Ajker Patrika

‘দুই ফাইনালে’ ব্রাজিলিয়ান গোলরক্ষককে পাচ্ছে না সিটি

‘দুই ফাইনালে’ ব্রাজিলিয়ান গোলরক্ষককে পাচ্ছে না সিটি

ম্যানচেস্টার সিটি নাকি আর্সেনাল—কার হাতে উঠবে এবারের ইংলিশ প্রিমিয়ার লিগ? সেই উত্তরের জন্য অপেক্ষা করতে হচ্ছে ১৯ মে পর্যন্ত। এই দিন শিরোপা নিষ্পত্তির আশায় রাত ৯টায় মাঠে নামবে দুই দলই। টানা চারবার শিরোপা জিতে সিটি প্রিমিয়ার লিগে নতুন রেকর্ড গড়বে নাকি ২০ বছর পর প্রথম লিগ জিতবে গানাররা? 

এমন ‘অলিখিত ফাইনাল’ হয়ে ওঠা ম্যাচে নিয়মিত গোলরক্ষক এদেরসনকে পাবে না সিটি। পাবে না এফএ কাপের ফাইনালেও। আজ এমনটাই জানিয়েছে বিবিসি। ব্রাজিলিয়ান গোলরক্ষকের পরিবর্তে এবারও সিটিজেনদের গোলপোস্ট সামলাতে দেখা যাবে স্তেফান ওর্তেগাকে। এই জার্মান আগের ম্যাচে টটেনহামের বিপক্ষে এদেরসনের বদলি হয়ে মাঠে নামেন। গুরুত্বপূর্ণ ম্যাচটিতে দুটি গুরুত্বপূর্ণ সেভে সিটির জয়ের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি। স্পার্সদের বিপক্ষে ম্যাচে ৬৯ মিনিটে মুখে চোট পেয়ে মাঠ ছাড়েন এদেরসন। ক্রিশ্চিয়ান রোমেরোকে থামাতে গিয়ে তাঁর বুটে আঘাত পান তিনি। 

মৌসুমে পেপ গার্দিওলার শিষ্যদের বাকি আর দুই ম্যাচ। লিগের শেষ রাউন্ডে ঘরের মাঠ ইতিহাদে ওয়েস্ট হামকে আতিথেয়তা দেবে সিটিজেনরা। এই ম্যাচ জিতলেই আবারও প্রিমিয়ার লিগ ধরে রেখে নতুন রেকর্ড গড়বে তারা। ইংলিশ ফুটবলের শীর্ষ লিগে টানা চারবার চ্যাম্পিয়ন হতে পারেনি কোনো দল। সেই ইতিহাস গড়ার সামনে গার্দিওলার দল। 

২৫ মে ঐতিহাসিক ওয়েম্বলিতে এফএ কাপের ফাইনালে নগর প্রতিদ্বন্দ্বী ম্যানচেস্টার ইউনাইটেডের মুখোমুখি হবে সিটি। গত মৌসুমেও রেড ডেভিলদের হারিয়ে শিরোপা জেতে গার্দিওলার দল। গত পরশু লন্ডনে টটেনহামকে হারিয়ে লিগ জয়ের আরও কাছে চলে এসেছে সিটি। ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে তারা। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে আর্সেনাল। লিগের শেষ দিনে গানাররা জিতলে আর সিটি ড্র বা হারলে তবেই শিরোপা খরা ঘুচতে পারে মিকেল আর্তেতার শিষ্যদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত