অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।
অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।
৯ সেপ্টেম্বর সংযুক্ত আরব আমিরাতে শুরু হবে এশিয়া কাপ। টি-টোয়েন্টি সংস্করণের এই এশিয়া কাপের ম্যাচের সূচিও ঘোষণা করেছে এশিয়ান ক্রিকেট কাউন্সিল (এসিসি)। তবে ম্যাচ গুলোর ভেন্যু এত দিন ঘোষণা করেনি এসিসি। এশীয় ক্রিকেটের নিয়ন্ত্রক সংস্থা এবার জানিয়ে দিল সব ম্যাচের ভেন্যুও। আবুধাবি ও দুবাইয়ে সব টুর্নামেন্টের
৩ ঘণ্টা আগেছুটি পেলেই বাড়ি ফিরেই ছুটে যান মাঠে। সেখানে আসিফের অপেক্ষায় থাকে গ্রামের এক ঝাঁক কিশোর ফুটবলার। অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়ন দলের অধিনায়ক আশরাফুল হক আসিফ এখন তাঁদের স্বপ্নের ও অনুপ্রেরণার নাম। ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার দত্তপাড়া গ্রামে বেড়ে ওঠা আসিফের। ২০২৪ সালে তাঁর নেতৃত্বেই বাংলাদেশ অনূর্ধ্ব-২০
৩ ঘণ্টা আগেজাতীয় দলের সাবেক ব্যাটার মোহাম্মদ আশরাফুলকে আসন্ন এনসিএল টি-টোয়েন্টি টুর্নামেন্টের জন্য বরিশাল বিভাগের প্রধান কোচ হিসেবে নিয়োগ দিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।
৬ ঘণ্টা আগেআবাহনী লিমিটেডের ঘরের ছেলে হয়ে উঠেছিলেন মোহাম্মদ হৃদয়। পেশাদার লিগে তাঁর শুরুটা ধানমন্ডির ক্লাবটির হয়ে। টানা ৭ মৌসুম আকাশী-নীল জার্সিতে খেলে এবার তিনি পাড়ি দিয়েছেন বসুন্ধরা কিংসে।
৭ ঘণ্টা আগে