ক্রীড়া ডেস্ক
অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।
অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।
বিপিএলের গ্রুপ পর্বের খেলা শেষে চূড়ান্ত হয়ে গেছে প্লে-অফের লাইনআপ। প্রথম কোয়ালিফায়ারে লিগ টেবিলের শীর্ষে থাকা ফরচুন বরিশালের বিপক্ষে খেলবে লিগ টেবিলের দুয়ে থাকা চিটাগং কিংস। আর লিগ টেবিলের ৩ ও ৪ নম্বরে থাকা রংপুর রাইডার্স ও খুলনা টাইগার্স খেলবে এলিমিনেটরে। আগামীকালই দিনে এলিমিনেটর ও রাতে প্রথম কোয়াল
৩ ঘণ্টা আগেশেষ দিকে চলে এসেছে বিপিএল। শেষ চারের লড়াই শুরু হচ্ছে আগামীকাল। এবারের বিপিএলে খেলার চেয়ে ‘ধুলা’ এত বেশি উড়ছে, মাঠে ভালো পারফরম্যান্সেও হারিয়ে যাওয়ার উপক্রম। মহা বিতর্কিত বিপিএলের মাধ্যমে দেশের যে ভাবমূর্তি নষ্ট হয়েছে, সেটির দায় স্বীকার করে নিয়েছেন ক্রীড়া উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া ও বিসিবি সভা
৪ ঘণ্টা আগেবিপিএলের প্লে-অফের একটি জায়গা নিয়ে লড়াই চলছিল দুর্বার রাজশাহী ও খুলনা টাইগার্সের সঙ্গে। তবে বাঁচা-মরার লড়াইয়ে লিগ পর্বে নিজেদের শেষ ম্যাচে ঢাকা ক্যাপিটালসকে উড়িয়ে প্লে-অফের শেষ টিকিটটা নিশ্চিত করল খুলনাই। মহা গুরুত্বপূর্ণ ম্যাচে আজ মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে মেহেদী হাসান মিরাজের অলরাউন্ড পারফরম্যান
৯ ঘণ্টা আগেদ্বিতীয় দিনের খেলা শেষেই পরাজয় চোখ রাঙাচ্ছিল শ্রীলঙ্কাকে। বৃষ্টি-আশীর্বাদে তৃতীয় দিন ম্যাচের মীমাংসা না হলেও আজ ইনিংস এবং ২৪২ রানে হেরেছে শ্রীলঙ্কা। দেশটির টেস্ট ইতিহাসে ইনিংস ব্যবধানে এটাই সবচেয়ে বড় হার। আর শ্রীলঙ্কার বিপক্ষে এটাই সবচেয়ে বড় জয় অস্ট্রেলিয়ার।
৯ ঘণ্টা আগে