ক্যারিয়ারের গোধূলিলগ্নে খেলোয়াড়দের ঠিকানা হয় চীন কিংবা যুক্তরাষ্ট্রের লিগে। যেন ক্যারিয়ারের বাকিটা সময় কম চাপে আনন্দ নিয়ে খেলতে পারেন তারা। লিওনেল মেসি অবশ্য চাইলে আরও এক-দুই মৌসুম ইউরোপে খেলতে পারতেন।
কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক একটু দ্রুতই বেছে নিয়েছেন ‘বুড়োদের’ লিগ বলে পরিচিত মেজর লিগ সকারকে (এমএলএস)। পিএসজির হয়ে সর্বশেষ মৌসুমের পারফরম্যান্স কিন্তু তেমনই বলে। আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর নতুন লিগে শুরু করবেন নিজের পায়ের জাদু দেখানো।
এমএলএসে অবশ্য মেসিকে পায়ের জাদু দেখাতে খুব একটা চাপ নিতে হবে না, যতটা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হয়েছে। লা লিগায় তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী গ্যারেথ বেলের কথায় তেমনি আভাস মেলে। ওয়েলস তারকা জানিয়েছেন, চাপহীন ফুটবল খেলার জন্য এমএলএস বেশ ভালো।
বিটি স্পোর্টসকে এমনটি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে খেলা বেল। নিজের প্রথম মৌসুমে এসে দলকে চ্যাম্পিয়ন করা তারকা বলেছেন, ‘লিগটি খুবই শান্ত। রিয়াল মাদ্রিদের কাছে যদি আপনি হারেন, তখন এমন মনে হয় যেন গোটা দুনিয়াটা আপনার হাতছাড়া হয়েছে। আপনাকে ক্রুশবিদ্ধ করা হবে। আপনি ভেঙে পড়বেন। বাসায় যাবেন কিন্তু খুশি থাকবেন না। তারা হারটাকে তিক্ততার সঙ্গে নেয়। কিন্তু এখানে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। অবনমনের কোনো ভয় নেই। এক ম্যাচ হারার পর পরের ম্যাচের জন্য প্রস্তুত হবেন। অন্য লিগের থেকে এরা হারকে আরও ভালোভাবে মেনে নেন।’
ক্যারিয়ারের গোধূলিলগ্নে খেলোয়াড়দের ঠিকানা হয় চীন কিংবা যুক্তরাষ্ট্রের লিগে। যেন ক্যারিয়ারের বাকিটা সময় কম চাপে আনন্দ নিয়ে খেলতে পারেন তারা। লিওনেল মেসি অবশ্য চাইলে আরও এক-দুই মৌসুম ইউরোপে খেলতে পারতেন।
কিন্তু আর্জেন্টাইন অধিনায়ক একটু দ্রুতই বেছে নিয়েছেন ‘বুড়োদের’ লিগ বলে পরিচিত মেজর লিগ সকারকে (এমএলএস)। পিএসজির হয়ে সর্বশেষ মৌসুমের পারফরম্যান্স কিন্তু তেমনই বলে। আগামী মাসের প্রথম সপ্তাহে ইন্টার মিয়ামির সঙ্গে মেসির চুক্তির আনুষ্ঠানিকতা শেষ হবে। এরপর নতুন লিগে শুরু করবেন নিজের পায়ের জাদু দেখানো।
এমএলএসে অবশ্য মেসিকে পায়ের জাদু দেখাতে খুব একটা চাপ নিতে হবে না, যতটা ইউরোপের শীর্ষ পাঁচ লিগে হয়েছে। লা লিগায় তাঁর একসময়ের প্রতিদ্বন্দ্বী গ্যারেথ বেলের কথায় তেমনি আভাস মেলে। ওয়েলস তারকা জানিয়েছেন, চাপহীন ফুটবল খেলার জন্য এমএলএস বেশ ভালো।
বিটি স্পোর্টসকে এমনটি জানিয়েছেন লস অ্যাঞ্জেলেস এফসির হয়ে খেলা বেল। নিজের প্রথম মৌসুমে এসে দলকে চ্যাম্পিয়ন করা তারকা বলেছেন, ‘লিগটি খুবই শান্ত। রিয়াল মাদ্রিদের কাছে যদি আপনি হারেন, তখন এমন মনে হয় যেন গোটা দুনিয়াটা আপনার হাতছাড়া হয়েছে। আপনাকে ক্রুশবিদ্ধ করা হবে। আপনি ভেঙে পড়বেন। বাসায় যাবেন কিন্তু খুশি থাকবেন না। তারা হারটাকে তিক্ততার সঙ্গে নেয়। কিন্তু এখানে তেমন কোনো প্রতিক্রিয়া নেই। অবনমনের কোনো ভয় নেই। এক ম্যাচ হারার পর পরের ম্যাচের জন্য প্রস্তুত হবেন। অন্য লিগের থেকে এরা হারকে আরও ভালোভাবে মেনে নেন।’
অধিনায়ক হিসেবে গত ২১০ দিনে পাঁচটি আন্তর্জাতিক সিরিজে বাংলাদেশ দলকে নেতৃত্ব দিয়েছেন লিটন দাস। এর মধ্যে শুধু শেষ দুই মাসেই চারটি সিরিজ খেলেছে বাংলাদেশ। জয় এসেছে দুটি সিরিজে। এখন আপাতত কিছুটা বিশ্রামের সুযোগ পাচ্ছেন লিটনরা।
৭ ঘণ্টা আগেএশিয়ান ক্রিকেটকে এক করেছে ঢাকা—এশিয়ান ক্রিকেট খেলুড়ে দেশগুলোর শীর্ষ কর্তাদের ছবি আজ নিজেদের অফিশিয়াল ফেসবুক পেজে এমন এক ক্যাপশন দিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি ম্যাচ দেখতে যেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে এশিয়ান ক্রিকেটের শীর্ষ কর্তাদের মিলনমেলা বসেছে।
৯ ঘণ্টা আগে৪১ রানে নেই ৭ উইকেট। মিরপুরে ৯ বছর আগের সেই লজ্জার রেকর্ড চোখরাঙানি দিচ্ছিল বাংলাদেশকে। ২০১৬ সালে ইডেন গার্ডনে টি-টোয়েন্টি বিশ্বকাপে এই সংস্করণে নিজেদের সর্বনিম্ন ৭০ রানে অলআউট হওয়ার রেকর্ড গড়েছিল। তবে আজ পাকিস্তানের বিপক্ষে নিজেদের মাঠে ব্যাটিং আরও ভয়ংকর খারাপ ছিল, ৪১ রানে ৭ উইকেট হারায়...
৯ ঘণ্টা আগেসাত বছর আগে তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক। আজ তিনি খেলছেন ১২তম আন্তর্জাতিক টি-টোয়েন্টি। ২০১৮ সালে অভিষেক হওয়ার পর মাঝে পাঁচ বছর দলেই সুযোগ পাননি সাহিবজাদা ফারহান। তবে নিজের কৌশল, ধারাবাহিকতা আর শটের রেঞ্জ ও বৈচিত্র্যে বাড়িয়ে ২০২৪ সালে আবারও সাহিবজাদা ফেরেন পাকিস্তান দলে। তবে গত বছর তেমন ভালো
১০ ঘণ্টা আগে