অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।
অনুমান করতে পারেন, একটা ঘড়ির দাম হতে পারে ১ কোটি ২৩ লাখ ৫৮ হাজার টাকা! রোনালদো নামে এমন দামিই ঘড়ি বাজারে নিয়ে এসেছে আমেরিকার বিশ্বখ্যাত জুয়েলারি ও হাত ঘড়ি নির্মাতা প্রতিষ্ঠান জ্যাকব অ্যান্ড কো।
সম্প্রতি সৌদি আরবের রিয়াদের আকারিয়া প্লাজায় জ্যাকব অ্যান্ড কো কোম্পানি তাদের শো রুম খুলেছে। সেই শো রুমের উদ্বোধণী অনুষ্ঠানে গিয়েছিলেন সৌদি ক্লাব আল নাসরের তারকা স্ট্রাইকার ক্রিস্টিয়ানো রোনালদো। ওই শো রুমে পর্তুগিজ তারকার উপস্থিতিটাকে স্মরণীয় করে রাখতে ৯২ হাজার পাউন্ডের বিশেষ ডিজাইনের এই ঘড়িতে বাজারে নিয়ে আসা।
আল নাসর তারকার কথা মাথায় রেখেই তৈরি করা হয়েছে এই ঘড়ির ডিজাইন। সবুজ রঙের ডায়ালে বসানো আছে ২৬টি সাদা রঙের ডায়মন্ড। আর আছে রোনালদোর সেই চিরচেনা ``সিউউ'' উৎযাপন। আছে সিআরসেভেন লোগোও।
শুধু রোনালদোর জন্যই এই ঘড়ি নয়, আগ্রহী যে কেউই গাটের টাকা খরচ করে কিনতে পারবেন এটি। রোনালদো থিমের এই ঘড়ির চারটি সংস্করণ বাজারে আনছে জ্যাকব অ্যান্ড কো। সবচেয়ে দামিটির দাম পড়বে ১ লক্ষ ১৫ হাজার পাউন্ড! টাকায় অর্থের অঙ্কটা প্রায় কোটি ৫৪ লাখ!
জ্যাকব অ্যান্ড কো-এর সঙ্গে প্রায় দুই দশকের সম্পর্ক রোনালদো। কোম্পানিটির শুভেচ্ছাদ্যূতও তিনি। ক্লাব ফুটবলে তার ঠিকানা যখন সৌদি, আর সেই দেশেই যখন রোনালদো উদ্বোধন করছেন অ্যান্ড কো-এর শাখা, তো পর্তুগিজ তারকার এমন উপহারই প্রাপ্য।
ক্রিকেটে জিম্বাবুয়ে পার করছে দুঃসময়। কিন্তু প্রতিপক্ষ বাংলাদেশ হলে তারাও যেন হালে পানি পায়। সিলেট টেস্টে প্রথম দুই দিনই দাপট দেখিয়েছে জিম্বাবুয়ে। প্রথম ইনিংসে লিড নেয় তারা ৮২ রানের। দ্বিতীয় দিন শেষে ৫৭ রানে ১ উইকেট বাংলাদেশের।
৩ মিনিট আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষে কিছুটা স্বস্তি বাংলাদেশ শিবিরে। যদিও এখনো পিছিয়ে আছে ২৫ রানে। ৮২ রানের লিড মাথায় নিয়ে দ্বিতীয় ইনিংসের শুরুতেই মাত্র ১৩ রানে কাটা পড়েছেন ওপেনার সাদমান ইসলাম। তবে দিন শেষে মাহমুদুল হাসান জয় ও মুমিনুল হকের ব্যাটে অপরাজিত ৪৪ রানের জুটিতে স্বপ্ন দেখছে বাংলাদেশ দল।
১ ঘণ্টা আগেটেস্টে প্রথম দিনটা বেশ গুরুত্বপূর্ণ। সিলেট টেস্টে প্রথম দিনটাই ভালো যায়নি বাংলাদেশের। ফলে আজ দ্বিতীয় দিনও তারা শেষ করেছে পিছিয়ে থেকে। তবে মেহেদী হাসান মিরাজের দুর্দান্ত ঘূর্ণি জাদু ও শেষ বিকেলে মাহমুদুল হাসান জয়-মুমিনুল হকের ব্যাটিংয়ে ঘুরে দাঁড়ানোর আশা দেখছে স্বাগতিকেরা।
২ ঘণ্টা আগেসিলেট টেস্টে দ্বিতীয় দিন শেষ বিকেলে ব্যাটিংয়ে নেমে ১ উইকেট হারিয়ে ৫৭ রান তুলেছে বাংলাদেশ। ২৫ রানে পিছিয়ে থেকে কাল আবারও ব্যাটিংয়ে নামবে স্বাগতিকেরা। মুমিনুল হক ১৫ ও মাহমুদুল হাসান জয় ২৮ রানে অপরাজিত আছেন। দ্বিতীয় ইনিংসেও ওপেনিং জুটি বড় হয়নি বাংলাদেশের। ইনিংসের চতুর্থ ওভারে দলীয় ১৩ রানে ফেরেন সাদমান
৩ ঘণ্টা আগে