ক্রীড়া ডেস্ক
লিওনেল মেসির ম্যাচ আগে আর্জেন্টিনায় হলে দেখা যেত খুশির আবহ। কিন্তু আজ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। মেসি কেঁদেছেন বারবার। ভক্ত-সমর্থকেরাও আবেগপ্রবণ হয়ে উঠেছেন।
আর্জেন্টিনার মাঠে আজ মেসি শেষ ম্যাচ খেলেছেন বলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটা হয়ে উঠেছে মেসিময়। মেসির পায়ে বল যেতেই গ্যালারি থেকে শোনা গেছে হর্ষধ্বনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবারের সদস্যরাও ছিলেন এই ম্যাচে। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার কথা ভেনেজুয়েলা ম্যাচ শেষে নিশ্চিতও করেছেন মেসি। এ ম্যাচ শেষ হতে না হতেই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চোট থেকে মাত্র সেরে উঠেছি। এখন ভালো আছি। কিন্তু সামনের ম্যাচগুলোর জন্য যেন প্রস্তুত হতে পারি, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।’
১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ম্যাচটি হবে ইকুয়েডরের স্টেডিয়ামে। ইকুয়েডরের বিপক্ষে যে মেসি খেলবেন না, সেটা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ইকুয়েডরে সে (মেসি) যাবে না। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষমুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছিল। মাঠ থেকে উঠে এলে ভালো হতো। কিন্তু ম্যাচের আবহ ছিল অন্য রকম। তাই সে পুরো ৯০ মিনিট খেলেছে। পরিবারের সঙ্গে এখন তার সময় কাটানো উচিত।’
আর্জেন্টিনার মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ হলেও ঘরের মাঠে এটা এখনো শেষ কি না, বলার উপায় নেই। কারণ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের আগে আগামী বছরের জুনে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। এ ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘রোজারিওতে একটি ম্যাচ মেসি খেলতে পারলে ভালো লাগত। তবে এ ব্যাপারে তেমন কিছুই জানি না আমি। প্রতিপক্ষ কারা, সেটা নিয়ে না ভেবে দল হয়ে খেলাটাকেই বেশি গুরুত্ব দিই।’
যদি এএফএ ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ আয়োজন করতে না পারে, তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার মাঠে মেসির শেষ ম্যাচ। ভেনেজুয়েলাকে আজ ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩৯ ও ৮০ মিনিটে মেসি তাঁর জোড়া গোল করেছেন। মাঝে ৭৬ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। হ্যাটট্রিক করার সম্ভাবনাও তৈরি হয়েছিল মেসির। কিন্তু ৮৯ মিনিটে রদ্রিগো দি পলের অ্যাসিস্টে মেসি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে গোল বাতিল করে দিয়েছে। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা।
আরও পড়ুন:
লিওনেল মেসির ম্যাচ আগে আর্জেন্টিনায় হলে দেখা যেত খুশির আবহ। কিন্তু আজ বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচের চিত্রটা ছিল ভিন্ন। মেসি কেঁদেছেন বারবার। ভক্ত-সমর্থকেরাও আবেগপ্রবণ হয়ে উঠেছেন।
আর্জেন্টিনার মাঠে আজ মেসি শেষ ম্যাচ খেলেছেন বলে আর্জেন্টিনা-ভেনেজুয়েলা ম্যাচটা হয়ে উঠেছে মেসিময়। মেসির পায়ে বল যেতেই গ্যালারি থেকে শোনা গেছে হর্ষধ্বনি। আর্জেন্টাইন ফরোয়ার্ডের পরিবারের সদস্যরাও ছিলেন এই ম্যাচে। ঘরের মাঠে বিদায়ী ম্যাচ খেলার কথা ভেনেজুয়েলা ম্যাচ শেষে নিশ্চিতও করেছেন মেসি। এ ম্যাচ শেষ হতে না হতেই ভক্ত-সমর্থকদের দুঃসংবাদ দিলেন তিনি। আর্জেন্টাইন ফরোয়ার্ড ম্যাচ শেষে বলেন, ‘লিওর (স্কালোনি) সঙ্গে কথা বলেছি। তিনি আমাকে ইকুয়েডরের বিপক্ষে ম্যাচ শেষে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন। চোট থেকে মাত্র সেরে উঠেছি। এখন ভালো আছি। কিন্তু সামনের ম্যাচগুলোর জন্য যেন প্রস্তুত হতে পারি, সেটাও গুরুত্বপূর্ণ ব্যাপার।’
১০ সেপ্টেম্বর বাংলাদেশ সময় ভোর ৫টায় শুরু হবে আর্জেন্টিনা-ইকুয়েডর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ। ম্যাচটি হবে ইকুয়েডরের স্টেডিয়ামে। ইকুয়েডরের বিপক্ষে যে মেসি খেলবেন না, সেটা নিশ্চিত করেছেন কোচ লিওনেল স্কালোনিও। আর্জেন্টিনার কোচ বলেন, ‘ইকুয়েডরে সে (মেসি) যাবে না। ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচে শেষমুহূর্তে সে ক্লান্ত হয়ে পড়েছিল। মাঠ থেকে উঠে এলে ভালো হতো। কিন্তু ম্যাচের আবহ ছিল অন্য রকম। তাই সে পুরো ৯০ মিনিট খেলেছে। পরিবারের সঙ্গে এখন তার সময় কাটানো উচিত।’
আর্জেন্টিনার মাঠে বাছাইপর্বের শেষ ম্যাচ হলেও ঘরের মাঠে এটা এখনো শেষ কি না, বলার উপায় নেই। কারণ, আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) বিশ্বকাপের আগে আগামী বছরের জুনে দেশের মাঠে একটি প্রীতি ম্যাচ আয়োজন করতে পারে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ‘লা নাসিওন’। এ ব্যাপারে স্কালোনি বলেছেন, ‘রোজারিওতে একটি ম্যাচ মেসি খেলতে পারলে ভালো লাগত। তবে এ ব্যাপারে তেমন কিছুই জানি না আমি। প্রতিপক্ষ কারা, সেটা নিয়ে না ভেবে দল হয়ে খেলাটাকেই বেশি গুরুত্ব দিই।’
যদি এএফএ ২০২৬ বিশ্বকাপের আগে প্রীতি ম্যাচ আয়োজন করতে না পারে, তাহলে ভেনেজুয়েলার বিপক্ষে ম্যাচটিই আর্জেন্টিনার মাঠে মেসির শেষ ম্যাচ। ভেনেজুয়েলাকে আজ ৩-০ গোলে হারিয়েছে আর্জেন্টিনা। ৩৯ ও ৮০ মিনিটে মেসি তাঁর জোড়া গোল করেছেন। মাঝে ৭৬ মিনিটে গোল করেন লাওতারো মার্তিনেজ। হ্যাটট্রিক করার সম্ভাবনাও তৈরি হয়েছিল মেসির। কিন্তু ৮৯ মিনিটে রদ্রিগো দি পলের অ্যাসিস্টে মেসি গোল করলেও ভিডিও অ্যাসিস্ট্যান্ট রেফারি (ভিএআর) অফসাইডের কারণে গোল বাতিল করে দিয়েছে। ১৭ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বাছাইপর্বের পয়েন্ট তালিকার শীর্ষে আর্জেন্টিনা।
আরও পড়ুন:
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১১ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২০ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
৪২ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে