এই বছরের জানুয়ারি থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তারপর তাঁর অধীনে ১০ ম্যাচ খেলে ৪টি করে জয় ও ড্র, দুটি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আজ তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে হার ৪ টিতে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা একদমই অচেনা।
এমন দুঃসময়ের মধ্যেও দল ও সমর্থকদের বিশ্বকাপের ফাইনাল খেলার বড় স্বপ্নের বার্তা দিয়েছিলেন দরিভাল। গত পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।’
ব্রাজিলের মাঠের পারফরম্যান্স অবশ্য ভিন্ন কথা বলছে, দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণী যেন দিলেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে গোলের জন্য ৯ শট নিতে পেরেছিল তারা, মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ফুটবলারদের মধ্যে সমন্বয়হীনতা ছিল ছিল স্পষ্ট।
এলোমেলো ব্রাজিলকে দেখে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের দিন বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে পর দিন হার, ব্রাজিল কোচকে নিয়ে চলছে ট্রলের বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দরিভালের একটি ছবি। প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাগআউট থেকে দুহাতের ছয়টি আঙুল তুলে কিছু বলছিলেন শিষ্যদের। টিভি স্ক্রিন থেকে দেখানো সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন ফেসবুক-টুইটারে।
ব্রাজিল ফরএভার নামের একটি ফেসবুক পেজ থেকে দরিভালের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসের নতুন ইশারা...। ব্রাজিল শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই উঠবে না, হেক্সা মিশনও কমপ্লিট করবে। জোকার একটা...।’
আরেকটি পেজ থেকে লেখা হয়, ‘কোচ দরিভাল জুনিয়র আবারও ইশারায় ৬ আঙুল তুলে বুঝিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপেই হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য এক ইশারায় যথেষ্ট।’ ব্রাজিল দলের অভিভাবক দরিভালকে উদ্দেশ্য করে সঙ্গে আরও জুড়ে দেওয়া হয় ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল কোট, ‘মুরুব্বি মুরুব্বি হুহু হু।’
আগামী অক্ট্রোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আট ম্যাচে চতুর্থ হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
এই বছরের জানুয়ারি থেকে ব্রাজিলের দায়িত্ব নিয়েছেন দরিভাল জুনিয়র। তারপর তাঁর অধীনে ১০ ম্যাচ খেলে ৪টি করে জয় ও ড্র, দুটি ম্যাচ হেরেছে সেলেসাওরা। ২০২৬ বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচ আজ তারা ১-০ গোলে হেরেছে প্যারাগুয়ের কাছে। বাছাইপর্বের শেষ পাঁচ ম্যাচে হার ৪ টিতে। পাঁচবারের বিশ্বকাপ চ্যাম্পিয়নরা একদমই অচেনা।
এমন দুঃসময়ের মধ্যেও দল ও সমর্থকদের বিশ্বকাপের ফাইনাল খেলার বড় স্বপ্নের বার্তা দিয়েছিলেন দরিভাল। গত পরশু সংবাদমাধ্যমকে বলেছেন, ‘আমার কোনো সংশয়ই নেই এটা নিয়ে। আপনি আশা করতে পারেন যে, আমরা আগামী বিশ্বকাপের ফাইনালে উঠব। এটির জন্য আমাকে দায়বদ্ধ রাখতে পারেন।’
ব্রাজিলের মাঠের পারফরম্যান্স অবশ্য ভিন্ন কথা বলছে, দুঃসময়ে সমর্থকদের সান্ত্বনার বাণী যেন দিলেন দরিভাল। প্যারাগুয়ের বিপক্ষে ৭১ শতাংশ বল নিজেদের পায়ে রেখেও কাঙ্ক্ষিত ফল পায়নি ব্রাজিল। পুরো ম্যাচে গোলের জন্য ৯ শট নিতে পেরেছিল তারা, মাত্র তিনটি ছিল লক্ষ্যে। ফুটবলারদের মধ্যে সমন্বয়হীনতা ছিল ছিল স্পষ্ট।
এলোমেলো ব্রাজিলকে দেখে সমর্থকেরা রীতিমতো ক্ষোভ প্রকাশ করছেন সামাজিক যোগাযোগমাধ্যমে। আগের দিন বিশ্বকাপের ফাইনাল খেলার স্বপ্ন দেখিয়ে পর দিন হার, ব্রাজিল কোচকে নিয়ে চলছে ট্রলের বন্যা।
সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে দরিভালের একটি ছবি। প্যারাগুয়ে-ব্রাজিল ম্যাচের দ্বিতীয়ার্ধের যোগ করা সময়ে ডাগআউট থেকে দুহাতের ছয়টি আঙুল তুলে কিছু বলছিলেন শিষ্যদের। টিভি স্ক্রিন থেকে দেখানো সেই দৃশ্যের স্ক্রিনশট নিয়ে নেটিজেনরা হাস্যরসে মেতেছেন ফেসবুক-টুইটারে।
ব্রাজিল ফরএভার নামের একটি ফেসবুক পেজ থেকে দরিভালের সেই ছবি পোস্ট করে ক্যাপশনে লেখা হয়েছে, ‘বসের নতুন ইশারা...। ব্রাজিল শুধু ২০২৬ বিশ্বকাপের ফাইনালেই উঠবে না, হেক্সা মিশনও কমপ্লিট করবে। জোকার একটা...।’
আরেকটি পেজ থেকে লেখা হয়, ‘কোচ দরিভাল জুনিয়র আবারও ইশারায় ৬ আঙুল তুলে বুঝিয়ে দিলেন, ২০২৬ বিশ্বকাপেই হেক্সা পূরণ করবেন তিনি। বুদ্ধিমানের জন্য এক ইশারায় যথেষ্ট।’ ব্রাজিল দলের অভিভাবক দরিভালকে উদ্দেশ্য করে সঙ্গে আরও জুড়ে দেওয়া হয় ট্রেন্ডিংয়ে থাকা ভাইরাল কোট, ‘মুরুব্বি মুরুব্বি হুহু হু।’
আগামী অক্ট্রোবরে চিলি ও পেরুর বিপক্ষে বিশ্বকাপে বাছাইয়ের দুটি ম্যাচ খেলবে ব্রাজিল। আট ম্যাচে চতুর্থ হারে ১০ পয়েন্ট নিয়ে চার নম্বর থেকে পাঁচে নেমে গেছে ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে পরের দুটি স্থানে আছে বলিভিয়া ও প্যারাগুয়ে। ১৮ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে আর্জেন্টিনা। তাদের হারিয়ে ব্যবধান কমিয়েছে কলম্বিয়া, ১৬ পয়েন্ট নিয়ে দুইয়ে তারা। ১৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে আছে টানা দুই ম্যাচে ড্র করা উরুগুয়ে।
দারুণ এক মৌসুম পার করছেন লামিন ইয়ামাল। নিজের পারফরম্যান্সের সঙ্গে দলকেও এনে দিচ্ছেন সাফল্য। রাতে তাঁর চোখ ধাঁধানো গোল ও অ্যাসিস্টে কাতালান ডার্বিতে স্টেডিয়ামে এস্পানিওলকে ২-০ গোলে হারিয়ে লা লিগার ২৮ তম শিরোপা ঘরে তুলল বার্সেলোনা। চলতি মৌসুমে এখন পর্যন্ত সব প্রতিযোগিতা মিলিয়ে ৫৩ ম্যাচে ১৭ গোল করার
৩ মিনিট আগেরুদ্ধশ্বাস প্রথম দুই ওয়ানডেতে একটি করে জয় পেয়েছে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দল। আজ সিরিজের শেষ ওয়ানডেতে অলিখিত ফাইনালে মাঠে নামছে দল দুটি। ফুটবলেও আজ গুরুত্বপূর্ণ ম্যাচে মাঠে নামছে চেলসি-অ্যাস্টন ভিলার মতো দলগুলো।
১ ঘণ্টা আগেখেলা হবে ৯০ মিনিট। অতিরিক্ত সময়টুকু আমলে নিলে প্রায় ১০০ মিনিটই বলা যায়। তবে বাফুফে প্রস্তুতি নিচ্ছে আটঘাট বেঁধে। শুধু একটি ম্যাচকে ঘিরে দেশের ফুটবলে এমন আয়োজনের পরিকল্পনা শেষ কবে দেখা গেছে, তা বলা মুশকিল।
১ ঘণ্টা আগেজিতলেই শিরোপা জয়ের উদ্যাপন করার সুযোগ, এস্পানিওলের বিপক্ষে মাঠে নামার আগেই সমীকরণটা বুঝে নিয়েছে বার্সেলোনা। কিন্তু প্রতিপক্ষের মাঠে প্রথমার্ধে ছন্নছাড়া ফুটবলই খেলেছে কাতালানরা। পায়নি কোনো গোলও। শিরোপার অপেক্ষা কি তাহলে বাড়ছে? সমর্থকদের মনে যখন মলিন ছায়া—তখনই ইয়ামালের চোখ ধাঁধানো গোল।
১ ঘণ্টা আগে