ক্রীড়া ডেস্ক
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ছেড়ে হামজা খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে। শেকড়ের টানে তিনি রোববার রাতেই রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তিনি আছেন শিলংয়ে। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। মালদ্বীপের বিপক্ষে ভারত ৩-০ গোলে জয়ের পর হামজার কথা উল্লেখ করেছেন ভারতের কোচ মানোলা মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘হামজা অসাধারণ এক ফুটবলার। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। আমার মনে হয় দুই দলের (বাংলাদেশ-ভারত) জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের সবশেষ ৫ ম্যাচে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ জিতেছে দুটি ও তিন ম্যাচ হেরেছে। তবু কাবরেরার শিষ্যদের সমীহ করছেন মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত তিন বা চার মৌসুম একই কোচের অধীনে খেলছে তারা।’
বাংলাদেশ ম্যাচের আগেই ভারত বিপাকে পড়েছে। এরই মধ্যে ছিটকে গেছেন ভারতের দুই ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানভীর সিং এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ভারতকে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ম্যাচের জন্য। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে মালদ্বীপ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ভারত। শিলংয়ে গতকাল প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। ৩৪,৬৬ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেছেন রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং সুনীল ছেত্রী। বাংলাদেশের অনেক বার দুঃখের কারণ হয়েছেন ছেত্রী।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
সুনীল ছেত্রীর তুলনায় হামজা চৌধুরীকে গতকাল সংবাদ সম্মেলনে এগিয়ে রেখেছিলেন বাংলাদেশ অধিনায়ক জামাল ভূঁইয়া। তখন জামাল বলেছিলেন হামজার প্রিমিয়ার লিগ ফুটবলে খেলার অভিজ্ঞতার কথা। বাংলাদেশ অধিনায়কের কথার পাল্টাই যেন দিলেন ভারতের কোচ মানোলো মার্কেজ।
ইংলিশ প্রিমিয়ার লিগের লেস্টার সিটি ছেড়ে হামজা খেলছেন ইংলিশ চ্যাম্পিয়নশিপের শেফিল্ড ইউনাইটেডে। শেকড়ের টানে তিনি রোববার রাতেই রওনা দেন বাংলাদেশের উদ্দেশ্যে। এখন তিনি আছেন শিলংয়ে। ২৫ মার্চ শিলংয়ের জওহরলাল নেহরু স্টেডিয়ামে এশিয়ান কাপ বাছাইপর্বের তৃতীয় রাউন্ডে মুখোমুখি হবে বাংলাদেশ-ভারত। এই ম্যাচ দিয়েই বাংলাদেশের জার্সিতে অভিষেক হতে যাচ্ছে হামজার। মালদ্বীপের বিপক্ষে ভারত ৩-০ গোলে জয়ের পর হামজার কথা উল্লেখ করেছেন ভারতের কোচ মানোলা মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘হামজা অসাধারণ এক ফুটবলার। সে এখন প্রিমিয়ার লিগে নেই। কিন্তু চ্যাম্পিয়নশিপে নিয়মিত খেলে। আমার মনে হয় দুই দলের (বাংলাদেশ-ভারত) জন্যই এই ম্যাচটা কঠিন হবে।’
ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে ৪ মাস পর আন্তর্জাতিক ফুটবলে ম্যাচ শুরু করছে বাংলাদেশ। গত বছরের ১৬ নভেম্বর বসুন্ধরা কিংস অ্যারেনাতে সবশেষ বাংলাদেশ মাঠে নেমেছিল। এই ম্যাচে মালদ্বীপকে ২-১ গোলে হারিয়েছিল বাংলাদেশ। নিজেদের সবশেষ ৫ ম্যাচে হাভিয়ের কাবরেরার বাংলাদেশ জিতেছে দুটি ও তিন ম্যাচ হেরেছে। তবু কাবরেরার শিষ্যদের সমীহ করছেন মার্কেজ। ভারতের কোচ বলেন, ‘বাংলাদেশ এখন ভালো ফুটবল খেলছে। গত তিন বা চার মৌসুম একই কোচের অধীনে খেলছে তারা।’
বাংলাদেশ ম্যাচের আগেই ভারত বিপাকে পড়েছে। এরই মধ্যে ছিটকে গেছেন ভারতের দুই ফরোয়ার্ড লালিয়ানজুয়ালা ছাঙতে ও মানভীর সিং এবং মিডফিল্ডার ব্র্যান্ডন ফার্নান্দেজ। দলের তিন গুরুত্বপূর্ণ খেলোয়াড়কে ছাড়াই ভারতকে পরিকল্পনা সাজাতে হচ্ছে বাংলাদেশ ম্যাচের জন্য। তবে বাংলাদেশের বিপক্ষে নামার আগে মালদ্বীপ ম্যাচ থেকে অনুপ্রেরণা নিতে পারে ভারত। শিলংয়ে গতকাল প্রীতি ম্যাচে মালদ্বীপকে ৩-০ গোলে হারিয়েছে ভারত। ৩৪,৬৬ ও ৭৬ মিনিটে গোল তিনটি করেছেন রাহুল ভেকে, লিস্টন কোলাচো এবং সুনীল ছেত্রী। বাংলাদেশের অনেক বার দুঃখের কারণ হয়েছেন ছেত্রী।
ভারত ম্যাচের পর আড়াই মাসের বিরতি পাচ্ছে বাংলাদেশ। ১০ জুন সিঙ্গাপুরের বিপক্ষে খেলবে কাবরেরার দল। ম্যাচটি হবে বাংলাদেশের মাঠে। ঘরের মাঠে প্রায় চার মাস পর বাংলাদেশ খেলবে হংকংয়ের বিপক্ষে। ৯ অক্টোবর হবে বাংলাদেশ-হংকং ম্যাচ। এই দুই দল ফের মুখোমুখি হবে ১৪ অক্টোবর। এবার খেলা হবে হংকংয়ে। আর ১৮ নভেম্বর বাংলাদেশ আতিথেয়তা দেবে ভারতকে।
দুর্দান্ত হ্যাটট্রিক করেছেন সাগরিকা। বাংলাদেশের মেয়েরা আবারও জিতেছেন সাফ অনূর্ধ্ব-২০ নারী চ্যাম্পিয়নশিপ। হ্যাটট্রিকের প্রথম গোল ও জয় সাগরিকা উৎসর্গ করেছেন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমান বিধ্বস্তে নিহত ব্যক্তিদের প্রতি।
৪ ঘণ্টা আগেআত্মবিশ্বাস নাকি জেদ—কোনটি বেশি কাজ করছিল মোসাম্মত সাগরিকার। জেদকে এগিয়ে রাখলে মন্দ হবে না। কারণ, নেপালের বিপক্ষেই লাল কার্ড দেখে তিন ম্যাচ মাঠের বাইরে থাকতে হয়েছে তাঁকে। ফেরার ম্যাচেও প্রতিপক্ষ নেপাল। প্রতিশোধের মঞ্চে নেপালকে একাই গুঁড়িয়ে দিলেন সাগরিকা। হ্যাটট্রিকসহ ৪ গোল করে বাংলাদেশকে ভাসালেন শি
৬ ঘণ্টা আগেসমীকরণটা সহজ—ড্র করলেই মিলবে শিরোপা। শুধু ড্র নয়, বাংলাদেশ হাঁটছে জয়ের পথে। অনূর্ধ্ব-২০ নারী সাফ চ্যাম্পিয়নশিপে শেষ ম্যাচটি হয়ে দাঁড়িয়েছে অলিখিত ফাইনাল। বসুন্ধরা কিংস অ্যারেনায় প্রথমার্ধ শেষে নেপালের বিপক্ষে ১-০ গোলে এগিয়ে আছে বাংলাদেশ।
৭ ঘণ্টা আগেস্টেডিয়ামে বাইরের খাবার ও পানীয় নিয়ে ঢোকার ব্যাপারে দীর্ঘদিন নিষিদ্ধ থাকলেও বাংলাদেশ-পাকিস্তান সিরিজের জন্য সেটা তুলে নিয়েছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষণা দেওয়া হয়েছিল—দর্শক চাইলে হালকা খাবার ও পানীয় সঙ্গে করে আনতে পারবেন। তবে গতকাল প্রথম টি-টোয়েন্টির পরই সিদ্ধান্ত বদলে ফেলে বোর্ড।
১০ ঘণ্টা আগে