মাঠে হাউমাউ করে কাঁদছেন সং হিউ-মিন। ফোন হাতে গ্যালারিতে কাঁদছেন এক দক্ষিণ কোরিয়ান সমর্থক। ১২ বছর পর নকআউটে যাওয়ার আনন্দাশ্রু বুঝি এমনই হয়!
রাশিয়া বিশ্বকাপে জার্মানিকে হারিয়েও শেষ ষোলোতে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। গত তিন আসরে ভালো খেলেও বারবার হাতছাড়া হচ্ছিল নক-আউটের টিকিট। এডুকেশন সিটি স্টেডিয়ামে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েও ছিল দুশ্চিন্তা, ভাগ্য ঝুলে ছিল উরুগুয়ে-ঘানা ম্যাচের ফলের অপেক্ষায়।
খেলা শেষ করেই হাতে স্মার্টফোন নিয়ে উরুগুয়ে-ঘানার ম্যাচ দেখতে বসে গেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলাররা। কোরিয়ানদের প্রার্থনা ছিল শুধু একটাই, কিছুতেই যেন শেষ সময়ে আরেকটি গোল করতে না পারে উরুগুয়ে। তাদের সেই প্রার্থনা বিফলে যায়নি। জিতেও হলুদ কার্ডের আক্ষেপে বিদায় ঘটে গেল উরুগুয়ের। অস্ট্রেলিয়া, জাপানের পর তৃতীয় এশিয়ান দেশ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল কোরিয়া।
বিশ্বকাপে টিকে থাকতে হলে পর্তুগালের বিপক্ষে জিততেই হতো দক্ষিণ কোরিয়াকে। পাশাপাশি অপেক্ষায় থাকতে হতো উরুগুয়ে-ঘানা ম্যাচের দিকেও। ঘানার জালে উরুগুয়ে প্রথমার্ধেই ২ গোল দেওয়ায় সমীকরণটা জটিল হয়ে দাঁড়িয়েছিল কোরিয়ানদের সামনে। সব সমীকরণ সোজা করে অতিরিক্ত সময়ে হোয়াং হি-চানের গোল। তাঁর গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কোরিয়া। ঘানাকে ২-০ গোলে হারিয়ে কোরিয়ার সমান পয়েন্ট আর গোল নিয়েও হলুদ কার্ড বেশি থাকায় বাদ পড়ল উরুগুয়ে। ৭ পয়েন্টে ‘এইচ’ গ্রুপের সেরা পর্তুগাল, ৪ পয়েন্টে রানার্সআপ কোরিয়া। উরুগুয়ের গোল-পয়েন্টও সমান ছিল। কিন্তু সব ব্যবধান গড়ে দিল হলুদ কার্ড।
অথচ ম্যাচটা পিছিয়ে পড়েই শুরু করেছিল কোরিয়া। ৫ মিনিটে ডান প্রান্ত থেকে দিয়েগো দালোতের কাট ব্যাকে জটলার ভেতর থেকে রিকার্দো হোর্তার ভলিতে বল খুঁজে পায় জাল। পর্তুগালের হয়ে বিশ্বকাপের অভিষেক ম্যাচে তৃতীয় ফুটবলার হলেন হোর্তা। এই কাতার বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে গোল করেছেন হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও।
১৭ মিনিটে বল জালে জড়িয়েছিল কোরিয়াও। কাতার বিশ্বকাপে স্ট্রাইকারদের আতঙ্ক সেই অফসাইডে কাটা পড়ে কোরিয়ার গোল। তবে ১০ মিনিট পরই সেই আক্ষেপ মিটিয়ে দেন কিম ইয়ং-গোয়ান। ২৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্রিস্টিয়ানো রোনালদোর মাথায় লেগে দিক পাল্টালে ফাঁকায় বল পেয়ে যান কোরিয়ান ডিফেন্ডার। সুযোগটা নষ্ট করেননি গোয়ান। দারুণ এক ভলিতে ম্যাচে ফেরান সমতা।
গোলরক্ষক কিম সেউং গিয়ু বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধানটা আরও বড় হতো পর্তুগালের। রোনালদো তাঁর দায়মুক্তির সুযোগ পেয়েছিলেন ২৯ মিনিটে। কিন্তু কোরিয়ান গোলরক্ষক কিম সেউং গিয়ুকে একা পেয়েও বল মেরেছেন তার গায়েই। ৩৩ মিনিটে দিয়েগো দালোতের শটও দারুণ দক্ষতায় ফেরান কিম সেউং গিয়ু। ৪২ মিনিটেও ভিতিনিয়াও শটে হার মানাতে পারেননি কোরিয়ান গোলরক্ষককে।
পরের অর্ধে ম্যাচ থেকে যখন ক্রমেই ছিটকে যাচ্ছিল কোরিয়া, তখনই অতিরিক্ত সময়ে কোরিয়ানদের আনন্দের উল্লাসে ভাসান বদলি মিডফিল্ডার হোয়াং হি-চান। পর্তুগিজ দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল বাড়ান সং হিউ-মিন। সুযোগটা নষ্ট করেননি হি-চান, পর্তুগিজ গোলরক্ষককে হারিয়ে বল জড়িয়ে দেন জালে।
মাঠে হাউমাউ করে কাঁদছেন সং হিউ-মিন। ফোন হাতে গ্যালারিতে কাঁদছেন এক দক্ষিণ কোরিয়ান সমর্থক। ১২ বছর পর নকআউটে যাওয়ার আনন্দাশ্রু বুঝি এমনই হয়!
রাশিয়া বিশ্বকাপে জার্মানিকে হারিয়েও শেষ ষোলোতে উঠতে পারেনি দক্ষিণ কোরিয়া। গত তিন আসরে ভালো খেলেও বারবার হাতছাড়া হচ্ছিল নক-আউটের টিকিট। এডুকেশন সিটি স্টেডিয়ামে পর্তুগালকে ২-১ গোলে হারিয়েও ছিল দুশ্চিন্তা, ভাগ্য ঝুলে ছিল উরুগুয়ে-ঘানা ম্যাচের ফলের অপেক্ষায়।
খেলা শেষ করেই হাতে স্মার্টফোন নিয়ে উরুগুয়ে-ঘানার ম্যাচ দেখতে বসে গেলেন দক্ষিণ কোরিয়ান ফুটবলাররা। কোরিয়ানদের প্রার্থনা ছিল শুধু একটাই, কিছুতেই যেন শেষ সময়ে আরেকটি গোল করতে না পারে উরুগুয়ে। তাদের সেই প্রার্থনা বিফলে যায়নি। জিতেও হলুদ কার্ডের আক্ষেপে বিদায় ঘটে গেল উরুগুয়ের। অস্ট্রেলিয়া, জাপানের পর তৃতীয় এশিয়ান দেশ হিসেবে দ্বিতীয় রাউন্ডে উঠে গেল কোরিয়া।
বিশ্বকাপে টিকে থাকতে হলে পর্তুগালের বিপক্ষে জিততেই হতো দক্ষিণ কোরিয়াকে। পাশাপাশি অপেক্ষায় থাকতে হতো উরুগুয়ে-ঘানা ম্যাচের দিকেও। ঘানার জালে উরুগুয়ে প্রথমার্ধেই ২ গোল দেওয়ায় সমীকরণটা জটিল হয়ে দাঁড়িয়েছিল কোরিয়ানদের সামনে। সব সমীকরণ সোজা করে অতিরিক্ত সময়ে হোয়াং হি-চানের গোল। তাঁর গোলে পর্তুগালকে ২-১ গোলে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে কোরিয়া। ঘানাকে ২-০ গোলে হারিয়ে কোরিয়ার সমান পয়েন্ট আর গোল নিয়েও হলুদ কার্ড বেশি থাকায় বাদ পড়ল উরুগুয়ে। ৭ পয়েন্টে ‘এইচ’ গ্রুপের সেরা পর্তুগাল, ৪ পয়েন্টে রানার্সআপ কোরিয়া। উরুগুয়ের গোল-পয়েন্টও সমান ছিল। কিন্তু সব ব্যবধান গড়ে দিল হলুদ কার্ড।
অথচ ম্যাচটা পিছিয়ে পড়েই শুরু করেছিল কোরিয়া। ৫ মিনিটে ডান প্রান্ত থেকে দিয়েগো দালোতের কাট ব্যাকে জটলার ভেতর থেকে রিকার্দো হোর্তার ভলিতে বল খুঁজে পায় জাল। পর্তুগালের হয়ে বিশ্বকাপের অভিষেক ম্যাচে তৃতীয় ফুটবলার হলেন হোর্তা। এই কাতার বিশ্বকাপেই নিজেদের প্রথম ম্যাচে গোল করেছেন হোয়াও ফেলিক্স ও রাফায়েল লিয়াও।
১৭ মিনিটে বল জালে জড়িয়েছিল কোরিয়াও। কাতার বিশ্বকাপে স্ট্রাইকারদের আতঙ্ক সেই অফসাইডে কাটা পড়ে কোরিয়ার গোল। তবে ১০ মিনিট পরই সেই আক্ষেপ মিটিয়ে দেন কিম ইয়ং-গোয়ান। ২৭ মিনিটে কর্নার থেকে উড়ে আসা বল ক্রিস্টিয়ানো রোনালদোর মাথায় লেগে দিক পাল্টালে ফাঁকায় বল পেয়ে যান কোরিয়ান ডিফেন্ডার। সুযোগটা নষ্ট করেননি গোয়ান। দারুণ এক ভলিতে ম্যাচে ফেরান সমতা।
গোলরক্ষক কিম সেউং গিয়ু বাধা হয়ে না দাঁড়ালে ব্যবধানটা আরও বড় হতো পর্তুগালের। রোনালদো তাঁর দায়মুক্তির সুযোগ পেয়েছিলেন ২৯ মিনিটে। কিন্তু কোরিয়ান গোলরক্ষক কিম সেউং গিয়ুকে একা পেয়েও বল মেরেছেন তার গায়েই। ৩৩ মিনিটে দিয়েগো দালোতের শটও দারুণ দক্ষতায় ফেরান কিম সেউং গিয়ু। ৪২ মিনিটেও ভিতিনিয়াও শটে হার মানাতে পারেননি কোরিয়ান গোলরক্ষককে।
পরের অর্ধে ম্যাচ থেকে যখন ক্রমেই ছিটকে যাচ্ছিল কোরিয়া, তখনই অতিরিক্ত সময়ে কোরিয়ানদের আনন্দের উল্লাসে ভাসান বদলি মিডফিল্ডার হোয়াং হি-চান। পর্তুগিজ দুই ডিফেন্ডারের পায়ের ফাঁক দিয়ে বল বাড়ান সং হিউ-মিন। সুযোগটা নষ্ট করেননি হি-চান, পর্তুগিজ গোলরক্ষককে হারিয়ে বল জড়িয়ে দেন জালে।
অস্ট্রেলিয়ার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ শুরুর আগেই আন্দ্রে রাসেল জানিয়েছিলেন, সিরিজের প্রথম দুই টি-টোয়েন্টি ম্যাচই তাঁর আন্তর্জাতিক ক্রিকেটে শেষ ম্যাচ। জ্যামাইকায় বাংলাদেশ সময় আজ সকালে তাঁর বিদায়বেলায় গার্ড অব অনার দেন ওয়েস্ট ইন্ডিজ-অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা।
৩৩ মিনিট আগেভারতের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে ইংল্যান্ড। চতুর্থ টেস্টে জিতলেই এক ম্যাচ আগেই সিরিজ জিতবে ইংল্যান্ড। ম্যানচেস্টারে আজ বাংলাদেশ সময় বিকেল ৪টায় শুরু হবে ভারত-ইংল্যান্ড সিরিজের চতুর্থ টেস্ট। এদিকে ম্যাক্স সিক্সটি ক্যারিবিয়ানের ম্যাচও রয়েছে। এক নজরে দেখে নিন টিভিতে...
১ ঘণ্টা আগেহারানো ছন্দ যেন ফিরে পেয়েছেন মোস্তাফিজুর রহমান। শ্রীলঙ্কার বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ থেকে শুরু। লঙ্কা সফরের দুর্দান্ত পারফরম্যান্সের রেশটা টেনে এনেছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজেও। তাঁর স্লোয়ার-কাটারে ব্যাটাররা রীতিমতো খেই হারিয়ে ফেলছেন।
১ ঘণ্টা আগেশামীম হোসেন পাটোয়ারী ক্যাচ ধরার পর বাংলাদেশের ক্রিকেটারদের উদযাপন শুরু। অন্যদিকে আহমেদ দানিয়াল হতাশায় ব্যাটটা রাখলেন নিজের হেলমেটের ওপর। সিরিজে সমতায় ফেরার এত কাছাকাছি গিয়েও পারল না পাকিস্তান। টি-টোয়েন্টি সিরিজ হারের পর পাকিস্তানকে ধুয়ে দিয়েছেন রমিজ রাজা।
২ ঘণ্টা আগে