অনলাইন ডেস্ক
গোল খাওয়ার আগে ও পরে মালদ্বীপের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আক্রমণেই সফল হতে পারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। ১-০ গোলে জিতে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মালদ্বীপ। দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ-মালদ্বীপে ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে ঠাসা। খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। কাবরেরোর দল যখন আক্রমণে উঠে আসে, উচ্ছ্বসিত হয়ে উঠেন দর্শকেরা। তবে তাদের সেই উচ্ছ্বাস একবারও সফল হয়নি।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার গোলের জন্য আক্রমণ করেছিল স্বাগতিকেরা। ১৮ মিনিটে বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি-কিক উপহার দেয় বাংলাদেশ। ডি বক্সের একটু বাইর থেকে ফ্রি কিক নেন মালদ্বীপের হামজা মোহাম্মদ। নিখুঁত সেই ফ্রি কিকে মাথা ঠুকে বাংলাদেশের জাল কাঁপান আলী ফাসির। জাতীয় দলের হয়ে সেটা ফাসিরের ১২তম গোল। ফাসিরকে বাংলাদেশের ডিফেন্ডাররা মার্কিং করে রাখেননি বলে গোল পেতে অসুবিধা হয়নি।
বাংলাদেশ পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। মালদ্বীপ ডিফেন্ডার গোললাইন ক্লিয়ার করায় সমতা আনতে পারেনি বাংলাদেশ। রাকিব বক্সের মধ্যে সুন্দর পজিশনে বল পেয়ে শটও নিয়েছিলেন। শুয়ে পড়ে সেই শট ঠেকান মালদ্বীপের ডিফেন্ডার ইরুফান। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও মালদ্বীপ বারবার স্বাগতিকদের রক্ষণভাগে হানা দিয়েছে। ৪৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় বাংলাদেশকে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।
প্রথমার্ধে আজ বাংলাদেশের ফুটবলারদের মধ্যে যেটুকু নজর কেড়েছেন, শুধু কাজেম শাহ। কাজেম মধ্যমাঠে গতি, বল বিতরণ, শুটিং সবখানেই দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের হয়ে আজই প্রথমবার খেলেছেন একাদশে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। তবে ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় লক্ষ্যভেদ করতে পারেনি।
গোল খাওয়ার আগে ও পরে মালদ্বীপের রক্ষণভাগে বারবার হানা দিয়েছে বাংলাদেশ। কিন্তু কোনো আক্রমণেই সফল হতে পারেননি হাভিয়ের কাবরেরার শিষ্যরা। শেষ পর্যন্ত হতাশা নিয়েই মাঠ ছাড়তে হয়েছে স্বাগতিক বাংলাদেশকে। ১-০ গোলে জিতে দুই ফিফা প্রীতি ম্যাচের সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল মালদ্বীপ। দ্বিতীয় প্রীতি ম্যাচটি হবে শনিবার বসুন্ধরা কিংস অ্যারেনায়। বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টায় শুরু হবে ম্যাচটি।
বাংলাদেশ-মালদ্বীপে ম্যাচ দেখতে বসুন্ধরা কিংস অ্যারেনার গ্যালারি ছিল দর্শকে ঠাসা। খেলা দেখতে এসেছিলেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নারী বিভাগের প্রধান হাবিবুল বাশার সুমনও। কাবরেরোর দল যখন আক্রমণে উঠে আসে, উচ্ছ্বসিত হয়ে উঠেন দর্শকেরা। তবে তাদের সেই উচ্ছ্বাস একবারও সফল হয়নি।
ম্যাচের শুরু থেকেই নিয়ন্ত্রণ ছিল বাংলাদেশের। বেশ কয়েকবার গোলের জন্য আক্রমণ করেছিল স্বাগতিকেরা। ১৮ মিনিটে বক্সের সামনে ফাউল করে প্রতিপক্ষকে ফ্রি-কিক উপহার দেয় বাংলাদেশ। ডি বক্সের একটু বাইর থেকে ফ্রি কিক নেন মালদ্বীপের হামজা মোহাম্মদ। নিখুঁত সেই ফ্রি কিকে মাথা ঠুকে বাংলাদেশের জাল কাঁপান আলী ফাসির। জাতীয় দলের হয়ে সেটা ফাসিরের ১২তম গোল। ফাসিরকে বাংলাদেশের ডিফেন্ডাররা মার্কিং করে রাখেননি বলে গোল পেতে অসুবিধা হয়নি।
বাংলাদেশ পরের মিনিটেই গোলের সুযোগ পেয়েছিল। মালদ্বীপ ডিফেন্ডার গোললাইন ক্লিয়ার করায় সমতা আনতে পারেনি বাংলাদেশ। রাকিব বক্সের মধ্যে সুন্দর পজিশনে বল পেয়ে শটও নিয়েছিলেন। শুয়ে পড়ে সেই শট ঠেকান মালদ্বীপের ডিফেন্ডার ইরুফান। বল পজিশন ও আক্রমণে বাংলাদেশ এগিয়ে থাকলেও মালদ্বীপ বারবার স্বাগতিকদের রক্ষণভাগে হানা দিয়েছে। ৪৩ মিনিটে সোহেল রানার দূরপাল্লার শট সাইড পোস্টে লেগে ফেরত আসায় বাংলাদেশকে পিছিয়ে থেকেই যেতে হয় বিরতিতে।
প্রথমার্ধে আজ বাংলাদেশের ফুটবলারদের মধ্যে যেটুকু নজর কেড়েছেন, শুধু কাজেম শাহ। কাজেম মধ্যমাঠে গতি, বল বিতরণ, শুটিং সবখানেই দক্ষতা দেখিয়েছেন। বাংলাদেশের হয়ে আজই প্রথমবার খেলেছেন একাদশে। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ধারা বজায় রাখে বাংলাদেশ। তবে ফিনিশিং ঠিকঠাক না হওয়ায় লক্ষ্যভেদ করতে পারেনি।
রাতে কি ঘুম হবে ইংল্যান্ড দলের। চতুর্থ দিন এমন একটা পর্যায়ে গিয়ে শেষ হয়েছে তাতে ঘুম না হওয়ারই কথা। বৃষ্টির বাগ্ড়ায় ওভাল টেস্টের রোমাঞ্চ গিয়ে ঠেকল শেষ দিনে। ভারতের সিরিজ নাকি ইংল্যান্ডের জয়—এই প্রশ্ন নিয়ে শুরু হবে কালকের খেলা।
৫ ঘণ্টা আগেচা বিরতির খানিকটা দীর্ঘ করে দিল বৃষ্টি। আগের সেশনে আধিপত্য দেখানো ইংল্যান্ডের ব্যাটিংয়ের চিত্র বদলে গেল শেষ সেশনে। সেঞ্চুরি করে জো রুটের ফিরে যাওয়া ওভালের রোমাঞ্চকে আরও জমিয়ে তোলে। রাত সাড়ে ১০টায় এ প্রতিবেদন লেখা পর্যন্ত ৬ উইকেটে ৩৩৯ রানে করেছে ইংল্যান্ড। জয় থেকে আছে ৩৫ রান দূরে।
৬ ঘণ্টা আগেভারতের তামিলনাড়ুতে নভেম্বরে জুনিয়র হকি বিশ্বকাপ খেলতে যাবে বাংলাদেশ অনূর্ধ্ব-২১ দল। তা সামনে রেখে মওলানা ভাসানী স্টেডিয়ামে চলছে যুবাদের ক্যাম্প। দলটির পৃষ্ঠপোষক হিসেবে রয়েছে ইউএস-বাংলা এয়ারলাইনস।
৯ ঘণ্টা আগেইংল্যান্ডে সিনিয়র ক্রিকেটারদের নিয়ে আয়োজিত ওয়ার্ল্ড চ্যাম্পিয়নস অব লিজেন্ডস (ডব্লুসিএল) টুর্নামেন্টটা শেষ হয়েছে গতকাল। এজবাস্টনে ফাইনালে পাকিস্তানকে উড়িয়ে চ্যাম্পিয়ন হয়েছে দক্ষিণ আফ্রিকা। ফাইনাল শেষের ২৪ ঘণ্টা না পেরোতেই পাকিস্তানকে দুঃসংবাদ শোনাল পাকিস্তান ক্রিকেট বোর্ড...
১২ ঘণ্টা আগে