছেলেখেলা শুরু করেছেন স্বাগতিক বোলারদের নিয়ে!
১৪ ঘণ্টা আগেফুটবলের দেশ ক্রোয়েশিয়া। ইউরোপের এই দেশ খেলে ক্রিকেটও। দেশটির টি-টোয়েন্টির অধিনায়ক জ্যাক ভুকুসিচ তো একটা বিশ্ব রেকর্ডই গড়ে ফেললেন!
১৫ ঘণ্টা আগেগ্রুপ চ্যাম্পিয়ন হয়ে ত্রিদেশীয় সিরিজের ফাইনাল আগেই নিশ্চিত করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। আজ হারারে স্পোর্টস ক্লাবে নিয়মরক্ষার ম্যাচে স্বাগতিক জিম্বাবুয়ের বিপক্ষে মাঠে নেমেছিল আজিজুল হাকিম তামিমের দল। ফাইনালের আগে স্বাগতিকদের গুঁড়িয়ে দিয়ে দারুণ প্রস্তুতিও সেরে নিল তারা। রাউন্ড রবিন পদ্ধতির...
১৫ ঘণ্টা আগেঅস্ট্রেলিয়ার সাবেক কিংবদন্তি পেসার গ্লেন ম্যাকগ্রা ২০২৫-২৬ অ্যাশেজে ইংল্যান্ডকে ধবলধোলাই হওয়ার ভবিষ্যদ্বাণী করেছেন। তাঁর মতে, সিরিজে অস্ট্রেলিয়া ৫-০ ব্যবধানে জয় পাবে।
১৬ ঘণ্টা আগে