Ajker Patrika

৩৬ কোটি টাকা জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার

আপডেট : ১১ এপ্রিল ২০২৪, ১৫: ০২
৩৬ কোটি টাকা জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার

বড় অঙ্কের অর্থ জরিমানার হাত থেকে বাঁচলেন নেইমার। ব্রাজিলের এক আদালত জানিয়ে দিয়েছেন, পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়া নিজের বিল্ডিংয়ে হ্রদ নির্মাণের জন্য ৩ মিলিয়ন ডলারের যে শাস্তি ধার্য করা হয়েছে আল হিলাল তারকার ওপর, সেটি দিতে হবে না। 

গত বছর পরিবেশবিষয়ক ছাড়পত্র ছাড়াই রিও ডি জেনিরোর উপকণ্ঠে নিজের অট্টালিকায় একটি হ্রদ নির্মাণ করছিলেন নেইমার। তার জন্য মাঙ্গারাতিবা শহর কাউন্সিল চারটি শাস্তি মিলিয়ে মোট ৩.৩ মিলিয়ন ডলার (প্রায় ৩৬ কোটি টাকা) আর্থিক জরিমানা করেন তাঁকে। 

তবে রাজ্যের পরিবেশ অধিদপ্তর কর্তৃপক্ষ আইএনইএর বরাতে বিচারক আদ্রিয়ানা রামোস দে মেলো জানিয়ে দিয়েছেন, এই প্রজেক্টের জন্য পরিবেশবিষয়ক বিশেষ কোনো অনুমতির দরকার নেই। 

রিও ডি জেনিরোর বাইরে, অর্থাৎ ১৩০ কিলোমিটার দূরে পর্যটন শহর হিসেবে পরিচিত মাঙ্গারাতিবায় খেলোয়াড়দের বাসভবনে এই কৃত্রিম হ্রদ করছেন নেইমার। এর জন্য পরিবেশ লংঘনের অভিযোগ এনে শাস্তি হিসেবে ৩.৩ মিলিয়ন ডলার জরিমানা করে শহরটির কাউন্সিল।

নেইমার মাঙ্গারাতিবায় বাসভবনটি কেনেন ২০১৬ সালে। ব্রাজিলের বেশ কয়েকটি মিডিয়ার বরাতে এএফপি জানিয়েছে, এখানে হেলিপোর্ট, স্পা ও জিমনেশিয়াম রয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

শিক্ষার্থীদের ‘কোটি কোটি টাকা হাতিয়ে’ সপরিবারে পালিয়েছেন বিএসবির বাশার

ভারত-পাকিস্তান যুদ্ধ: পাকিস্তানে নিহত বেড়ে ২৬, আহত ৪৬

সীমান্তে সাদা পতাকা উড়িয়ে আত্মসমর্পণের ইঙ্গিত দিয়েছে ভারত: পাকিস্তানের তথ্যমন্ত্রী

এনসিপি নেতা সারওয়ার তুষারের বিরুদ্ধে যৌন নিপীড়নের অভিযোগের নিষ্পত্তি হয়নি: শহিদুল আলম

পাকিস্তানে হামলায় ‘লোইটারিং মিউনিশনস’ ব্যবহারের দাবি ভারতের, এটি কীভাবে কাজ করে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত