Ajker Patrika

ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছরের জেল ব্রাজিল তারকার

আপডেট : ২২ ফেব্রুয়ারি ২০২৪, ১৮: ৩৮
ধর্ষণের দায়ে সাড়ে ৪ বছরের জেল ব্রাজিল তারকার

বিচার শুরুর আগ থেকেই নিজেকে নির্দোষ বলে দাবি করে আসছিলেন দানি আলভেস। তবে তাঁর সেই দাবি টিকল না আদালতে। আজ ধর্ষণের অভিযোগে স্পেনের আদালতে দোষী সাব্যস্ত হয়েছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। 

এতে শাস্তি হিসেবে সাড়ে ৪ বছর কারাবাসে থাকতে হবে আলভেসকে। বার্সেলোনার আদালত রায়ে বলেছেন, ‘ধর্ষণের শিকার হওয়া নারীর কোনো সম্মতি পাওয়া যায়নি। বাদীর করা অভিযোগ সন্দেহাতীতভাবে প্রমাণিত হয়েছে।’ 

এর আগে আদালতের কাছে আলভেসের বিরুদ্ধে ৯ বছরের শাস্তির আবেদন জানিয়েছিলেন প্রসিকিউটররা। গত বছরের ডিসেম্বরে বার্সেলোনার সাটন নাইট ক্লাবের বাথরুমে এক তরুণীকে ধর্ষণ করেছিলেন বলে আলভেসের বিরুদ্ধে অভিযোগ ওঠে। পরে সেই তরুণীর অভিযোগের প্রেক্ষিতে ঘটনার তিন সপ্তাহ পর ব্রাজিলিয়ান ডিফেন্ডারকে আটক করে পুলিশ এরপর থেকেই কারাগারে আছেন তিনি। 

রায় ঘোষণার আগে চূড়ান্ত বিচারের শেষ দিনে বার্সেলোনার কাতালোনিয়ান হাইকোর্টে ধর্ষণের অভিযোগ অস্বীকার করেছিলেন আলভেস। ৪০ বছর বয়সী ডিফেন্ডার বলেছিলেন, ‘যদি সে চলে যেতে চাইত তাহলে সে চলে যেতে পারত। সেখানে থাকতে বাধ্যগত ছিল না।’ আদালতে ২০ মিনিট কথা বলার সময় শুধু ধর্ষণই নয়, সেই তরুণীকে আঘাত করা, চুল টেনে ধরাসহ আরও অনেক শারীরিক নির্যাতন অস্বীকার করেছিলেন সাবেক বার্সেলোনা ও জুভেন্টাসের ডিফেন্ডার।  

ক্যারিয়ারে তিনটি চ্যাম্পিয়নস লিগ জেতা আলভেসকে বিশ্ব ফুটবলের অন্যতম ডিফেন্ডার মনে করা হয়। ক্যারিয়ারে সব মিলিয়ে ৪৩টি ট্রফি জিতেছেন ব্রাজিলিয়ান ডিফেন্ডার। এর মধ্যে লিওনেল মেসি-জাভি হার্নান্দেজ-ইনিয়েস্তাদের সঙ্গে ২০০৮ থেকে ২০১৬ পর্যন্ত বার্সেলোনায় খেলে ২৩টি ট্রফি জিতেছেন। নেইমারের সাবেক ক্লাব ও জাতীয় দলের সতীর্থের শুধু কারাদণ্ডই হয়নি, সঙ্গে বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৭৮ লাখ টাকাও জরিমানা করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

লজ্জায় ধর্ষণের শিকার মায়ের আত্মহত্যা: ৮ বছরের মেয়েটি যাবে কোথায়

বলিদান ও শয়তান পূজার বুদ্ধি দিল চ্যাটজিপিটি

সঞ্জয়ের ১৪ হাজার কোটি টাকার সম্পদ নিয়ে পারিবারিক উত্তেজনা তুঙ্গে

বাংলাদেশ ব্যাংকে পোশাক নির্দেশনায় জড়িতদের শাস্তি দাবি ৫৪ বিশিষ্ট নাগরিকের

কক্সবাজারে যাওয়ার পথে ২৩ মামলার আসামিকে কুপিয়ে হত্যা

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত