Ajker Patrika

দুর্দান্ত পারফর্ম করা হালান্ডের ওপর কেন রাগলেন গার্দিওলা 

আপডেট : ১২ আগস্ট ২০২৩, ১৩: ০৮
দুর্দান্ত পারফর্ম করা হালান্ডের ওপর কেন রাগলেন গার্দিওলা 

ম্যানচেস্টার সিটিতে প্রথম মৌসুমে এসেই আলোড়ন তোলেন আর্লিং হালান্ড। গত মৌসুমে ম্যান সিটির জার্সিতে ৫০-এরও বেশি গোল করেছেন তিনি। এবারের মৌসুমে সেই পারফরম্যান্সটাই যেন টেনে নিয়ে এলেন। বার্নলির বিপক্ষে গতকাল প্রিমিয়ার লিগে জোড়া গোল করেছেন হালান্ড। তবু এই ম্যাচে তাঁর (হালান্ড) ওপর খেপেছেন সিটি কোচ পেপ গার্দিওলার।

বার্নলির বিপক্ষে গতকাল ৪ মিনিটেই প্রথম গোল করে ম্যান সিটি। রদ্রির অ্যাসিস্টে বাঁ পায়ের শটে গোল করেন হালান্ড। এরপর ৩৬ মিনিটে হালান্ডই ব্যবধান দ্বিগুণ করেছেন। এবারও নরওয়ের এই স্ট্রাইকার গোল করেছেন বাঁ পায়ে। তাঁকে অ্যাসিস্ট করেছেন হুলিয়ান আলভারেজ। তবে প্রথমার্ধের শেষে হালান্ড ও বার্নার্দো সিলভার সঙ্গে কথা-কাটাকাটি হয়েছে গার্দিওলার। সিলভা ঠিকমতো বল পাস দিতে পারেননি হালান্ডকে। ম্যাচ শেষে গার্দিওলা বলেন, ‘সে সব সময়ই চায় তাকে (হালান্ড) যেন বল দেওয়া হয়। বল পেলেই সে গোল করতে পারবে। কিন্তু যখন দুই মিনিট বাকি, তখন কোভাচিচ পেছনে ছিল এবং বল হারিয়ে ফেলল। রদ্রিও বল হারিয়ে ফেলেছে। আর্লিং বল চাইছিল আর বার্নার্দো ঠিকঠাক বল দিতে পারেনি।’

প্রথমার্ধে হালান্ডের জোড়া গোলের পর দ্বিতীয়ার্ধে গোল করেছেন রদ্রি। ৭৫ মিনিটে দলের তৃতীয় গোল করেন রদ্রি। বার্নলির বিপক্ষে ৩-০ গোলের জয় দিয়ে প্রিমিয়ার লিগের নতুন মৌসুম শুরু করে সিটি।

২০২২-২৩ মৌসুমে বরুসিয়া ডর্টমুন্ড থেকে ম্যান সিটিতে এসেছেন হালান্ড। সব প্রতিযোগিতা মিলিয়ে এখন পর্যন্ত ৫৫ ম্যাচ খেলে করেছেন ৫৪ গোল এবং অ্যাসিস্ট করেছেন ৯ গোলে, যার মধ্যে গত মৌসুমে প্রিমিয়ার লিগে ৩৬ গোল করে এই টুর্নামেন্টে এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়লেন। সিটির হয়ে গতবার ট্রেবলও জিতেছেন নরওয়ের এই স্ট্রাইকার।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত