লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
প্রবাসী ফুটবলারদের নিয়ে উন্মাদনার মাত্রা ধীরে ধীরে বাড়ছেই। বিশেষ করে হামজা চৌধুরীর অভিষেকের পর অনেক প্রবাসী ফুটবলার এখন আলোচনায়। কানাডা প্রবাসী সমিত সোমের পাশাপাশি এবার কিউবা মিচেলকে খেলানোর চেষ্টায় রয়েছে বাফুফে।
৯ ঘণ্টা আগেআগামীকাল (২০ এপ্রিল) সিলেটে শুরু হচ্ছে বাংলাদেশ-জিম্বাবুয়ের টেস্ট সিরিজের প্রথম টেস্ট। সিরিজের সম্প্রচার স্বত্ব নিয়ে বেশ ভোগান্তির মধ্যে ছিল বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। তবে এ ভোগান্তির অবসান ঘটিয়েছে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি)। গতকাল শুক্রবার এক বিবৃতিতে বাংলাদেশ-জিম্বাবুয়ের ম্যাচ সরাসরি দেখানোর
১০ ঘণ্টা আগেবাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) শ্রীলঙ্কা সফরের জন্য ১৫ সদস্যের বাংলাদেশের অনূর্ধ্ব-১৯ দল ঘোষণা করেছে। আগামীকাল ঢাকা থেকে কলম্বোর উদ্দেশে রওনা দেবেন যুবারা। সফরে স্বাগতিক শ্রীলঙ্কা অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে ছয় ম্যাচের যুব ওয়ানডে সিরিজ খেলবে আজিজুল হাকিম তামিমের নেতৃত্বাধীন দল।
১০ ঘণ্টা আগেহামজা চৌধুরীর বাংলাদেশের জার্সিতে খেলার পর থেকে আগ্রহ বেড়েছে ফুটবল নিয়ে। প্রবাসী ফুটবলারদের ঘিরে অন্যরকম উন্মাদনা কাজ করছে সমর্থকদের। হামজার প্রভাব শুধু ফুটবলেই নয় পড়েছে অন্যান্য খেলাতেও। দেশের বাইরে ছড়িয়ে ছিটিয়ে থাকা প্রবাসী ক্রীড়াবিদদের বাংলাদেশের হয়ে খেলানোর উদ্যোগ নিতে সকল ফেডারেশনকে চিঠি দিয়েছে
১১ ঘণ্টা আগে