নিজস্ব প্রতিবেদক, ঢাকা
ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবকিছু ঠিক থাকলে ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। এই প্রতিযোগিতায় ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন গোলরক্ষক রুপনা ও ডিফেন্ডার মাসুরা। আর এবার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া—চারজনই খেলবেন ভুটানের নারী প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসিতে। ৬ এপ্রিল ভুটানগামী বিমানে উঠবেন বাংলাদেশের এই নারী ফুটবলাররা।
গত জানুয়ারিতে জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে যে ১৮ জন ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে আছেন পারো এফসিতে খেলার সুযোগ পাওয়া সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়াও। ঈদের পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে নাম আছে তাঁদেরও। কিরণ বলেন, ‘ক্যাম্প শুরু হওয়ায় তাদেরকে পরে (ভুটানে) যেতে বলা হয়েছিল। কিন্তু আগেই টিকিট কেটে রাখায় তা হয়তো সম্ভব নয়। তবে তারা যেহেতু খেলার মধ্যেই থাকবে, তাই তেমন কোনো সমস্যা হবে না।’ আগামী জুনে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তাঁদের সঙ্গী শক্তিশালী মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
বিদেশি লিগে বাংলাদেশের নারী ফুটবলার অংশগ্রহণ এটাই প্রথম নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছে জাতীয় দলের উইঙ্গার সানজিদা আক্তারের। গত বছরের আগস্টে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে ভুটানি ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়েও খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ৪ ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার।
ভুটানের নারী ফুটবল লিগে খেলার জন্য আগেই বাফুফের ছাড়পত্র পেয়েছিলেন রুপনা চাকমা ও মাসুরা পারভীন। এই দুজনের সঙ্গে সঙ্গী হচ্ছেন আরও ৪ নারী ফুটবলার—সাবিনা খাতুন, ঋতুপর্ণা চাকমা, মনিকা চাকমা ও মাতসুশিমা সুমাইয়া। এই চারজনও ভুটানের লিগে খেলার জন্য বাফুফের ছাড়পত্র নিয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ।
সবকিছু ঠিক থাকলে ১৫ এপ্রিল শুরু হবে ভুটানের নারী লিগ। এই প্রতিযোগিতায় ট্রান্সপোর্ট ইউনাইটেডের হয়ে খেলবেন গোলরক্ষক রুপনা ও ডিফেন্ডার মাসুরা। আর এবার সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়া—চারজনই খেলবেন ভুটানের নারী প্রিমিয়ার লিগের পাঁচবারের চ্যাম্পিয়ন পারো এফসিতে। ৬ এপ্রিল ভুটানগামী বিমানে উঠবেন বাংলাদেশের এই নারী ফুটবলাররা।
গত জানুয়ারিতে জাতীয় নারী দলের কোচ পিটার বাটলারের বিপক্ষে যে ১৮ জন ফুটবলার বিদ্রোহ ঘোষণা করেছিলেন, তাঁদের মধ্যে আছেন পারো এফসিতে খেলার সুযোগ পাওয়া সাবিনা, ঋতুপর্ণা, মনিকা ও সুমাইয়াও। ঈদের পর শুরু হওয়া জাতীয় দলের ক্যাম্পে নাম আছে তাঁদেরও। কিরণ বলেন, ‘ক্যাম্প শুরু হওয়ায় তাদেরকে পরে (ভুটানে) যেতে বলা হয়েছিল। কিন্তু আগেই টিকিট কেটে রাখায় তা হয়তো সম্ভব নয়। তবে তারা যেহেতু খেলার মধ্যেই থাকবে, তাই তেমন কোনো সমস্যা হবে না।’ আগামী জুনে এশিয়ান কাপ বাছাইপর্ব খেলবে বাংলাদেশ। ‘সি’ গ্রুপে তাঁদের সঙ্গী শক্তিশালী মিয়ানমার, বাহরাইন ও তুর্কমেনিস্তান।
বিদেশি লিগে বাংলাদেশের নারী ফুটবলার অংশগ্রহণ এটাই প্রথম নয়। এর আগে মালদ্বীপ ও ভারতের ঘরোয়া নারী লিগে খেলছেন জাতীয় দলের অধিনায়ক সাবিনা খাতুন। কলকাতা ইস্ট বেঙ্গলের জার্সি গায়ে চড়ানোর সুযোগ হয়েছে জাতীয় দলের উইঙ্গার সানজিদা আক্তারের। গত বছরের আগস্টে এএফসি উইমেন্স চ্যাম্পিয়নস লিগে ভুটানি ক্লাব রয়্যাল থিম্পু কলেজ এফসির হয়েও খেলার অভিজ্ঞতা বাংলাদেশের ৪ ফুটবলার সাবিনা, ঋতুপর্ণা, মারিয়া ও মনিকার।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৭ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে