Ajker Patrika

এশিয়াডে সাবিনাদের কোচের দায়িত্বে টিটু

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
এশিয়াডে সাবিনাদের কোচের দায়িত্বে টিটু

সেপ্টেম্বরে একই সময়ে চলবে এশিয়ান গেমস ও এএফসি অনূর্ধ্ব-১৭ নারী এশিয়ান কাপ বাছাইপর্বের দ্বিতীয় রাউন্ড। অনূর্ধ্ব-১৭ দলের কোচ ঠিক হলেও এশিয়াডে নারীদের জাতীয় দলের কোচ কে হবেন সেটি নিয়ে একটা প্রশ্ন ছিলই। সেই প্রশ্নের জবাবটা আজ দিয়েছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) নারী উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরণ। 

শুধুমাত্র এশিয়ান গেমসের জন্য ছেলেদের জাতীয় দলের সাবেক কোচ সাইফুল বারী টিটুর হাতে নারী দলের দায়িত্ব তুলে দিয়েছে বাফুফে। আজ বাফুফে ভবনে এসেছিলেন সবশেষ চট্টগ্রাম আবাহনীর দায়িত্বে থাকা টিটু। নারী দলের দায়িত্ব নিতে টিটু রাজি হয়েছেন বলে জানিয়েছেন কিরণ। সাংবাদিকদের কিরণ বলেছেন, ‘আমরা তাঁকে আজ ডেকেছিলাম এবং তিনিও রাজি হয়েছেন। আমরা নারী দলের দায়িত্ব সাইফুল বারী টিটুকে দিচ্ছি।’ 

এই সপ্তাহেও নেপালের বিপক্ষে বাংলাদেশের ম্যাচে কোচের দায়িত্বে ছিলেন সহকারী কোচ মাহবুবুর রহমান লিটু। ১৪ বছর নারীদের কোচ থাকা গোলাম রব্বানী ছোটনের সাবেক এই সহকারীকে অনূর্ধ্ব-১৭ দলের দায়িত্ব দিয়েছে বাফুফে। ১৬ সেপ্টেম্বর থেকে ভিয়েতনামে এশিয়ান কাপের মূল পর্বে ওঠার লড়াইয়ে নামবে বাংলাদেশের কিশোরীরা। ২০ সেপ্টেম্বর থেকে শুরু হবে এশিয়ান গেমস। গেমসে নারী দলের জন্য একজন অভিজ্ঞ কোচের দরকার হতোই বাফুফের। চট্টগ্রাম আবাহনী থেকে ছাঁটাই হওয়ার পর ফাঁকাই ছিলেন টিটু। বাফুফেও ২০১০ ও ২০১৪ সালে জাতীয় দলের দায়িত্বে থাকা কোচের হাতেই তুলে দেওয়া হয়েছে সাবিনাদের দায়িত্ব। টিটুর সহকারী হিসেবে থাকবেন মিরনা।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

১০০ বছর পর জানা গেল ‘অপ্রয়োজনীয়’ প্রত্যঙ্গটি নারীর প্রজননের জন্য গুরুত্বপূর্ণ

‘এই টাকা দিয়ে কী হয়, আমি এত চাপ নিচ্ছি, লাখ পাঁচেক দিতে বলো’, ওসির অডিও ফাঁস

কিশোরগঞ্জে আওয়ামী লীগের ঝটিকা মিছিল, যুবলীগ নেতা গ্রেপ্তার

উপদেষ্টা আসিফ মাহমুদের এপিএস মোয়াজ্জেমকে অব্যাহতি

ঘন ঘন নাক খুঁটিয়ে স্মৃতিভ্রংশ ডেকে আনছেন না তো!

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত