ক্রীড়া ডেস্ক
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম ফুটবল দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লেগেছে চার দশক। ২০১১ সালে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ফরাসি ক্লাবটি কেনার পর থেকেই পিএসজি মূলত ব্র্যান্ডে রূপ নিয়েছে।
অঢেল অর্থ দিয়ে পরদেশি ক্লাব নিজেদের করে নেওয়ার কারণও ছিল সুস্পষ্ট। পিএসজিকে বিশ্বসেরা ক্লাব বানানো। লক্ষ্য অর্জনে গত এক দশকে কী করেননি কর্ণধার তামিম বিন হামাদ ও সভাপতি নাসের আল খেলাইফি!
রোনালদিনহো-ডেভিড বেকহাম থেকে শুরু করে জ্লাতান ইব্রাহিমোভিচ-দানি আলভেস-এডিনসন কাভানি-জিয়ানলুইগি বুফন, নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে লিওনেল মেসি-সার্জিও রামোস; হালের সব সেরা তারকাকে নিজের করে নিয়েছে পিএসজি।
কিন্তু তারকায় ঠাসা দল নিয়েও যখন কোনো দল লক্ষ্য থেকে যোজন-যোজন দূরে থাকে, তখন কেউ কথা শোনাতে ছাড়ে না। এবার যেমন মেসিকে জড়িয়ে পিএসজিকে খোঁচালেন মাইকেল ওয়েন।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল বেলজিয়ান ক্লাব ব্রুগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ইউরোপীয় মঞ্চে নতুন অধ্যায়ের সূচনায় মেসি ছিলেন মলিন। গোল পাননি আক্রমণভাগের দুই সঙ্গী নেইমার-এমবাপ্পেও। কিন্তু পিএসজির পয়েন্ট খোয়ানোর দায়টা মেসিকেই দিচ্ছেন ওয়েন।
খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তির হয়ে কাটালেও কখনো চ্যাম্পিয়ন লিগ ছুঁয়ে দেখা হয়নি ওয়েনের। সেই তিনিই বলছেন, মেসির কারণে পিএসজির আক্রমণভাগ দুর্বল হয়ে পড়েছে!
বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী সাবেক ইংলিশ ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা ওদের (মেসি-নেইমারদের) মাথায় তুলে রাখছি। যাচ্ছেতাই তকমা জুড়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় মেসি আসায় ওরা দুর্বল হয়ে পড়েছে। বুঝতে পারছি না মানুষ কেন পিএসজিকে ফেবারিট বলছে।’
ওয়েনের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দ অবশ্য ড্রয়ের দায়টা মেসিদের ওপর চাপাতে নারাজ। চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপা জিততে পিএসজির মাঝমাঠ আরও শক্তিশালী করার তাগিদ ফার্দিনান্দের, ‘বড় খেলোয়াড়দের কাজ (মেসি-নেইমার-এমবাপ্পেদের) গোল করা। বল বানিয়ে দেওয়ার দায়িত্ব মিডফিল্ডারদের। আমার মনে হয় মাঝমাঠে ওদের ঘাটতি আছে। ওরা বল বানিয়ে দিতে পারছে না। মাঝমাঠে সঠিক সমন্বয় গড়ে তোলাটা জরুরি।’
১৯৭০ সালে প্রতিষ্ঠিত হলেও প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) নাম ফুটবল দুনিয়ায় ছড়িয়ে পড়তে সময় লেগেছে চার দশক। ২০১১ সালে কাতারের আমির তামিম বিন হামাদ আল থানি ফরাসি ক্লাবটি কেনার পর থেকেই পিএসজি মূলত ব্র্যান্ডে রূপ নিয়েছে।
অঢেল অর্থ দিয়ে পরদেশি ক্লাব নিজেদের করে নেওয়ার কারণও ছিল সুস্পষ্ট। পিএসজিকে বিশ্বসেরা ক্লাব বানানো। লক্ষ্য অর্জনে গত এক দশকে কী করেননি কর্ণধার তামিম বিন হামাদ ও সভাপতি নাসের আল খেলাইফি!
রোনালদিনহো-ডেভিড বেকহাম থেকে শুরু করে জ্লাতান ইব্রাহিমোভিচ-দানি আলভেস-এডিনসন কাভানি-জিয়ানলুইগি বুফন, নেইমার জুনিয়র-কিলিয়ান এমবাপ্পে থেকে শুরু করে লিওনেল মেসি-সার্জিও রামোস; হালের সব সেরা তারকাকে নিজের করে নিয়েছে পিএসজি।
কিন্তু তারকায় ঠাসা দল নিয়েও যখন কোনো দল লক্ষ্য থেকে যোজন-যোজন দূরে থাকে, তখন কেউ কথা শোনাতে ছাড়ে না। এবার যেমন মেসিকে জড়িয়ে পিএসজিকে খোঁচালেন মাইকেল ওয়েন।
চ্যাম্পিয়নস লিগের গ্রুপ পর্বে নিজেদের প্রথম ম্যাচে কাল বেলজিয়ান ক্লাব ব্রুগার সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পিএসজি। ইউরোপীয় মঞ্চে নতুন অধ্যায়ের সূচনায় মেসি ছিলেন মলিন। গোল পাননি আক্রমণভাগের দুই সঙ্গী নেইমার-এমবাপ্পেও। কিন্তু পিএসজির পয়েন্ট খোয়ানোর দায়টা মেসিকেই দিচ্ছেন ওয়েন।
খেলোয়াড়ি জীবনের বেশির ভাগ সময় রিয়াল মাদ্রিদ, লিভারপুল, ম্যানচেস্টার ইউনাইটেডের মতো পরাশক্তির হয়ে কাটালেও কখনো চ্যাম্পিয়ন লিগ ছুঁয়ে দেখা হয়নি ওয়েনের। সেই তিনিই বলছেন, মেসির কারণে পিএসজির আক্রমণভাগ দুর্বল হয়ে পড়েছে!
বিটি স্পোর্টসকে দেওয়া সাক্ষাৎকারে ৪১ বছর বয়সী সাবেক ইংলিশ ফরোয়ার্ড বলেছেন, ‘আমরা ওদের (মেসি-নেইমারদের) মাথায় তুলে রাখছি। যাচ্ছেতাই তকমা জুড়ে দিচ্ছি। কিন্তু আমার মনে হয় মেসি আসায় ওরা দুর্বল হয়ে পড়েছে। বুঝতে পারছি না মানুষ কেন পিএসজিকে ফেবারিট বলছে।’
ওয়েনের সাবেক সতীর্থ রিও ফার্দিনান্দ অবশ্য ড্রয়ের দায়টা মেসিদের ওপর চাপাতে নারাজ। চ্যাম্পিয়নস লিগের অধরা শিরোপা জিততে পিএসজির মাঝমাঠ আরও শক্তিশালী করার তাগিদ ফার্দিনান্দের, ‘বড় খেলোয়াড়দের কাজ (মেসি-নেইমার-এমবাপ্পেদের) গোল করা। বল বানিয়ে দেওয়ার দায়িত্ব মিডফিল্ডারদের। আমার মনে হয় মাঝমাঠে ওদের ঘাটতি আছে। ওরা বল বানিয়ে দিতে পারছে না। মাঝমাঠে সঠিক সমন্বয় গড়ে তোলাটা জরুরি।’
বিপিএলে ফিক্সিংয়ের অভিযোগে সন্দেহভাজন হিসেবে এনামুল হক বিজয়কে নিয়ে একটি বেসরকারি টিভি চ্যানেল সংবাদ প্রচার করে। বিজয় সেটিকে ভুল সংবাদ দাবি করে সুপ্রিম কোর্টের আইনজীবী যুবায়ের মোহাম্মদ আওরঙ্গজেবের মাধ্যমে ওই চ্যানেল এবং সংশ্লিষ্ট প্রতিবেদকের বিরুদ্ধে উকিল নোটিশ পাঠিয়েছেন। আজ বিজয় নিজেই সামাজিক যোগাযো
৭ মিনিট আগেইংল্যান্ডের বিপক্ষে চতুর্থ টি-টোয়েন্টিতে মাথায় আঘাত পেয়েছিলেন শিভাম দুবে। তাঁর কনকাশন-সাব হিসেবে খেলানো হয় হারশিত রানাকে। পরে বিতর্কের বিষয় হয়ে ওঠে দুবের জায়গায় হারশিতকে খেলানো নিয়ে। বিতর্ক হওয়াটাও স্বাভাবিক—দুবে একজন ব্যাটিং অলরাউন্ডার, বিপরীতে হারশিত পাকা পেসার।
২৪ মিনিট আগেআন্তর্জাতিক ক্রিকেট ছাড়লেও, আইপিএলে এখনো পরিচিত মুখ মহেন্দ্র সিং ধোনি। আসন্ন মৌসুমেও চেন্নাই সুপার কিংসের হয়ে মাঠ মাতাবেন তিনি। তবে তার ক্রিকেট পরবর্তী ভবিষ্যৎ নিয়ে আলোচনা চলছে অনেক দিন ধরেই। এবার ভারতীয় ক্রিকেট বোর্ডের (বিসিসিআই) সহসভাপতি রাজীব শুক্লা জানালেন, অবসরের পর ধোনিকে রাজনীতিতে দেখার প্রত্
১ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক। এই মাসের পর আর নির্বাচক প্যানেলে থাকছেন না তিনি। বাংলাদেশ দলের সাবেক এই ক্রিকেটার আজ মিরপুরে সংবাদমাধ্যমের সঙ্গে কথা বলেছেন নির্বাচক হিসেবে নিজের অপূর
১ ঘণ্টা আগে