Ajker Patrika

সমর্থকদের সম্মান না পাওয়ায় ক্ষুব্ধ সুয়ারেজ

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৩ ডিসেম্বর ২০২২, ১৭: ৪৪
Thumbnail image

গ্রুপের শেষ ম্যাচে ঘানার বিপক্ষে ২-০ গোলে জিতেও বিশ্বকাপ থেকে বিদায় নিতে হয়েছে উরুগুয়েকে। দুইবারের বিশ্বচ্যাম্পিয়নদের বিদায়ে সমালোচনা করেছেন অনেকেই। এ ছাড়া দেশের অনেকেই সমর্থন করেননি বলে ক্ষুব্ধ তিনি। দলের হয়ে অন্যরা কিছু না বললেও এবার সমালোচনাকারীদের প্রতি ক্ষোভ উগরে দিলেন লুইস সুয়ারেজ। তাঁর মতে, উরুগুয়ের অনেকেই তাঁদের সম্মান করেন না।

সামাজিক মাধ্যমে সুয়ারেজ লিখেছেন, ‘বিশ্বকাপ থেকে বিদায় নেওয়া সব সময় কষ্টের। তবে আমাদের মনে শান্তি আছে আমরা দেশের জন্য সবকিছু উজাড় করে দিয়েছে। একজন উরুগুইয়ান হিসেবে খুবই গর্বিত। যদিও অনেকেই আমাদের সম্মান করে না। আর যে সব উরুগুইয়ান বিশ্বকাপে পাশে ছিলেন তাদের ধন্যবাদ জানাই।’

সবশেষ রাশিয়া বিশ্বকাপে কোয়ার্টার ফাইনালে খেলেছিল উরুগুয়ে। এবারের বিশ্বকাপ কোয়ার্টার ফাইনাল তো দূরের কথা প্রথম পর্বই পেরোতে পারেনি দলটি। শেষ ম্যাচে ঘানার বিপক্ষে জিতলেও নাটকীয়ভাবে বিদায় নেয় উরুগুয়ে। গতকাল অন্য ম্যাচে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে শেষ ষোলোর টিকিট পায় দক্ষিণ কোরিয়া।

দুই দলের পয়েন্ট ও গোল ব্যবধান সমান হলেও বেশি গোল দেওয়ায় শেষ হাসি হাসে দক্ষিণ কোরিয়া। কোরিয়ার তিন ম্যাচে ৪ গোলের বিপরীতে উরুগুয়ে দিয়েছে ২ গোল। এই ২ গোলের আক্ষেপই পুড়েছেন সুয়ারেজ-এডিনসন কাভানিরা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত