Ajker Patrika

এভাবেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলেন ক্যানসারজয়ী হলার

এভাবেই চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্ন দেখছিলেন ক্যানসারজয়ী হলার

ফুটবল খেলা তো দূরে থাক, ২ বছর আগে সেবাস্তিয়ান হলারের বেঁচে থাকাটাই পড়ে গিয়েছিল অনিশ্চয়তার মধ্যে। ২০২২ এর জুলাইয়ে ক্যানসারে আক্রান্ত হয়েছিলেন। দেড় বছর পর সেই হলারই আইভরি কোস্টকে পাইয়ে দিলেন শিরোপা জয়ের স্বাদ। 

এবারের আফ্রিকা কাপ অব নেশনসে হলার খেলেছেন ৪ ম্যাচ। করেছেন ২ গোল। তবে পরিসংখ্যান দেখে সব সময় যে পুরোটা বোঝা যায় না। যে দুই গোল করেছেন, সেই দুটির অনেক তাৎপর্য রয়েছে। সেমিফাইনালে ডিআর কঙ্গোকে ১-০ গোলে হারিয়ে ফাইনালে উঠেছিল আইভরি কোস্ট। সেই ম্যাচের একমাত্র গোল ৬৫ মিনিটের সময় করেন হলার। আবিদজানের এমিম্পে অলিম্পিক স্টেডিয়ামে গতকাল আইভরি কোস্ট-নাইজেরিয়া ফাইনাল ম্যাচেও লড়াই হয়েছে সমানে সমানে। ৩৮ মিনিটে উইলিয়াম ট্রুস্ট একোংয়ের গোলে এগিয়ে যায় নাইজেরিয়া। এরপর দ্বিতীয়ার্ধে ৬৩ মিনিটে সমতাসূচক গোল করেন আইভরি কোস্টের মিডফিল্ডার ফ্রাংক কেসি। ম্যাচের জয়সূচক গোল ৮১ মিনিটে করেন হলার। নাইজেরিয়াকে ২-১ গোলে হারিয়ে ২০২৪ আফ্রিকা কাপ অব নেশনস চ্যাম্পিয়ন হয় আইভোরি কোস্ট। 

এবারের আফ্রিকা কাপ অব নেশনস আইভোরি কোস্টের তৃতীয় শিরোপা। এর আগে সর্বশেষ ২০১৫ সালে এই টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছিল আইভোরি কোস্ট। ৯ বছর পর শিরোপা জয়ের উল্লাস করেন দলটির ভক্ত-সমর্থকেরা। ম্যাচ শেষে হলার বলেন, ‘এমন মুহূর্তের স্বপ্নই দেখছিলাম আমরা। আমরা এই পয়েন্টে পৌঁছানোর ব্যাপারে আশাবাদী ছিলাম এবং আবারও বলছি ম্যাচটা সহজ ছিল না। এখন যে পরিবেশ দেখছি জয়ের, দেশে যা হচ্ছে, এটা তাদেরও প্রাপ্য। আশা করি, দেশের অনেক মানুষ তাতে খুশি।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

কুয়েটে ক্লাস বর্জন নিয়ে শিক্ষক সমিতিতে মতবিরোধ, এক শিক্ষকের পদত্যাগ

এনবিআর বিলুপ্তির জেরে প্রায় অচল দেশের রাজস্ব কর্মকাণ্ড

দুটি নোবেলের গৌরব বোধ করতে পারে চবি: প্রধান উপদেষ্টা

আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রশ্নে যে প্রতিক্রিয়া জানাল যুক্তরাষ্ট্র

২ ম্যাচ খেলেই মোস্তাফিজ কীভাবে ৬ কোটি রুপি পাবেন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত