Ajker Patrika

দুই বছরের জন্য ব্রাজিলে সুয়ারেজ

আপডেট : ০১ জানুয়ারি ২০২৩, ১০: ৫২
দুই বছরের জন্য ব্রাজিলে সুয়ারেজ

লুইস সুয়ারেজের পরবর্তী ঠিকানা যে ব্রাজিল, তা অনেক আগে থেকেই বোঝা গিয়েছিল। অবশেষে তা-ই হলো। ব্রাজিলিয়ান ক্লাব গ্রেমিওতে খেলতে যাচ্ছেন সুয়ারেজ। 

গতকাল সুয়ারেজের সঙ্গে চুক্তির বিষয় নিশ্চিত করেছে গ্রেমিও। দুই বছরের জন্য ব্রাজিলিয়ান ক্লাবের সঙ্গে তিনি চুক্তিবদ্ধ হয়েছেন, যার মেয়াদ থাকবে ২০২৪-এর শেষ পর্যন্ত। উরুগুয়ের এই স্ট্রাইকারকে নেওয়া হয়েছে ‘ফ্রি ট্রান্সফারে’। ১৭ জানুয়ারি সাও লুইজের বিপক্ষে এ বছরের প্রথম ম্যাচ খেলতে যাচ্ছে গ্রেমিও। 

নতুন ক্লাব গ্রেমিওতে খেলতে ভীষণ রোমাঞ্চিত সুয়ারেজ। উরুগুইয়ান এই স্ট্রাইকার তাঁর টুইটারে লিখেছেন, ‘গ্রেমিওতে এমন দারুণ চ্যালেঞ্জের জন্য প্রস্তুতি নিচ্ছি। আমি সেখানে যেতে উন্মুখ হয়ে আছি এবং উপভোগ করতে চাই।’ 

বার্সেলোনা, আয়াক্স, লিভারপুল, আতলেতিকো মাদ্রিদ, এফসি গ্রোনিঙ্গেন, ক্লাব ন্যাসিওনাল—এই ছয় ক্লাবের হয়ে গেছেন সুয়ারেজ। ৭১৫ ম্যাচে করেছেন ৪৪৫ গোল, অ্যাসিস্ট করেছেন ২৪৩ গোলে। সবচেয়ে বেশি ম্যাচ খেলেছেন বার্সার হয়ে। বার্সার জার্সিতে ২৮৩ ম্যাচে করেছেন ১৯৫ গোল, অ্যাসিস্ট করেছেন ১১৩ গোলে। আতলেতিকোর হয়ে ৮৩ ম্যাচে ৩৪ গোল ও ৬ অ্যাসিস্ট রয়েছে। আর ন্যাসিওনালের হয়ে ২০ ম্যাচে ৮ গোল ও ৩ অ্যাসিস্ট করেছেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

পদোন্নতি দিয়ে ৬৫ হাজার সহকারী প্রধান শিক্ষক নিয়োগের পরিকল্পনা: ডিজি

দিনাজপুরে হিন্দু নেতাকে অপহরণ করে হত্যা: ভারত সরকার ও বিরোধী দল কংগ্রেসের উদ্বেগ

সমালোচনার মুখে জনপ্রশাসন মন্ত্রণালয়ের মুখপাত্রের নিয়োগ বাতিল

আজ থেকে ৫০০ টাকায় মিলবে ১০ এমবিপিএস গতির ইন্টারনেট

মির্জা ফখরুলের কাছে অভিযোগ, ১৬ দিনের মাথায় ঠাকুরগাঁও থানার ওসি বদলি

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত