২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।
২৯ বছর কী এমন বয়স! এই বয়সে অনেক ফুটবলার সোনালি সময় পার করেন। কিন্তু জোদি লুকোকিকে হয়ে গেলেন পরপারের বাসিন্দা। নেদারল্যান্ডসের সফলতম ক্লাব আয়াক্স আমস্টারডামের সাবেক স্ট্রাইকারকে পিটিয়ে মেরেছে তাঁরই পরিবার।
ডাচ দৈনিক ‘হেট পারোল’ বলছে, কলহের জেরে পরিবারের সদস্যরা বেদম পেটান লুকোকিকে। এরপর হৃদ্রোগে আক্রান্ত হন তিনি। পরশু পাড়ি জমান না ফেরার দেশে।
এক বিবৃতিতে লুকোকির মৃত্যুর খবর নিশ্চিত করেছে তাঁর বর্তমান ক্লাব এফসি টোয়েন্টে, ‘আমরা জোদি লুকোকির মৃত্যুর দুঃসংবাদ পেয়েছি। আমাদের ক্লাব বড় ধাক্কা খেয়েছে। তাঁর অকাল মৃত্যুতে ক্লাব গভীর শোক জানাচ্ছে।’
লুকোকির মৃত্যুতে শোকবার্তা জানিয়েছে সাবেক দল আয়াক্সও, ‘আমাদের সাবেক খেলোয়াড় জোদি লুকোকি ২৯ বছর বয়সেই না ফেরার দেশে পাড়ি জমিয়েছে। শান্তিতে বিশ্রাম নাও, জোদি।’
পরিবারের সদস্যদের প্রহারের পর নেদারল্যান্ডসের আলমেরেতের একটি হাসপাতালে নেওয়া হয় লুকোকিকে। সেখানেই হৃদ্রোগে আক্রান্ত হয়ে মারা যান এই উইঙ্গার। তাঁর মৃত্যুর সঠিক কারণ অনুসন্ধান করছে গোয়েন্দা পুলিশ।
লুকোকি আয়াক্সের যুব দলে যোগ দিয়েছিলেন ২০০৮ সালে। ২০১১ সালে মূল দলের হয়ে অভিষেক হয়। টানা তিন মৌসুম ডাচ লিগ জিতেছেন তিনি। ২০১৪ সালে আয়াক্স ছাড়ার পর বুলগেরিয়া ও তুরস্কের ক্লাবে খেলেছেন লুকোকি। গত বছর ফেরেন নেদারল্যান্ডসে, যোগ দেন টোয়েন্টেতে।
১৯৯৬-৯৭ সালে প্রথম কঙ্গো যুদ্ধের সময় পরিবারের সঙ্গে জন্মভূমি ছেড়ে নেদারল্যান্ডসে আসেন লুকোকি। বয়সভিত্তিক ফুটবলে তিনি ডাচদের হয়েই প্রতিনিধিত্ব করেছেন। তবে ২০১৫ সালে ঠিকই ফিরে গেছেন শিকড়ে। জাতীয় দলে খেলেছেন কঙ্গোর হয়ে।
তৃতীয় দিন শেষে সিলেট টেস্ট বেশ জমেই উঠেছে। প্রথম ইনিংসে বাংলাদেশকে ১৯১ রানে গুটিয়ে ২৭৩ রান করে ৮২ রানের লিড নিয়ে নিয়েছিল জিম্বাবুয়ে। তবে দ্বিতীয় ইনিংসে ঘুরে দাঁড়িয়ে ৪ উইকেটে ১৯৪ তুলে এরই মধ্যে ১১২ রানের লিড নিয়েছে বাংলাদেশ। হাতে এখনো ৬ উইকেট। একটা চ্যালেঞ্জিং লক্ষ্য দেওয়ার সম্ভাবনা জাগিয়ে রেখেছে
১১ ঘণ্টা আগেঅতিরিক্ত সময়ের প্রথমার্ধ শেষ হওয়ার বাঁশি বাজালেন রেফারি। ১০ জনের দলে পরিণত হওয়া বসুন্ধরা কিংসের কোচ ভালেরিউ তিতাকে তখন বেশ উত্তপ্ত দেখা যায়। সে জন্য হলুদ কার্ডও হজম করতে হয় তাঁকে। তারপর রেফারি বাকি অংশের খেলা চালানোর সিদ্ধান্ত নেবেন বলেই মনে হচ্ছিল। কিন্তু দুই দলের সঙ্গে আলোচনা করে আলোকস্বল্পতার কার
১৩ ঘণ্টা আগেটেস্টে টানা ১২ ইনিংসে ফিফটিতে পৌঁছাতে পারেননি মুশফিকুর রহিম। বাংলাদেশ দলের সবচেয়ে অভিজ্ঞ এ ব্যাটারের শেষ ৪ টেস্ট ইনিংস এক অঙ্কের ঘরে। ওয়ানডে ও টি-টোয়েন্টি সংস্করণকে বিদায় বলা মুশফিকের ফোকাস শুধু এখন টেস্টে। তাঁর সিরিয়াসনেস ও প্রস্তুতি নিয়ে কোনো প্রশ্ন থাকে না। কিন্তু বেশ লম্বা সময় ছন্দহীন
১৩ ঘণ্টা আগেকালবৈশাখীর পর শঙ্কা নিয়েই শুরু হয় দ্বিতীয়ার্ধের খেলা। ম্যাচ অতিরিক্ত সময়ে গেলে খেলা চালাতে পারবেন তো রেফারি। সেই শঙ্কাই সত্যি হলো শেষ পর্যন্ত। অতিরিক্ত সময়ের ১০৫ মিনিটের পর আলোকস্বল্পতার কারণে আর খেলা মাঠে গড়াতে পারেনি। স্থগিত ঘোষণা করা হয় ফেডারেশন কাপের ফাইনালে বসুন্ধরা কিংস ও আবাহনী লিমিটেডের
১৪ ঘণ্টা আগে