বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেও স্প্যানিশরা লিওনেল মেসিকে এখনো কতটা আপন ভাবেন, পরশু তারই প্রমাণ মিলল।
গত ১০ আগস্ট প্যারিসে পা রাখলেও পিএসজির জার্সিতে মেসির অভিষেক ম্যাচ দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে আরও ১৯ দিন। পরশু রাতে রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা।
এই ম্যাচটিই স্পেনে জন্ম দিয়েছে নতুন রেকর্ডের। মেসির অভিষেক ম্যাচ টেলিভিশন পর্দায় ও অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন ৬৭ লাখ ৩৪ হাজার স্প্যানিশ। কেবল টেলিসিনকো চ্যানেলেরই দর্শক ছিল ২০ লাখ। এর আগে দেশটির এত মানুষ একসঙ্গে ফরাসি লিগ ওয়ানের কোনো ম্যাচ দেখেননি!
পিএসজির জার্সিতে মেসির অভিষেক ম্যাচটি টিভিতে দেখার সুযোগ করে দিয়েছিলেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জেরার্দ পিকে। নিজ কোম্পানি কসমস হোল্ডিংয়ের সহযোগিতায় স্পেনে ফরাসি লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব কিনেছেন পিকে।
রোববার রাতে ম্যাচের ৬৬ মিনিটে প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। অভিষেকে গোল না পেলেও রেঁসের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছেন তিনি।
খুদে জাদুকরের মঞ্চে অবশ্য আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর জোড়া গোলে ২-০ ব্যবধানে রেঁসকে হারিয়েছে পিএসজি। দারুণ জয়ে মেসির নতুন যাত্রাটাও স্মরণীয় হয়েছে।
বার্সেলোনার সঙ্গে ২১ বছরের সম্পর্ক ছিন্ন করে প্যারিস সেন্ট জার্মেইয়ে (পিএসজি) নাম লেখালেও স্প্যানিশরা লিওনেল মেসিকে এখনো কতটা আপন ভাবেন, পরশু তারই প্রমাণ মিলল।
গত ১০ আগস্ট প্যারিসে পা রাখলেও পিএসজির জার্সিতে মেসির অভিষেক ম্যাচ দেখতে ভক্তদের অপেক্ষা করতে হয়েছে আরও ১৯ দিন। পরশু রাতে রেঁসের বিপক্ষে ম্যাচ দিয়ে নতুন অধ্যায় শুরু করেন আর্জেন্টাইন মহাতারকা।
এই ম্যাচটিই স্পেনে জন্ম দিয়েছে নতুন রেকর্ডের। মেসির অভিষেক ম্যাচ টেলিভিশন পর্দায় ও অনলাইন প্ল্যাটফর্মে দেখেছেন ৬৭ লাখ ৩৪ হাজার স্প্যানিশ। কেবল টেলিসিনকো চ্যানেলেরই দর্শক ছিল ২০ লাখ। এর আগে দেশটির এত মানুষ একসঙ্গে ফরাসি লিগ ওয়ানের কোনো ম্যাচ দেখেননি!
পিএসজির জার্সিতে মেসির অভিষেক ম্যাচটি টিভিতে দেখার সুযোগ করে দিয়েছিলেন তাঁর সাবেক বার্সা সতীর্থ জেরার্দ পিকে। নিজ কোম্পানি কসমস হোল্ডিংয়ের সহযোগিতায় স্পেনে ফরাসি লিগ ওয়ানের সম্প্রচার স্বত্ব কিনেছেন পিকে।
রোববার রাতে ম্যাচের ৬৬ মিনিটে প্রিয় বন্ধু নেইমার জুনিয়রের বদলি হিসেবে মাঠে নেমেছিলেন মেসি। অভিষেকে গোল না পেলেও রেঁসের রক্ষণভাগের ভালোই পরীক্ষা নিয়েছেন তিনি।
খুদে জাদুকরের মঞ্চে অবশ্য আলো ছড়িয়েছেন কিলিয়ান এমবাপ্পে। তাঁর জোড়া গোলে ২-০ ব্যবধানে রেঁসকে হারিয়েছে পিএসজি। দারুণ জয়ে মেসির নতুন যাত্রাটাও স্মরণীয় হয়েছে।
বাংলাদেশ দলের হয়ে প্রথম খেলতে এসে হামজা চৌধুরী দেখেছিলেন জনস্রোত। শুধু জনস্রোত বললে ভুল হবে, ভক্ত-সমর্থকদের সঙ্গে ভালোবাসার স্রোত তো ছিলই। বাংলাদেশের মানুষদের এমন বাঁধহীন ভালোবাসা মুগ্ধ করেছে হামজাকে। তাঁর ক্লাব লেস্টার সিটিকে দেওয়া সাক্ষাৎকারে এই মিডফিল্ডার জানিয়েছেন, হৃদয়ের অনেকটা অংশ বাংলাদেশেই।
৯ ঘণ্টা আগেবাংলাদেশের জার্সিতে কিউবা মিচেলের অভিষেক হয়নি এখনো। এর আগেই বাংলাদেশের একটি ক্লাবে নাম লিখিয়েছেন তিনি। নতুন মৌসুমের জন্য তাঁকে দলে ভিড়িয়েছে বসুন্ধরা কিংস। বিষয়টি নিশ্চিত করেছে একটি সূত্র।
৯ ঘণ্টা আগে২০২৪-২৫ মৌসুমে লিগ শিরোপা হাতছাড়া হয় বসুন্ধরা কিংসের। মৌসুম শেষ হওয়ার পরপরই কোচ ভ্যালিরিউ তিতাকে বিদায় করে তারা। আগামী মৌসুমে দলটির ডাগআউটে কে দাঁড়াবেন, সেটি ছিল দেখার অপেক্ষা। অবশেষে আজ নতুন কোচের নামও ঘোষণা করল বসুন্ধরা কিংস। ব্রাজিল অনূর্ধ্ব-২০ দলের সাবেক কোচ সার্জিও ফারিয়াসকে নিয়োগ দিয়েছে...
১০ ঘণ্টা আগেপ্রথমবারের মতো নারী এশিয়ান কাপে খেলবে বাংলাদেশ। কাল সিডনির বিখ্যাত টাউন হলে হবে টুর্নামেন্টের ড্র। যেখানে নির্ধারণ হবে বাংলাদেশ কোন গ্রুপে খেলবে। কিন্তু ড্রয়ের সময় উপস্থিত থাকবে না বাফুফের কোনো প্রতিনিধি।
১০ ঘণ্টা আগে