অনলাইন ডেস্ক
পরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা।
আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারও জানিয়ে দিয়েছিলেন, বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন করাবেন না তিনি। শেষ পর্যন্ত বাফুফের প্রচেষ্টায় দুই পক্ষকে নমনীয় করা গেলেও এই সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন সিনিয়র ফুটবলার। তাঁদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া একঝাঁক নতুন মুখ সাধ্যমতো চেষ্টা করলেও আরব আমিরাতের মেয়েদের বিরুদ্ধে পেরে উঠতে পারেনি।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। বাংলাদেশের র্যাঙ্কিং ১৩২, আমিরাতের ১১৬। প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৮ মিনিটে এলিজাবেথের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ১০ মিনিট পরেই জর্জিয়া ব্যবধান ২-০ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার একটি গোল পরিশোধ করেন। এই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি; উল্টো হজম করেছে। আমিরাতের দ্বিতীয় গোলদাতা জর্জিয়া ৭৩ মিনিটে আরও একটি গোল করেন। ৩-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকেরা।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের পরের ম্যাচ ২ মার্চ।
পরাজয় দিয়েই আরব আমিরাত সফর শুরু হলো বাংলাদেশের মেয়েদের। ফিফা আন্তর্জাতিক নারী প্রীতি ম্যাচে গতকাল বাংলাদেশকে ৩-১ গোলে হারিয়েছেন আরব আমিরাতের মেয়েরা।
আমিরাত সফরের আগে বাংলাদেশে নারী ফুটবলে কঠিন একটা সময় গেছে। ইংলিশ কোচ পিটার বাটলারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করেছিলেন নারী ফুটবলাররা। কোচ বাটলারও জানিয়ে দিয়েছিলেন, বিদ্রোহী নারী ফুটবলারদের অনুশীলন করাবেন না তিনি। শেষ পর্যন্ত বাফুফের প্রচেষ্টায় দুই পক্ষকে নমনীয় করা গেলেও এই সফরে ছিলেন না নিয়মিত অধিনায়ক সাবিনাসহ ১৮ জন সিনিয়র ফুটবলার। তাঁদের অনুপস্থিতিতে দলে জায়গা পাওয়া একঝাঁক নতুন মুখ সাধ্যমতো চেষ্টা করলেও আরব আমিরাতের মেয়েদের বিরুদ্ধে পেরে উঠতে পারেনি।
মেয়েদের ফিফা র্যাঙ্কিংয়ে অবশ্য বাংলাদেশের চেয়ে এগিয়ে আরব আমিরাত। বাংলাদেশের র্যাঙ্কিং ১৩২, আমিরাতের ১১৬। প্রতিপক্ষের চেয়ে র্যাঙ্কিংয়ে ১৬ ধাপ পিছিয়ে থাকা বাংলাদেশে আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের মাঠে ম্যাচের প্রথমার্ধেই ২-১ গোলে পিছিয়ে পড়ে। ম্যাচের ১৮ মিনিটে এলিজাবেথের গোলে এগিয়ে যায় স্বাগতিকেরা। এর ১০ মিনিট পরেই জর্জিয়া ব্যবধান ২-০ করেন। ৩৫ মিনিটে বাংলাদেশ অধিনায়ক আফঈদা খন্দকার একটি গোল পরিশোধ করেন। এই ২-১ ব্যবধানে পিছিয়ে থেকেই বিরতিতে যায় বাংলাদেশ।
দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কোনো গোল করতে পারেনি; উল্টো হজম করেছে। আমিরাতের দ্বিতীয় গোলদাতা জর্জিয়া ৭৩ মিনিটে আরও একটি গোল করেন। ৩-১ ব্যবধান ধরে রেখেই ম্যাচ শেষ করে স্বাগতিকেরা।
আমিরাতের বিপক্ষে দুই ম্যাচের ফিফা প্রীতি সিরিজের পরের ম্যাচ ২ মার্চ।
সেন্ট কিটসে গত বছর ডিসেম্বরে ‘একটি’ পয়েন্টের আক্ষেপে পুড়েছিলেন নিগার সুলতানা জ্যোতি। ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে সেই তিন ম্যাচের সিরিজটা ২-১ ব্যবধানে জিতলেই উইমেন্স চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ উঠে যেত পয়েন্ট টেবিলের ৬ নম্বরে। এক পয়েন্ট পেলেই ২০২৫ ওয়ানডে বিশ্বকাপে খেলার টিকিট নিশ্চিত হয়ে যেত তাদের। সিরিজের
২৯ মিনিট আগেচোখ কপালে ওঠার মতো তথ্য জানা গেছে অস্ট্রেলিয়ার রাজনীতিবিদদের নিয়ে। অস্ট্রেলিয়ার অন্যতম জনপ্রিয় এক স্পোর্টিং লিগে অনলাইন জুয়ার ওপর নিষেধাজ্ঞার বিরুদ্ধে ক্যাম্পেইন থেকে প্রায় ২ কোটি টাকার টিকিট উপহার পেয়েছেন দেশটির রাজনীতিবিদেরা।
৩ ঘণ্টা আগেবাংলাদেশের ফুটবলে প্রবাসী খেলোয়াড়দের খেলা নিয়ে আলোচনা এখন বেশি চলছে। হামজা চৌধুরী এরই মধ্যে বাংলাদেশের জার্সিতে ম্যাচ খেলেছেন। কানাডাপ্রবাসী সমিত সোমও বাংলাদেশের হয়ে খেলার আগ্রহ প্রকাশ করেছেন বলে শোনা গেছে।
৪ ঘণ্টা আগেহারার আগে হারে না রিয়াল মাদ্রিদ। রেফারির শেষ বাঁশি না বাজা পর্যন্ত বলার উপায় নেই যে তারা জিতবে নাকি হারবে। তবে এবার তাদের পাড়ি দিতে হবে অনেক কঠিন পথ। গত সপ্তাহে চ্যাম্পিয়ন্স লিগের আর্সেনালের বিপক্ষে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগে ৩-০ গোলে হারে রিয়াল। সেমিফাইনালে উঠতে হলে কমপক্ষে ৪-০ গোলে জিততে হবে।
৫ ঘণ্টা আগে