Ajker Patrika

মারা গেছেন ১০টি বিশ্বকাপ কাভার করা কিংবদন্তি ধারাভাষ্যকার

মারা গেছেন ১০টি বিশ্বকাপ কাভার করা কিংবদন্তি ধারাভাষ্যকার

মারা গেছেন কিংবদন্তি ধারাভাষ্যকার জন মটসন। ৭৭ বছরের জীবনের ৫০ বছর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির সঙ্গে কাটিয়েছেন তিনি। 

 ২০১৮ সালে অবসরের আগে বিবিসির হয়ে মটসন ১০টি বিশ্বকাপ, ১০টি ইউরোপিয়ান চ্যাম্পিয়নশিপ ও ২৯টি এফএ কাপ ফাইনাল কাভার করেছেন। তিনি ‘মোটি’ নামে পরিচিত ছিলেন সবার কাছে। ১৯৭১ সালে ধারাভাষ্যকার হিসেবে কাজ শুরু করেন তিনি। এরপর সেই ক্যারিয়ারের হাফ সেঞ্চুরি করার পর থামেন। 

মটসনের মৃত্যুতে তাঁর পরিবার জানায়, ‘অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছি, আজ (বৃহস্পতিবার) ঘুমের মধ্যে শান্তিতে শেষ নিশ্বাস ত্যাগ করেছেন জন মটসন (ওবিই)।’ 

ধারাভাষ্যকার হিসেবে ক্যারিয়ার শুরুর আগে মটসন বের্নেট প্রেসের রিপোর্টার এবং শেফিল্ড মর্নিং টেলিগ্রাফে কাজ করেন। বিবিসির সঙ্গে চাকরি পাকাপাকি করার আগে ১৯৬৮ সালে বিবিসি রেডিও শেফিল্ডেও পূর্ণকালীন হিসেবে কাজ করেন তিনি। ট্রেডমার্ক ভেড়ার চামড়ার কোট ও খেলার এনসাইক্লোপিডিয়াক জ্ঞানের জন্য পরিচিত ছিলেন মটসন। দীর্ঘদিন স্পোর্টস সাংবাদিকতার জন্য ২০০১ সালে অর্ডার অব দ্য ব্রিটিশ এম্পায়ার (ওবিই) সম্মাননা পান তিনি।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত