ঢাকা: ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রোনালদোরা! গতকাল রাতের এ জয়ে টেবিলের চারেও ওঠে এসেছিল জুভেন্টাস। তবে এ আনন্দ খুব বেশি স্থায়ী হলো না তুরিনের বুড়িদের। আজ ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলির ২-০ গোলের জয়ে আবার পাঁচে নেমে গেছে জুভরা।
ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকতে এখন ‘যদি’ ‘কিন্তু’ ভরসা ইতালির সফলতম দলটির! লিগে নিজেদের শেষ ম্যাচে ২৩ মে বোলোনিয়ার বিপক্ষে জিতলেও তাই কাজ হচ্ছে না জুভেন্টাসের। তাকিয়ে থাকতে হবে এসি মিলানের শেষ দুই ম্যাচ ও নাপোলির শেষ ম্যাচের দিকে।
লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও মিটিমিটি জ্বলছিল। টিকে থাকার পথে চ্যাম্পিয়ন ইন্টারের বাধা ভালোভাবেই উতরে গিয়েছিল তারা। টেবিলের পাঁচে থাকা নাপোলির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছিল জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচে ছিল নাপোলি। তবে ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলি জেতায় জুভরা নেমে গেছে পাঁচে। ৭৬ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে নাপোলি।
জুভেন্টাসের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। শেষ দুই ম্যাচে এসি মিলানের প্রতিপক্ষ কালিয়ারি ও ফিওরেন্তিনা। নাপোলি খেলবে ভেরোনার বিপক্ষে।
ঢাকা: ইন্টার মিলানের বিপক্ষে নাটকীয় জয়ে চ্যাম্পিয়নস লিগের স্বপ্ন বাঁচিয়ে রেখেছে রোনালদোরা! গতকাল রাতের এ জয়ে টেবিলের চারেও ওঠে এসেছিল জুভেন্টাস। তবে এ আনন্দ খুব বেশি স্থায়ী হলো না তুরিনের বুড়িদের। আজ ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলির ২-০ গোলের জয়ে আবার পাঁচে নেমে গেছে জুভরা।
ইউরোপ সেরার লড়াইয়ে টিকে থাকতে এখন ‘যদি’ ‘কিন্তু’ ভরসা ইতালির সফলতম দলটির! লিগে নিজেদের শেষ ম্যাচে ২৩ মে বোলোনিয়ার বিপক্ষে জিতলেও তাই কাজ হচ্ছে না জুভেন্টাসের। তাকিয়ে থাকতে হবে এসি মিলানের শেষ দুই ম্যাচ ও নাপোলির শেষ ম্যাচের দিকে।
লিগ শিরোপা আগেই হাতছাড়া হয়েছে জুভেন্টাসের। চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও মিটিমিটি জ্বলছিল। টিকে থাকার পথে চ্যাম্পিয়ন ইন্টারের বাধা ভালোভাবেই উতরে গিয়েছিল তারা। টেবিলের পাঁচে থাকা নাপোলির চেয়ে এক ম্যাচ বেশি খেলে ৭৫ পয়েন্ট নিয়ে চারে উঠে এসেছিল জুভেন্টাস। এক ম্যাচ কম খেলে ৭৩ পয়েন্ট নিয়ে পাঁচে ছিল নাপোলি। তবে ফিওরেন্তিনার বিপক্ষে নাপোলি জেতায় জুভরা নেমে গেছে পাঁচে। ৭৬ পয়েন্ট নিয়ে তিনে ওঠে এসেছে নাপোলি।
জুভেন্টাসের চেয়ে এক ম্যাচ কম খেলে সমান ৭৫ পয়েন্ট নিয়ে তিনে আছে এসি মিলান। শেষ দুই ম্যাচে এসি মিলানের প্রতিপক্ষ কালিয়ারি ও ফিওরেন্তিনা। নাপোলি খেলবে ভেরোনার বিপক্ষে।
জাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
২ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৩ ঘণ্টা আগেবেশ নাটকীয়তার পর এশিয়া কাপের সূচি চূড়ান্ত হয়। তবে এই টুর্নামেন্ট নিয়ে এখনো শেষ হয়নি জটিলতা। এবার খেলা সম্প্রচার নিয়ে পাকিস্তানের ওপর চাপ তৈরি হয়েছে। পাকিস্তান ক্রিকেট বোর্ডের ওপর চাপ তৈরি করেছে প্রতিযোগিতার সম্প্রচারকারী সংস্থা সনি স্পোর্টস নেটওয়ার্ক। এশিয়া কাপ সম্প্রচার করবে চ্যানেলটি।
৫ ঘণ্টা আগেইন্টার মায়ামির সঙ্গে লিওনেল মেসির চুক্তিটা এই বছরের ডিসেম্বর পর্যন্ত। গুঞ্জন আছে, ২০২৮ পর্যন্ত নতুন চুক্তি করবেন তিনি। আবার এটাও শোনা যাচ্ছে নতুন ক্লাবে যেতে পারেন আর্জেন্টাইন এই ফরোয়ার্ড। তবে মায়ামি কোচ হাভিয়ের মাসচেরানো প্রত্যাশা মেসি কোথাও যাবেন না।
৬ ঘণ্টা আগে