‘রেকর্ড’ আর ‘হ্যারি কেইন’—শব্দ দুটি যেন বেশ সমার্থক হয়ে গেছে। বায়ার্ন মিউনিখে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন করে চলেছেন একের পর এক রেকর্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের বায়ার্ন মিউনিখ-মাইনৎস ম্যাচটিকে চাইলে হ্যারি কেইন-মাইনৎস ম্যাচও বলা যায়। কেননা, বুন্দেসলিগার ম্যাচটিতে হ্যারি কেইনের ঝলকানিতেই তো বায়ার্ন রীতিমতো পর্যুদস্ত করেছে মাইনৎসকে। মাইনৎসের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ গোলে। আট গোলের পাঁচটিতেই অবদান রেখেছেন কেইন। যার মধ্যে করেছেন হ্যাটট্রিক ও দুই গোলে অ্যাসিস্ট করেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় এটা তাঁর চতুর্থ হ্যাটট্রিক। তাতে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে চার হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন কেইন। একই সঙ্গে বুন্দেসলিগায় আটবার দুই বা তার বেশি গোল করেছেন বায়ার্নের এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এমন কীর্তিও আর কেউ করতে পারেননি। জোড়া রেকর্ড গড়ার পর কেইন আরও অনেক রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আসছে আরও।’
টটেনহাম থেকে গত বছর বায়ার্ন মিউনিখে এসেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। যার মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩০ গোল এবং খেলেছেন ২৫ ম্যাচ। যদি বুন্দেসলিগায় বাকি থাকা ৯ ম্যাচে ১২ গোল করতে পারেন, তাহলে টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডফস্কির ৪১ গোল এখনো পর্যন্ত বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল। লেভাও রেকর্ড গড়েন বায়ার্নের হয়ে।
এর আগে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওর বিপক্ষে করেন জোড়া গোল। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে কেইনের গোল এখন ৫১।
‘রেকর্ড’ আর ‘হ্যারি কেইন’—শব্দ দুটি যেন বেশ সমার্থক হয়ে গেছে। বায়ার্ন মিউনিখে এসে গোলের বন্যা বইয়ে দিচ্ছেন। পাগলা ঘোড়ার মতো ছুটতে থাকা কেইন করে চলেছেন একের পর এক রেকর্ড।
আলিয়াঞ্জ অ্যারেনায় গত রাতের বায়ার্ন মিউনিখ-মাইনৎস ম্যাচটিকে চাইলে হ্যারি কেইন-মাইনৎস ম্যাচও বলা যায়। কেননা, বুন্দেসলিগার ম্যাচটিতে হ্যারি কেইনের ঝলকানিতেই তো বায়ার্ন রীতিমতো পর্যুদস্ত করেছে মাইনৎসকে। মাইনৎসের বিপক্ষে বায়ার্ন জিতেছে ৮-১ গোলে। আট গোলের পাঁচটিতেই অবদান রেখেছেন কেইন। যার মধ্যে করেছেন হ্যাটট্রিক ও দুই গোলে অ্যাসিস্ট করেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমের বুন্দেসলিগায় এটা তাঁর চতুর্থ হ্যাটট্রিক। তাতে বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে প্রথম খেলোয়াড় হিসেবে চার হ্যাটট্রিকের কীর্তি গড়ে ফেললেন কেইন। একই সঙ্গে বুন্দেসলিগায় আটবার দুই বা তার বেশি গোল করেছেন বায়ার্নের এই স্ট্রাইকার। বুন্দেসলিগায় অভিষেক মৌসুমে এমন কীর্তিও আর কেউ করতে পারেননি। জোড়া রেকর্ড গড়ার পর কেইন আরও অনেক রেকর্ড গড়ার ইঙ্গিত দিয়েছেন। নিজের ইনস্টাগ্রাম স্টোরিতে হাস্যোজ্জ্বল এক ছবি পোস্ট করে ক্যাপশন দিয়েছেন, ‘আসছে আরও।’
টটেনহাম থেকে গত বছর বায়ার্ন মিউনিখে এসেছেন কেইন। ২০২৩-২৪ মৌসুমে বায়ার্নের জার্সিতে সব ধরনের প্রতিযোগিতা মিলে ৩৪ ম্যাচে করেন ৩৬ গোল। যার মধ্যে বুন্দেসলিগায় করেছেন ৩০ গোল এবং খেলেছেন ২৫ ম্যাচ। যদি বুন্দেসলিগায় বাকি থাকা ৯ ম্যাচে ১২ গোল করতে পারেন, তাহলে টুর্নামেন্টের এক মৌসুমে সর্বোচ্চ গোলের রেকর্ড গড়বেন কেইন। ২০২০-২১ মৌসুমে রবার্ট লেভানডফস্কির ৪১ গোল এখনো পর্যন্ত বুন্দেসলিগার এক মৌসুমে সর্বোচ্চ গোল। লেভাও রেকর্ড গড়েন বায়ার্নের হয়ে।
এর আগে ব্রিটেনের প্রথম ফুটবলার হিসেবে উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে গোলের ফিফটি পূর্ণ করেন কেইন। আলিয়াঞ্জ অ্যারেনায় ৫ মার্চ লাৎসিওর বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর দ্বিতীয় লেগে লাৎসিওর বিপক্ষে করেন জোড়া গোল। উয়েফা আয়োজিত ক্লাব ফুটবলে কেইনের গোল এখন ৫১।
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৫ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৭ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৭ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
৮ ঘণ্টা আগে