ক্রীড়া ডেস্ক
লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
২০২৫ আইসিসি চ্যাম্পিয়নস ট্রফির দল ঘোষণা করেছে আয়োজক পাকিস্তান। তবে শেষ মুহূর্তে সাইম আইয়ুবকে ছাড়াই ১৫ সদস্যের দল ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। আইসিসির নির্দেশনা অনুযায়ী টুর্নামেন্টের চূড়ান্ত স্কোয়াড ১১ ফেব্রুয়ারি পর্যন্ত পরিবর্তন করার সুযোগ রয়েছে।
১১ ঘণ্টা আগেগলে আজ তৃতীয় দিনে খেলেছে শুধু বৃষ্টি। এতটাই বৃষ্টির দাপট ছিল যে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া প্রথম টেস্টের তৃতীয় দিনে খেলা হয়েছে কেবল ২৭ ওভার। তবে অস্ট্রেলিয়া এক ইনিংসে যে রানের পাহাড় গড়ছে, তাতেই লঙ্কানদের হিমশিম খাওয়ার মতো অবস্থা।
১৫ ঘণ্টা আগেঅনূর্ধ্ব-১৯ নারী টি-টোয়েন্টি বিশ্বকাপের ফাইনাল খেলা ভারত এক অভ্যাসে পরিণত করেছে। টুর্নামেন্টের ইতিহাসে প্রথম দুইবারই ফাইনালে উঠল ভারতীয় নারী ক্রিকেট দল। নিকি প্রসাদের নেতৃত্বাধীন দলটির ফাইনালে প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।
১৬ ঘণ্টা আগেনিত্যনতুন রেকর্ডে নাম লেখানো যেন ক্রিস্টিয়ানো রোনালদো দারুণ এক অভ্যাসে পরিণত করেছেন। গোলের রেকর্ডের পাশাপাশি অন্যান্য রেকর্ডেও উঠে যায় তাঁর নাম। এবার যে রেকর্ড পর্তুগিজ ফুটবলার গড়েছেন তাতে আছেন শুধু নিজেই।
১৭ ঘণ্টা আগে