Ajker Patrika

ভালো নেই রোনালদো

ভালো নেই রোনালদো

ঢাকা: সময়টা একেবারেই ভালো যাচ্ছে না ক্রিস্টিয়ানো রোনালদোর। নিজের শেষ তিন ম্যাচে গোলের দেখা পাননি। ভালো অবস্থানে নেই তাঁর দল জুভেন্টাসও। সিরি ‘আ’তে পয়েন্ট টেবিলের চারে আছে জুভেন্টাস। লিগ শিরোপা হাতছাড়া অনেকটাই নিশ্চিত। আগামী মৌসুমে চ্যাম্পিয়নস খেলা নিয়েও জেগেছে শঙ্কা।

এই মৌসুমে সিরি ‘আ’তে ২৯ ম্যাচে ২৫ গোল করেছেন রোনালদো। চ্যাম্পিয়নস লিগে ৬ ম্যাচে করেছেন ৪ গোল। গুঞ্জন উঠেছে, জুভেন্টাসে খুব একটা উপভোগ করছেন না ৩৬ বছর বয়সী পর্তুগিজ তারকা। ইতালিয়ান দৈনিক লা গাজেত্তা স্পোর্ত জানিয়েছে, সম্প্রতি রোনালদোর মধ্যে পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে। সে যখন তুরিনে প্রথম আসে অনেক বেশি হাসিখুশি ছিল।

চ্যাম্পিয়নস লিগ থেকে বাদ পড়ার পর রোনালদোর মধ্যে এই পরিবর্তনগুলো বেশি লক্ষ্য করা যাচ্ছে। মাঠের বাইরে প্রায় একাকি সময় কাটাতে দেখা যাচ্ছে তাঁকে। মিশছেন না সর্তীথদের সঙ্গেও। দৈনিকটি আরও জানিয়েছে, মাঠে সতীর্থদের সঙ্গে আগের মতো মেশেন না রোনালদো। খেলাটা একদমই উপভোগ করছেন না। তিনি কিছুটা নার্ভাস এবং খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছেন। মাঠের বাইরে সর্তীর্থদের থেকে দূরত্ব বজায় রাখছেন রোনালদো।

তাহলে কী দাঁড়াচ্ছে, জুভেন্টাসপর্ব শেষের দিকে রোনালদোর?

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ঢাবিতে ‘তুর্কি এনজিও সমর্থিত’ সংগঠনের ‘বৃহত্তর বাংলাদেশ’ মানচিত্রে ভারতের অংশ, বললেন জয়শঙ্কর

কালো জাদুর অভিযোগে মবের তাণ্ডব, এক পরিবারে পাঁচজনকে জীবন্ত পুড়িয়ে হত্যা

খিলগাঁওয়ে পুরি-শিঙাড়া বিক্রেতাকে পিটিয়ে হত্যা

ফ্লাইটে অসুস্থ ব্যক্তিকে সহযাত্রীর চড়, তারপর থেকে তিনি নিখোঁজ

সাপের বিষে তৈরি যে মদ পাওয়া যায় এশিয়ার বিভিন্ন দেশে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত