ইফতিয়াজ নুর নিশান, উখিয়া (কক্সবাজার)
সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ তৎপরতা এবং আর্থিক সহযোগিতায় নেমে পড়েছে সরকার-প্রশাসন থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ।
ব্যক্তি-সংগঠনের সেসব উদ্যোগের মতো এবার এগিয়ে এলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলার শাহেদা আক্তার রিপা। সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে তিনি নিলামে তুলছেন সাফে সেরা গোলদাতা হওয়ার শিরোপাটি।
গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে টুর্নামেন্টে সর্বাধিকবার প্রতিপক্ষদের জাল খুঁজে নিয়ে সেরা গোলদাতার ট্রফি নিজের করে নেন রিপা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেটিই নিলামে তুলছেন তিনি।
গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে রিপা এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন।
রিপা লিখেছেন, ‘সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হন, তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকত পারব।’
তিনি আরও লিখেছেন, ‘এই মূহুর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাহলে আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অধ্যায়নরত রিপার সব শিরোপা সংরক্ষিত আছে নিজের জন্মস্থান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাড়িতে।
রিপা ও তাঁর ভাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্যে উল্লেখ করেছেন তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রিপার বড় ভাই ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘রিপার ট্রফিটি বাড়ির শোকেসে রাখা আছে। আমার বোন মানবিক এই উদ্যোগ নিয়েছে এবং সে আমাকে বলেছে তাঁর পাশে থাকার জন্য। ভাই হিসেবে আমি তার জন্য গর্ববোধ করছি।’
রিপার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ধন্যবাদের চেয়ে আরো বেশি কিছু পাওয়ার যোগ্য তুমি। অনেক সুন্দর একটি উদ্যোগ। আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূর্ণতা দান করুন।’
সিলেট বিভাগে ভয়াবহ বন্যায় বিপর্যস্ত জনজীবন। বন্যা কবলিতদের মধ্যে ত্রাণ তৎপরতা এবং আর্থিক সহযোগিতায় নেমে পড়েছে সরকার-প্রশাসন থেকে শুরু করে নানা অঙ্গনের মানুষ।
ব্যক্তি-সংগঠনের সেসব উদ্যোগের মতো এবার এগিয়ে এলেন বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ নারী দলের ফুটবলার শাহেদা আক্তার রিপা। সর্বস্ব হারানো মানুষের পাশে দাঁড়াতে তিনি নিলামে তুলছেন সাফে সেরা গোলদাতা হওয়ার শিরোপাটি।
গত বছর সাফ অনূর্ধ্ব-১৯ ফুটবলে চ্যাম্পিয়ন হয় বাংলাদেশ। লাল-সবুজ জার্সিতে টুর্নামেন্টে সর্বাধিকবার প্রতিপক্ষদের জাল খুঁজে নিয়ে সেরা গোলদাতার ট্রফি নিজের করে নেন রিপা। বন্যায় ক্ষতিগ্রস্তদের সাহায্যার্থে সেটিই নিলামে তুলছেন তিনি।
গতকাল সন্ধ্যায় সামাজিক যোগাযোগমাধ্যমে করা পোস্টে রিপা এ ব্যাপারে সাংবাদিকদের সহযোগিতাও চেয়েছেন।
রিপা লিখেছেন, ‘সেরা গোলদাতার ট্রফিটি আমি নিলামে তুলতে চাই। যার সম্পূর্ণ অর্থ ব্যয় হবে সিলেটের বন্যার্ত মানুষের পাশে। কোনো দয়াবান ব্যক্তি যদি এই মহৎ কাজের অংশীদার হন, তাহলে আমরা কিছুটা হলেও বন্যার্ত মানুষের পাশে থাকত পারব।’
তিনি আরও লিখেছেন, ‘এই মূহুর্তে সিলেটের সবচেয়ে বেশি যেটা দরকার, সেটা হলো সবার সহযোগিতা। আমি যদি সিলেটের পাশে একটু হলেও দাঁড়াতে পারি, তাহলে আপনাদের সবার প্রতি চিরকৃতজ্ঞ থাকব।’
বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠানে (বিকেএসপি) অধ্যায়নরত রিপার সব শিরোপা সংরক্ষিত আছে নিজের জন্মস্থান উখিয়ার জালিয়াপালং ইউনিয়নের সোনাইছড়ি গ্রামের বাড়িতে।
রিপা ও তাঁর ভাই এই সিদ্ধান্ত নিয়েছেন বলেও মন্তব্যে উল্লেখ করেছেন তিনি।
বিষয়টির সত্যতা নিশ্চিত করে রিপার বড় ভাই ফারুক হোসেন আজকের পত্রিকাকে বলেছেন, ‘রিপার ট্রফিটি বাড়ির শোকেসে রাখা আছে। আমার বোন মানবিক এই উদ্যোগ নিয়েছে এবং সে আমাকে বলেছে তাঁর পাশে থাকার জন্য। ভাই হিসেবে আমি তার জন্য গর্ববোধ করছি।’
রিপার উদ্যোগকে সাধুবাদ জানিয়ে অনেকেই মন্তব্য করেছেন। একজন লিখেছেন, ‘ধন্যবাদের চেয়ে আরো বেশি কিছু পাওয়ার যোগ্য তুমি। অনেক সুন্দর একটি উদ্যোগ। আল্লাহ তোমার উদ্দেশ্যকে পূর্ণতা দান করুন।’
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১৪ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৮ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৮ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৯ ঘণ্টা আগে