নাজিম আল শমষের, বেঙ্গালুরু থেকে
একের পর এক গোল। প্রথমার্ধেই গোলের বিবরণ লিখতে গিয়ে বেঙ্গালুরুর ঠান্ডায় কাবু হওয়ার মতো অবস্থা। ভুটানের অর্ধে বাংলাদেশ খেলল চোখ জুড়ানো ফুটবল। প্রথম ৪৫ মিনিটেই নির্ধারিত হয়ে গেল ২০০৯ সালের পর আবারও সাফের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ! ঈদের আগের রাতে দেশকে ঈদ উপহার ২৩ বাংলাদেশি ফুটবলারের।
সমীকরণটা ছিল খুব সহজ। ভুটানের কাছ থেকে দরকার ছিল শুধু ১টা পয়েন্ট। বাংলাদেশ দল ১ পয়েন্টের জন্য লড়েনি, লড়েছে পুরো ৩ পয়েন্টের জন্য। আর তাই প্রথমার্ধেই ভুটানের জালে গুনে গুনে ৩ গোল হাভিয়ের কাবরেরার শিষ্যদের। সেটাও আবার ১ গোলে পিছিয়ে পড়ে। মালদ্বীপের বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। আজকেও বাংলাদেশ জিতল সেই ৩-১ গোলে। সেই ম্যাচের সঙ্গে আজকের পার্থক্য শুধু বাংলাদেশের সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। ১ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে বাংলাদেশের ৩ গোল দেওয়ার কীর্তি এটাই প্রথম। আর এই কীর্তিতে ঘুচে গেল আক্ষেপও। দীর্ঘ ১৪ বছরে সেমিফাইনাল খেলতে না পারার খেদ মিটেছে নতুন এক বাংলাদেশ দলের হাত ধরে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজকের ম্যাচকে ঘিরে লিখতে গেলে দুটি বিষয় লিখতেই হবে। আত্মবিশ্বাস আর রাকিব-মোরসালিন জুটি। মালদ্বীপ ম্যাচে পিছিয়ে পড়ার পরও যেভাবে অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বাংলাদেশ দল, আজও জামাল ভূঁইয়াদের ঘুরে দাঁড়ানো প্রথমে গোল খাওয়ার পরই। ভুটান শুরুতে বেশ চাপে রেখেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের ফুটবলাররা সেই চাপটা সামাল দিয়েছে ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গেই। সমতা ফেরানোর পর বাংলাদেশের প্রতিটি পাসেই ছিল সতীর্থদের প্রতি বিশ্বাসের ছাপ।
ম্যাচে বাংলাদেশের আরেক অর্জন মোরসালিনের সঙ্গে রাকিবের বোঝাপড়াটা। আন্তর্জাতিক ফুটবলে আজই প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন মোরসালিন। জাতীয় দলে তাই রাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধা ১৭ বছর বয়সী তারকার। কেন বাংলাদেশের ভবিষ্যৎ তাঁকে ভাবা হচ্ছে, সেটাই প্রমাণ করে দিলেন মোরসালিন। মোরসালিনকে পেয়ে জ্বলে উঠলেন রাকিবও। বাংলাদেশের ৩ গোলেই সমান ভূমিকা রাকিব-মোরসালিনের। দুজনেই করেছেন একটি করে গোল। আরেকটি গোল আত্মঘাতী হলেও তাতেও আছে এই দুজনের ভূমিকা! ম্যাচে আক্রমণটা বাংলাদেশ করলেও চমকে দেখিয়েছে ভুটান। ম্যাচের দ্বিতীয় মিনিটে মোরসালিনের কাটব্যাকে সোহেল রানার শট ঠেকান ভুটানি গোলরক্ষক গিয়েলতসেন জাঙ্গপো।
ভুটান তাদের প্রথম আক্রমণেই চমকে দিল বাংলাদেশকে। ১২ মিনিটে হঠাৎ বক্সের বাইরে থেকে শট নেন তিসেনদা দর্জি। বাঁ পায়ে শটটি বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঠেকানোর কোনো সুযোগই হয়নি।
ভুটানের ব্যবধানটা ২-০ হতে পারত ১৭ মিনিটেই। ৩০ গজ দূর থেকে শট নিলেন নিমা ওয়াংডি। শট কাঁপাল ক্রসবার। নিমার শট ক্রসবারে না লাগলে এই গোলটি হতে পারত এবারের সাফের সেরা গোল!
নড়বড়ে বাংলাদেশকে খেলায় ফেরালেন মোরসালিন। শুরুতে খানিকটা এলোমেলো থাকলেও নিজের ‘ট্রেডমার্ক’ বক্সের বাইরে থেকে শট দিয়ে বাংলাদেশকে সমতা এনে দিলেন ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। মোরসালিন আজ খেলেছেন ফরোয়ার্ড হিসেবে। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের পাস থেকে প্রথম দফায় শট নিতে গিয়ে ব্যর্থ হোন মোরসালিন। ফিরতি বলে আবারও মোরসালিনের বুলেট গতির শট। ভুটানি গোলরক্ষকের গ্লাভসের মাঝখান দিয়ে বল সোজা জালে! মাত্র চতুর্থ ম্যাচে দ্বিতীয় আন্তর্জাতিক গোল ১৭ বছর বয়সী মোরসালিনের।
সমতায় ফিরেই বিধ্বংসী রূপে বাংলাদেশ। মোরসালিনের সঙ্গে রাকিবের দারুণ বোঝাপড়ায় তছনছ ভুটানের রক্ষণ। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের হাওয়ায় ভাসানো ক্রস থেকে বলে রাকিবের ছোঁয়া। বল ভুটানের খেলোয়াড় পুনতসো জিগমের গায়ে লেগে আবারও জালে!
দ্বিতীয় গোল হতেই গোলের নেশা যেন চেপে বসে বাংলাদেশি ফুটবলারদের মাথায়। ৩৩ মিনিটে ভুটানি গোলরক্ষককে একা পেয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন রাকিব। রাকিবের শটে গোলরক্ষক হার মানলেও পোস্টের গা ঘেঁষে বল চলে যায় বাইরে।
তবে তিন মিনিট পরেই সেই আক্ষেপ মেটালেন রাকিব। করলেন মনে রাখার মতো এক গোল। ৩৬ মিনিটে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে হারিয়ে ডান পোস্টের দুরূহ কোণ থেকে শট নেন রাকিব। সেই শট বাঁ পোস্টে লেগে জড়িয়ে গেল জালে।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে সাইড বেঞ্চে বসলেন রাকিব ও মোরসালিন। বাংলাদেশের আক্রমণের গতি গেল কমে। তাতে কোনো ক্ষতি হয়নি। ভুটানও নিতে পারেনি বাংলাদেশের বড় পরীক্ষা। ১৪ বছর পর সেমিফাইনালে ওঠে কুয়েতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লাল-সবুজ দলটা। ১ জুলাই বিকেল ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন কাবরেরার শিষ্যরা।
একের পর এক গোল। প্রথমার্ধেই গোলের বিবরণ লিখতে গিয়ে বেঙ্গালুরুর ঠান্ডায় কাবু হওয়ার মতো অবস্থা। ভুটানের অর্ধে বাংলাদেশ খেলল চোখ জুড়ানো ফুটবল। প্রথম ৪৫ মিনিটেই নির্ধারিত হয়ে গেল ২০০৯ সালের পর আবারও সাফের সেমিফাইনালে খেলছে বাংলাদেশ! ঈদের আগের রাতে দেশকে ঈদ উপহার ২৩ বাংলাদেশি ফুটবলারের।
সমীকরণটা ছিল খুব সহজ। ভুটানের কাছ থেকে দরকার ছিল শুধু ১টা পয়েন্ট। বাংলাদেশ দল ১ পয়েন্টের জন্য লড়েনি, লড়েছে পুরো ৩ পয়েন্টের জন্য। আর তাই প্রথমার্ধেই ভুটানের জালে গুনে গুনে ৩ গোল হাভিয়ের কাবরেরার শিষ্যদের। সেটাও আবার ১ গোলে পিছিয়ে পড়ে। মালদ্বীপের বিপক্ষে গোল খেয়ে পিছিয়ে পড়ে ৩-১ গোলে জিতেছিল বাংলাদেশ। আজকেও বাংলাদেশ জিতল সেই ৩-১ গোলে। সেই ম্যাচের সঙ্গে আজকের পার্থক্য শুধু বাংলাদেশের সবগুলো গোলই হয়েছে প্রথমার্ধে। ১ গোলে পিছিয়ে পড়ে প্রথমার্ধে বাংলাদেশের ৩ গোল দেওয়ার কীর্তি এটাই প্রথম। আর এই কীর্তিতে ঘুচে গেল আক্ষেপও। দীর্ঘ ১৪ বছরে সেমিফাইনাল খেলতে না পারার খেদ মিটেছে নতুন এক বাংলাদেশ দলের হাত ধরে।
শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে আজকের ম্যাচকে ঘিরে লিখতে গেলে দুটি বিষয় লিখতেই হবে। আত্মবিশ্বাস আর রাকিব-মোরসালিন জুটি। মালদ্বীপ ম্যাচে পিছিয়ে পড়ার পরও যেভাবে অবিশ্বাস্যভাবে প্রত্যাবর্তনের গল্প লিখেছিল বাংলাদেশ দল, আজও জামাল ভূঁইয়াদের ঘুরে দাঁড়ানো প্রথমে গোল খাওয়ার পরই। ভুটান শুরুতে বেশ চাপে রেখেছে ঠিকই, কিন্তু বাংলাদেশের ফুটবলাররা সেই চাপটা সামাল দিয়েছে ভীষণ আত্মবিশ্বাসের সঙ্গেই। সমতা ফেরানোর পর বাংলাদেশের প্রতিটি পাসেই ছিল সতীর্থদের প্রতি বিশ্বাসের ছাপ।
ম্যাচে বাংলাদেশের আরেক অর্জন মোরসালিনের সঙ্গে রাকিবের বোঝাপড়াটা। আন্তর্জাতিক ফুটবলে আজই প্রথমবারের মতো একাদশে জায়গা পেয়েছেন মোরসালিন। জাতীয় দলে তাই রাকিবের সঙ্গে প্রথমবারের মতো জুটি বাঁধা ১৭ বছর বয়সী তারকার। কেন বাংলাদেশের ভবিষ্যৎ তাঁকে ভাবা হচ্ছে, সেটাই প্রমাণ করে দিলেন মোরসালিন। মোরসালিনকে পেয়ে জ্বলে উঠলেন রাকিবও। বাংলাদেশের ৩ গোলেই সমান ভূমিকা রাকিব-মোরসালিনের। দুজনেই করেছেন একটি করে গোল। আরেকটি গোল আত্মঘাতী হলেও তাতেও আছে এই দুজনের ভূমিকা! ম্যাচে আক্রমণটা বাংলাদেশ করলেও চমকে দেখিয়েছে ভুটান। ম্যাচের দ্বিতীয় মিনিটে মোরসালিনের কাটব্যাকে সোহেল রানার শট ঠেকান ভুটানি গোলরক্ষক গিয়েলতসেন জাঙ্গপো।
ভুটান তাদের প্রথম আক্রমণেই চমকে দিল বাংলাদেশকে। ১২ মিনিটে হঠাৎ বক্সের বাইরে থেকে শট নেন তিসেনদা দর্জি। বাঁ পায়ে শটটি বাংলাদেশ গোলরক্ষক আনিসুর রহমান জিকো ঠেকানোর কোনো সুযোগই হয়নি।
ভুটানের ব্যবধানটা ২-০ হতে পারত ১৭ মিনিটেই। ৩০ গজ দূর থেকে শট নিলেন নিমা ওয়াংডি। শট কাঁপাল ক্রসবার। নিমার শট ক্রসবারে না লাগলে এই গোলটি হতে পারত এবারের সাফের সেরা গোল!
নড়বড়ে বাংলাদেশকে খেলায় ফেরালেন মোরসালিন। শুরুতে খানিকটা এলোমেলো থাকলেও নিজের ‘ট্রেডমার্ক’ বক্সের বাইরে থেকে শট দিয়ে বাংলাদেশকে সমতা এনে দিলেন ১৭ বছর বয়সী অ্যাটাকিং মিডফিল্ডার। মোরসালিন আজ খেলেছেন ফরোয়ার্ড হিসেবে। ২১ মিনিটে বক্সের বাইরে থেকে রাকিব হোসেনের পাস থেকে প্রথম দফায় শট নিতে গিয়ে ব্যর্থ হোন মোরসালিন। ফিরতি বলে আবারও মোরসালিনের বুলেট গতির শট। ভুটানি গোলরক্ষকের গ্লাভসের মাঝখান দিয়ে বল সোজা জালে! মাত্র চতুর্থ ম্যাচে দ্বিতীয় আন্তর্জাতিক গোল ১৭ বছর বয়সী মোরসালিনের।
সমতায় ফিরেই বিধ্বংসী রূপে বাংলাদেশ। মোরসালিনের সঙ্গে রাকিবের দারুণ বোঝাপড়ায় তছনছ ভুটানের রক্ষণ। ৩০ মিনিটে বক্সের বাইরে থেকে মোরসালিনের হাওয়ায় ভাসানো ক্রস থেকে বলে রাকিবের ছোঁয়া। বল ভুটানের খেলোয়াড় পুনতসো জিগমের গায়ে লেগে আবারও জালে!
দ্বিতীয় গোল হতেই গোলের নেশা যেন চেপে বসে বাংলাদেশি ফুটবলারদের মাথায়। ৩৩ মিনিটে ভুটানি গোলরক্ষককে একা পেয়ে গোল প্রায় পেয়েই গিয়েছিলেন রাকিব। রাকিবের শটে গোলরক্ষক হার মানলেও পোস্টের গা ঘেঁষে বল চলে যায় বাইরে।
তবে তিন মিনিট পরেই সেই আক্ষেপ মেটালেন রাকিব। করলেন মনে রাখার মতো এক গোল। ৩৬ মিনিটে একের পর এক ভুটানি ডিফেন্ডারকে হারিয়ে ডান পোস্টের দুরূহ কোণ থেকে শট নেন রাকিব। সেই শট বাঁ পোস্টে লেগে জড়িয়ে গেল জালে।
দ্বিতীয়ার্ধে বদলি হিসেবে সাইড বেঞ্চে বসলেন রাকিব ও মোরসালিন। বাংলাদেশের আক্রমণের গতি গেল কমে। তাতে কোনো ক্ষতি হয়নি। ভুটানও নিতে পারেনি বাংলাদেশের বড় পরীক্ষা। ১৪ বছর পর সেমিফাইনালে ওঠে কুয়েতকে প্রতিপক্ষ হিসেবে পাচ্ছে লাল-সবুজ দলটা। ১ জুলাই বিকেল ৪টায় ফাইনালে ওঠার লড়াইয়ে নামবেন কাবরেরার শিষ্যরা।
গত জুনে এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের ম্যাচটির দ্বিতীয়ার্ধ দেরিতে শুরু হওয়ায় শাস্তির মুখে পড়েছে বাফুফে। তাদের ১৫০০ ডলার (প্রায় দুই লাখ টাকা) জরিমানা করেছে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি)।
৭ ঘণ্টা আগে১১০ রানে অলআউট হয়ে কার্যত ম্যাচের প্রথমার্ধেই ব্যাকফুটে চলে গিয়েছিল পাকিস্তান। মিরপুর শেরেবাংলার উইকেটে নিজেদের মেলে ধরতে ব্যর্থ সফরকারী ব্যাটাররা। ম্যাচ হারের পর তাই সফরকারী দলের যত ক্ষোভ উইকেট নিয়ে। পাকিস্তান অধিনায়ক তো বলেই দিলেন, বাংলাদেশে এসে ভালো উইকেট আশা করা যায় না!
৭ ঘণ্টা আগেবাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ দেখতে আজ মিরপুর শেরেবাংলার গ্যালারিতে হাজির হয়েছিলেন অনেক নামীদামি ব্যক্তি। তাঁদের মধ্যে ছিলেন বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরও।
৮ ঘণ্টা আগেদুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে অল্প রানে আটকে রেখে জয়ের অর্ধেক কাজ সেরে রেখেছিলেন বোলাররা। ব্যাটাররাও নিজেদের কাজ সারলেন দারুণভাবে। পারভেজ হোসেন ইমনের ফিফটি আর তাওহীদ হৃদয়ের কার্যকর এক ইনিংসের সৌজন্যে ২৭ বল হাতে রেখে ৭ উইকেটে বড় জয় পেল বাংলাদেশ। ৯ বছর বেশি সময় পর পাকিস্তানের বিপক্ষে কুড়ি ওভারের ম্যাচ
৯ ঘণ্টা আগে