Ajker Patrika

জাতীয় দলে যোগ দিতে ঢাকায় ফিরলেন ঋতুপর্ণা-মারিয়ারা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুটান থেকে আজ দেশে ফেরেন ঋতুপর্ণা চাকমা। ছবি: ফেসবুক
ভুটান থেকে আজ দেশে ফেরেন ঋতুপর্ণা চাকমা। ছবি: ফেসবুক

ভুটানে মেয়েদের লিগ সময়মতো হলে হয়তো প্রস্তুতি আরও জোরালো হতো। দেরিতে শুরু হওয়ার কারণে এক ম্যাচ খেলেই ঢাকায় ফিরতে হয়েছে। জর্ডান ও ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলার জন্য জাতীয় দলের ক্যাম্পে যোগ দেবেন পাঁচ ফুটবলার—ঋতুপর্ণা চাকমা, মারিয়া মান্দা, রুপনা চাকমা, মনিকা চাকমা ও শামসুন্নাহার সিনিয়র।

তবে ভুটানেই রয়ে গেছেন সাবিনা খাতুন, সানজিদা আক্তার, কৃষ্ণা রানী সরকার, মাসুরা পারভীন ও মাতসুশিমা সুমাইয়া। তাঁদের জাতীয় দলে ডাকেননি কোচ পিটার বাটলার। বিদ্রোহের অবসান ঘটলেও বাটলারে মন গলছে না সহজেই।

ভুটানে অপেক্ষাকৃত দুর্বল দলের বিপক্ষে পারো এফসির হয়ে একাই ৯ গোল করেন সাবিনা। একই ম্যাচে মনিকা ৭, ঋতুপর্ণা ৪ ও সুমাইয়ার পা থেকে এসেছে ৫ গোল। সানজিদা, শামসুন্নাহার ও গোলরক্ষক রুপনা বাদে বাকি ফুটবলাররাও নিজেদের প্রথম ম্যাচে পেয়েছেন গোলের দেখা।

ভুটানে যাওয়া ১০ ফুটবলারসহ আরও ৮ ফুটবলার গত জানুয়ারি বাটলারের অধীনে অনুশীলন বয়কটের ডাক দিয়েছেন। পরে ফেব্রুয়ারির মাঝামাঝি সময়ে সেই বিদ্রোহের ইতি টানেন ফুটবলাররা। তবে তাঁদের ছাড়াই সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে দুটি ম্যাচের দল সাজান বাটলার। জর্ডান সফরে যাওয়ার এক বা দুইদিন আগে চূড়ান্ত দল ঘোষণা করবেন তিনি।

৩১ মে আম্মানে জর্ডানের বিপক্ষে খেলবে বাংলাদেশ। ইন্দোনেশিয়ার বিপক্ষে ম্যাচটি হবে ৩ জুন। ম্যাচ দুটো মূলত এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের প্রস্তুতি হিসেবেই দেখা হচ্ছে। ২৯ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত মিয়ানমারে হবে এশিয়ান কাপের বাছাই। বাংলাদেশের গ্রুপে স্বাগতিক মিয়ানমার ছাড়াও রয়েছে বাহরাইন ও তুর্কমেনিস্তান।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

সেনানিবাস ঘিরে ‘নাশকতার পরিকল্পনা’, বরখাস্ত সৈনিকসহ গ্রেপ্তার ৩

বাংলাদেশ এড়িয়ে সমুদ্রপথে সেভেন সিস্টার্সকে যুক্ত করতে নতুন প্রকল্প ভারতের

থাইল্যান্ডে পর্যটন ভিসা পেতে আর্থিক সক্ষমতার প্রমাণ দিতে হবে

দক্ষিণপন্থীদের কবজায় বাংলাদেশের রাজনীতি: বদরুদ্দীন উমর

এবার প্রশাসনিক কাজে বিরত থাকার সিদ্ধান্ত কুয়েট শিক্ষক সমিতির

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত