লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ।
গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও।
নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’
বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩৭ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
১ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে