ক্রীড়া ডেস্ক
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
গল শ্রীলঙ্কার কাছে দুর্গ বলেই পরিচিত। কিন্তু অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে পাত্তাই পায়নি তারা। উল্টো কপালে জুটেছে ইনিংস ব্যবধানে সবচেয়ে বড় হারের রেকর্ড। এমন হারের পেছনে ব্যাটারদের বড় দায় দেখছেন দলটির প্রধান কোচ সনাৎ জয়াসুরিয়া। শুধু তা-ই নয়, কাঠগড়ায় তুলেছেন দলের অভিজ্ঞদেরও।
১ ঘণ্টা আগেডেভিড মিলার, হেইনরিখ ক্লাসেন, কেশব মহারাজদের কান্নারত চেহারার দৃশ্য চাইলেই কি মুছে ফেলা সম্ভব? বার্বাডোজে গত বছরের ২৯ জুন ভারতের কাছে অল্পের জন্য টি-টোয়েন্টি বিশ্বকাপ না জয়ের আক্ষেপে পুড়তে হয়েছিল দক্ষিণ আফ্রিকাকে। ৬ মাস পর আবারও প্রোটিয়াদের কাঁদিয়ে চ্যাম্পিয়ন ভারত।
২ ঘণ্টা আগে২০২৪ সালের ফেব্রুয়ারিতে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) নির্বাচক প্যানেলে এসেছিলেন হান্নান সরকার। ঠিক এক বছর পরই পদত্যাগ করলেন বিসিবির এই নির্বাচক।
৩ ঘণ্টা আগে১২ জানুয়ারি স্প্যানিশ সুপার কাপে বার্সেলোনার কাছে ৫-২ গোলে হেরেছিল রিয়াল মাদ্রিদ। সেই বিধ্বস্ত হওয়ার পর সব মিলে টানা পাঁচ ম্যাচ জিতল রিয়াল। ম্যাচগুলোও রিয়াল জিতেছে হেসেখেলে। ছন্দে থাকা রিয়ালের জয়রথ গত রাতে থামিয়েছে এসপানিওল।
৩ ঘণ্টা আগে