প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো সারেনি। দগদগে ক্ষত নিয়েই আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে প্রশংসা ঝরল জাভি হার্নান্দেজের কণ্ঠে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বার্সা কোচের কথা, ‘রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। তারা লিগে ৩১ ম্যাচের মাত্র একটি হেরেছে। পরিসংখ্যানটা অসাধারণ।’
করিম বেনজেমার মতো তারকা চলে যাওয়ার পরও এ মৌসুমে রিয়াল যা করছে, সেটি অসাধারণ না বলে উপায় নেই। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথে এখন পর্যন্ত হেরেছে মাত্র এক ম্যাচ। ফিরতি লেগে ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে এক মৌসুম পর আবারও নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। কার্লো আনচেলত্তির এবারের চাওয়া, ক্লাসিকো জিতে লিগ জয়ের আরও কাছে চলে আসা।
বার্সার যাত্রাটা অবশ্য রিয়ালের ঠিক বিপরীত। গত মৌসুমে লিগ জেতা জাভির শিষ্যরা এবার রিয়ালের চেয়ে পিছিয়ে ৮ পয়েন্ট। তবে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও বার্সাতে নিজের শেষ মৌসুমে এখনো লিগের আশা ছাড়ছেন না জাভি। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাসিকো জিতে ব্যবধান কমাতে চান তিনি, ‘এ মৌসুমের জন্য আমাদের কাছে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জিততে হবে এবং শীর্ষে থাকা দলটির ওপর চাপ প্রয়োগ করতে হবে। লা লিগায় আমরা খারাপ পয়েন্ট পাইনি। গত মৌসুমের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে আছি এ পর্যায়ে।’
তবে ছন্দে থাকা রিয়াল যে এখনই লিগের স্বপ্নে বিভোর! আনচেলত্তির কথা শুনলে এমনটাই মনে হবে, ‘যদি জিতি, তবে (শিরোপার) আরও কাছে চলে আসব। কঠিন লড়াই, সমানে সমানে ম্যাচ হবে।’
এ মৌসুমের দুটি এল ক্লাসিকোতেই জিতেছে রিয়াল। তবে পরিসংখ্যান দিয়ে যে ক্লাসিকোর ভবিষ্যদ্বাণী করা অসম্ভব! অবশ্য জাভি যতই আশা করুন না কেন, আনচেলত্তি এ মাসেই শিরোপা নিষ্পত্তি করে ফেলতে চান, ‘কেক তৈরি এবং এ মাসে তার ওপর চেরি রাখতে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি।’
প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) বিপক্ষে বিধ্বস্ত হওয়ার ক্ষত এখনো সারেনি। দগদগে ক্ষত নিয়েই আজ রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা।
মৌসুমের শেষ এল ক্লাসিকোর আগে অবশ্য চিরপ্রতিদ্বন্দ্বীদের নিয়ে প্রশংসা ঝরল জাভি হার্নান্দেজের কণ্ঠে। গতকাল ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে বার্সা কোচের কথা, ‘রিয়াল মাদ্রিদের প্রতি আমাদের অনেক শ্রদ্ধা রয়েছে। তারা লিগে ৩১ ম্যাচের মাত্র একটি হেরেছে। পরিসংখ্যানটা অসাধারণ।’
করিম বেনজেমার মতো তারকা চলে যাওয়ার পরও এ মৌসুমে রিয়াল যা করছে, সেটি অসাধারণ না বলে উপায় নেই। লা লিগা শিরোপা পুনরুদ্ধারের পথে এখন পর্যন্ত হেরেছে মাত্র এক ম্যাচ। ফিরতি লেগে ইতিহাদে ম্যানচেস্টার সিটিকে টাইব্রেকারে হারিয়ে এক মৌসুম পর আবারও নিশ্চিত করেছে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনাল। কার্লো আনচেলত্তির এবারের চাওয়া, ক্লাসিকো জিতে লিগ জয়ের আরও কাছে চলে আসা।
বার্সার যাত্রাটা অবশ্য রিয়ালের ঠিক বিপরীত। গত মৌসুমে লিগ জেতা জাভির শিষ্যরা এবার রিয়ালের চেয়ে পিছিয়ে ৮ পয়েন্ট। তবে ৭০ পয়েন্ট নিয়ে দুইয়ে থাকলেও বার্সাতে নিজের শেষ মৌসুমে এখনো লিগের আশা ছাড়ছেন না জাভি। সান্তিয়াগো বার্নাব্যুতে ক্লাসিকো জিতে ব্যবধান কমাতে চান তিনি, ‘এ মৌসুমের জন্য আমাদের কাছে ম্যাচটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের জিততে হবে এবং শীর্ষে থাকা দলটির ওপর চাপ প্রয়োগ করতে হবে। লা লিগায় আমরা খারাপ পয়েন্ট পাইনি। গত মৌসুমের চেয়ে চার পয়েন্ট কম নিয়ে আছি এ পর্যায়ে।’
তবে ছন্দে থাকা রিয়াল যে এখনই লিগের স্বপ্নে বিভোর! আনচেলত্তির কথা শুনলে এমনটাই মনে হবে, ‘যদি জিতি, তবে (শিরোপার) আরও কাছে চলে আসব। কঠিন লড়াই, সমানে সমানে ম্যাচ হবে।’
এ মৌসুমের দুটি এল ক্লাসিকোতেই জিতেছে রিয়াল। তবে পরিসংখ্যান দিয়ে যে ক্লাসিকোর ভবিষ্যদ্বাণী করা অসম্ভব! অবশ্য জাভি যতই আশা করুন না কেন, আনচেলত্তি এ মাসেই শিরোপা নিষ্পত্তি করে ফেলতে চান, ‘কেক তৈরি এবং এ মাসে তার ওপর চেরি রাখতে চাই। আমরা খুব ভালো অবস্থানে আছি।’
কদিন আগেই পরিষ্কার হয়ে গিয়েছিল, লিভারপুল ছেড়ে নতুন ঠিকানায় যাচ্ছেন লুইস দিয়াজ। আনুষ্ঠানিক ঘোষণাটাও এসে গেল। অ্যানফিল্ড থেকে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে পাড়ি জমাচ্ছেন তিনি। চার বছরের জন্য কলম্বিয়ান এই উইঙ্গারের সঙ্গে চুক্তি করেছে জার্মান লিগ চ্যাম্পিয়নরা।
৭ ঘণ্টা আগেসাড়ে তিন বছরের নিষেধাজ্ঞা কাটিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টেস্টে ফিরেছিলেন ব্রেন্ডন টেলর। তাই এই টেস্টে সবার নজর ছিল তাঁর দিকে। তবে তাঁকে বাইরে রেখে টেস্টের একাদশ গড়ে স্বাগতিক জিম্বাবুয়ে। তবু বুলাওয়ে টেস্টে শুরুটা তাদের মোটেও ভালো হয়নি। প্রথম ইনিংসে ১৪৯ ওভারে অলআউট হয়েছে তারা।
৭ ঘণ্টা আগেওয়ার্ল্ড চ্যাম্পিয়নশিপ অব লিজেন্ডসে রাউন্ড রবিন লিগে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ খেলেনি ভারত। দারুণ ব্যাপার হলো, সেমিফাইনালেও প্রতিপক্ষে হিসেবে নিজেদের পেয়েছে তারা। আগামীকাল বার্মিংহামে ফাইনালে ওঠার লড়াইয়ে মাঠে নামার কথা ছিল ভারত-পাকিস্তানের। সে পর্যন্ত আর যেতে হয়নি, ভারত এবারও পাকিস্তানের বিপক্ষে খেল
৯ ঘণ্টা আগেওল্ড ট্রাফোর্ড টেস্টে বাঁ পায়ে ক্র্যাম্প এবং কাঁধে ব্যথায় ভুগছিলেন বেন স্টোকস। শেষ টেস্টে তাঁকে পাওয়া যাবে কি না, এমন সংশয় ছিলই। এর মধ্যে আজ ওভাল টেস্টের একাদশ ঘোষণা করেছে। কাল থেকে শুরু হতে যাওয়া টেস্টে নেই অধিনায়ক স্টোকস। তাঁর অনুপস্থিতিতে দলকে নেতৃত্ব দেবেন ওলি পোপ, এর আগেও ৪টি টেস্টে ইংল্যান্ডের
১০ ঘণ্টা আগে