কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
কোচ বদলেও চ্যাম্পিয়নস লিগের ভাগ্য বদলাতে পারছে না বার্সেলোনা। বেনফিকার সঙ্গে দ্বিতীয় লেগের ম্যাচে ড্র করে এখন শঙ্কায় পড়েছে দলটির নকআউট পর্বে যাওয়াও। এর আগে বেনফিকার মাঠ থেকে ৩-০ গোলে বিধ্বস্ত হয়ে ফিরেছিল কাতালান পরাশক্তিরা। ঘরের মাঠ ন্যু ক্যাম্পে তাই সুযোগ ছিল সেই হারের ‘প্রতিশোধ’ নেওয়ার। পাশাপাশি পরের পর্বে যাওয়ার জন্যও ম্যাচটি ছিল গুরুত্বপূর্ণ। কিন্তু পয়েন্ট হারিয়ে এখন বিদায়ের শঙ্কায় পড়েছে জাভি হার্নান্দেজের দল।
এই গ্রুপে পাঁচ ম্যাচের পাঁচটিতেই জিতে পয়েন্ট টেবিলের শীর্ষে আছে বায়ার্ন মিউনিখ। গতকালও দিনেমো কিয়েভকে ২-১ গোলে হারিয়েছে বায়ার্ন। তাদের পয়েন্ট এখন ১৫। সমান ম্যাচে ৭ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে বার্সেলোনা। তৃতীয় স্থানে থাকা বেনফিকার পয়েন্ট ৫। এখন বার্সার শেষ ম্যাচ বায়ার্নের বিপক্ষে। সেই ম্যাচে বার্সা যদি হেরে যায় তাহলে বাড়বে বিপদ। কারণ, বেনফিকা যদি নিজেদের শেষ ম্যাচে দিনেমো কিয়েভকে হারিয়ে দেয়, তবে বার্সাকে পেছনে ফেলে বায়ার্নের সঙ্গী হয়ে পরের পর্বে যাবে বেনফিকাই। এর আগে বায়ার্নের বিপক্ষে নিজেদের মাঠেই ৩-০ গোলে হেরেছিল বার্সা। এখন শেষ ম্যাচে বার্সা আতিথ্য নেবে বায়ার্নের মাঠে। দারুণ ছন্দে থাকা বায়ার্নকে রুখে দিয়ে পরের পর্বে যেতে হলে বার্সাকে অসাধারণ কিছুই করে দেখাতে হবে।
গতকাল রাতে ইউরোপিয়ান মঞ্চে প্রথমবার বার্সার কোচ হিসেবে ডাগআউটে দাঁড়ান জাভি। ম্যাচজুড়ে তাঁর দল খেলেছেও দাপুটে, কিন্তু গোল করার কাজটি করতে পারেনি তারা। তবে বার্সার ভাগ্য ভালো, শেষ দিকে বেনফিকার হয়ে দারুণ সুযোগ হাতছাড়া করেছেন সুইস স্ট্রাইকার হারিস সেফেরোভিচ। সেই গোলটি হয়ে গেলে আরও কোণঠাসা হয়ে পড়ত তারা।
তবে জয় না পেলেও দলের খেলা নিয়ে খুশি বার্সা কোচ জাভি। এমনকি বায়ার্নকে হারিয়ে নকআউটে যাওয়ার ব্যাপারেও আশাবাদী তিনি। জাভি বলেন, ‘দল যেভাবে খেলেছে, তা আমাকে আশাবাদী করেছে। এভাবে খেললে যে কোনো দলের সঙ্গে প্রতিদ্বন্দ্বিতা করতে পারব।’
ওভাল টেস্টের দ্বিতীয় দিন আজ। বিকেল ৪টা শুরু হবে খেলা। প্রথম দিন শেষে ৬ উইকেটে ২০৬ রান করেছে ভারত। সিরিজ হার এড়াতে এই টেস্টে জয়ের বিকল্প নেই তাদের। ম্যাচ দেখাবে সনি টেন ১ ও ৫।
১ ঘণ্টা আগেহারের বৃত্ত থেকে বেরোতেই পারছে না ওয়েস্ট ইন্ডিজ। সবশেষ অস্ট্রেলিয়ার কাছে টেস্ট ও টি-টোয়েন্টি মিলে টানা ৮ ম্যাচে হেরেছে। পাকিস্তানের বিপক্ষেও টি-টোয়েন্টি সিরিজের শুরুটা সুখকর হয়নি তাদের।
১ ঘণ্টা আগেচলতি বছর বাংলাদেশের পেসারদের মধ্যে টি-টোয়েন্টি সংস্করণে সবচেয়ে বেশি উইকেট শিকার করেছেন শরীফুল ইসলাম। ৮ ইনিংসে ১২ উইকেট নিয়ে আছেন সবার শীর্ষে। চোটে পড়ে ২০২৪ টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলতে না পারার হতাশা এখনো পোড়ায় তাঁকে।
২ ঘণ্টা আগে২০০ মিটার মিডলের সেমিফাইনালেই রেকর্ড গড়েছিলেন লিঁও মারশাঁ। ১ মিনিট ৫২.৬৯ সেকেন্ড সময় নিয়ে ভেঙে দিয়েছিলেন রায়ান লোকটির ১৪ বছরের পুরোনো রেকর্ড। গতকাল ফাইনালে নিজের সেরা টাইমিংকে ছাপিয়ে যেতে না পারলেও ফ্রান্সের এই তারকা সাঁতারু এই ইভেন্টে দ্বিতীয় সেরা টাইমিং গড়েছেন। রেকর্ড গড়া সেমিফাইনালের ২৪ ঘণ্টার
১৫ ঘণ্টা আগে