উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে কোনো গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। উল্টো চোট পেয়েছেন পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে গুরুতর ধাক্কায় নাক ফেটে রক্তও ঝরেছে তাঁর। সিআর সেভেনের রক্তাক্ত ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
প্রাগের সিনোবো স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে চোট পান রোনালদো। সতীর্থ দানিলো পেরেইরার বাতাসে ভাসানো বলে হেড দিতে গিয়ে চেক গোলরক্ষক টমাস ভাসলিকের পাঞ্চ লাগে পর্তুগিজ উইঙ্গারের নাকে। গুরুতর ধাক্কায় গোলরক্ষক কিছুটা আঘাত পেলেও রোনালদোর নাক ফেটে রক্ত ঝরে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুরো ম্যাচ খেলেছেন রোনালদো। তবে এই চোট কতটুকু গুরুতর তা জানা যায়নি।
রোনালদো চোট পাওয়ায় সামাজিক মাধ্যমে অনেকে সমবেদনা জানিয়েছেন। দুঃখের ইমোজি দিয়ে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘হায় ঈশ্বর। ক্রিস্টিয়ানো রোনালদো আহত হয়েছেন।
পর্তুগিজ ফরোয়ার্ডকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে আরেকজন লিখেছেন, ‘তিনি (রোনালদো) সত্যিকারের দেশপ্রেমিক। যেকোনো মূল্যে তিনি দলকে সেরাটা দিতে চান। সুস্থ হয়ে উঠুন কিংবদন্তি। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।’
চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে দেওয়ার ম্যাচে পতুর্গালের হয়ে জোড়া গোল করেছেন রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ দিয়াগো দালোত। একটি করে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস ও দিয়াগো জোতা। জালের দেখা না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন রোনালদো।
উয়েফা নেশনস লিগে চেক প্রজাতন্ত্রের বিপক্ষে ৪-০ গোলের বড় জয় পেয়েছে পর্তুগাল। ম্যাচে কোনো গোল করতে পারেননি ক্রিস্টিয়ানো রোনালদো। উল্টো চোট পেয়েছেন পর্তুগিজ তারকা। প্রতিপক্ষের গোলরক্ষকের সঙ্গে গুরুতর ধাক্কায় নাক ফেটে রক্তও ঝরেছে তাঁর। সিআর সেভেনের রক্তাক্ত ছবিটি দ্রুত ভাইরাল হয়ে যায় সামাজিক মাধ্যমে।
প্রাগের সিনোবো স্টেডিয়ামে ম্যাচের ১২তম মিনিটে চোট পান রোনালদো। সতীর্থ দানিলো পেরেইরার বাতাসে ভাসানো বলে হেড দিতে গিয়ে চেক গোলরক্ষক টমাস ভাসলিকের পাঞ্চ লাগে পর্তুগিজ উইঙ্গারের নাকে। গুরুতর ধাক্কায় গোলরক্ষক কিছুটা আঘাত পেলেও রোনালদোর নাক ফেটে রক্ত ঝরে। পরে প্রাথমিক চিকিৎসা নিয়ে পুরো ম্যাচ খেলেছেন রোনালদো। তবে এই চোট কতটুকু গুরুতর তা জানা যায়নি।
রোনালদো চোট পাওয়ায় সামাজিক মাধ্যমে অনেকে সমবেদনা জানিয়েছেন। দুঃখের ইমোজি দিয়ে এক সামাজিক মাধ্যম ব্যবহারকারী লিখেছেন, ‘হায় ঈশ্বর। ক্রিস্টিয়ানো রোনালদো আহত হয়েছেন।
পর্তুগিজ ফরোয়ার্ডকে দেশপ্রেমিক আখ্যা দিয়ে আরেকজন লিখেছেন, ‘তিনি (রোনালদো) সত্যিকারের দেশপ্রেমিক। যেকোনো মূল্যে তিনি দলকে সেরাটা দিতে চান। সুস্থ হয়ে উঠুন কিংবদন্তি। অনেক ভালোবাসা এবং শ্রদ্ধা।’
চেক প্রজাতন্ত্রকে উড়িয়ে দেওয়ার ম্যাচে পতুর্গালের হয়ে জোড়া গোল করেছেন রোনালদোর ম্যানচেস্টার ইউনাইটেড সতীর্থ দিয়াগো দালোত। একটি করে গোল করেছেন ব্রুনো ফার্নান্দেস ও দিয়াগো জোতা। জালের দেখা না পেলেও একটি গোলে অ্যাসিস্ট করেছেন রোনালদো।
নিষেধাজ্ঞা আগেই পেয়েছিলেন বসুন্ধরা কিংসের ডিফেন্ডার সাদ উদ্দিন। একইসঙ্গে কারণ দর্শানো নোটিশও পান তিনি। নোটিশের জবাব পাওয়ার পর তাঁকে ৬ মাস নিষিদ্ধ করেছে বাফুফের শৃঙ্খলা কমিটি।
৭ ঘণ্টা আগেভারত ম্যাচের আগ দিয়ে উন্মোচন হয়েছিল বাংলাদেশে অ্যাওয়ে জার্সি। আগামী ১০ জুন এএফসি এশিয়ান কাপ বাছাইয়ে সিঙ্গাপুরের বিপক্ষে লড়বে বাংলাদেশ। ম্যাচটি হবে ঢাকার জাতীয় স্টেডিয়ামে। তাই হোম জার্সি কেমন হবে সেটাই ছিল দেখার অপেক্ষা। আজ নিজেদের অফিসিয়াল ফেসবুক পেজে সাদা রংয়ের হোম জার্সি উন্মোচন করল বাফুফের...
৯ ঘণ্টা আগেআরামবাগ ক্রীড়া সংঘের নামের পাশে লেপ্টে আছে। ম্যাচ পাতানোর দায়ে ২০২১ সালে দুই বছর নিষিদ্ধ হয়েছিল ক্লাবটি। যদিও সেই নিষেধাজ্ঞার মেয়াদ কমে আসে এক বছরে। কিন্তু ফুটবলে ফিরতে গত বছর পর্যন্ত অপেক্ষা। সিনিয়র ডিভিশন লিগ ও চ্যাম্পিয়নশিপ লিগ মারিয়ে এসে চার বছর পর প্রিমিয়ার লিগের দরজা খুলল তারা।
১০ ঘণ্টা আগেজাতীয় দলের নতুন পেস বোলিং কোচ শন টেইটকে ঘিরে আশাবাদী তাসকিন আহমেদ। অস্ট্রেলিয়ার সাবেক এই পেসারকে পেস বোলিং কোচ হিসেবে পাওয়াটাকে ইতিবাচক দৃষ্টিতেই দেখছেন তিনি। মিরপুরে আজ নিজের পুনর্বাসন সেশন শেষে সংবাদমাধ্যমকে তাসকিন বলেন, ‘আশা করছি টেইট আসায় ভালো কিছু হবে।
১২ ঘণ্টা আগে