Ajker Patrika

না জিতেও ইতালির ইতিহাস

আপডেট : ০৬ সেপ্টেম্বর ২০২১, ১২: ৪৬
না জিতেও ইতালির ইতিহাস

গত রাতে বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্র করেছে ইতালি। সুইসদের বিপক্ষে জয় না পেলেও এই ম্যাচ দিয়েই ইতিহাস গড়েছে আজ্জুরিরা। আন্তর্জাতিক ফুটবলে সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড এখন মানচিনির শিষ্যদের দখলে।

এর আগে আন্তর্জাতিক ফুটবলে টানা সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড ছিল ব্রাজিলের। ১৯৯৩ থেকে ১৯৯৬ সাল পর্যন্ত টানা ৩৫ ম্যাচ অপরাজিত ছিল পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। পরে ২০০৭ থেকে ২০০৯ সালের মধ্যে ব্রাজিলের এই রেকর্ডে ভাগ বসায় স্পেন। 

ব্রাজিল-স্পেনের সবচেয়ে বেশি ম্যাচ অপরাজিত থাকার এই রেকর্ড ইতালি যে ভাঙতে পারে—সেই আভাস ইউরো থেকে পাওয়া যাচ্ছিল।। মানচিনির অধীনে ইউরোতে ইতালি আবির্ভূত হয়েছে অন্য চেহারায়। শেষ পর্যন্ত তো শিরোপাই জিতে নিয়েছিল চিরো ইম্মোবিল-জর্জিও কিয়েল্লিনিরা। 

ইতালি যে ভাঙতে পারে—সেই আভাস ইউরো থেকে পাওয়া যাচ্ছিল। 

১৯৩৫ থেকে ১৯৩৯ মাঝের এই তিন বছরও দুর্দান্ত ফুটবল খেলেছিল ইতালি। তখনকার কোচ ভিত্তোরিও পাজ্জোর অধীনে টানা ৩০ ম্যাচ অপরাজিত ছিল ইতালি। গত ইউরোতে অস্ট্রিয়ার বিপক্ষে জিতে নিজেদের ৮২ বছরের পুরোনো সেই রেকর্ড ভেঙে টানা ৩১ ম্যাচ অপরাজিত থাকার রেকর্ড গড়েছিল ইতালি। পরে বেলজিয়াম, স্পেন ও ইংল্যান্ডের বিপক্ষে জিতে ইউরো জয়ের পাশাপাশি সংখ্যাটা ৩৪–এ নিয়েছিল মানচিনির দল। 

ইউরো জয়ের পর বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচেও সেই ধারা অব্যাহত রেখেছে ইতালি। ৩ সেপ্টেম্বর বুলগেরিয়ার বিপক্ষে ১-১ গোলে ড্র করে সর্বোচ্চ ৩৫ ম্যাচ অপরাজিত থাকা ব্রাজিল, স্পেনকে ছুঁয়ে ফেলেছিল ইতালি। আর কাল রাতে সুইজারল্যান্ডের বিপক্ষে গোলশূন্য ড্রয়ের পর ফুটবল ইতিহাসে নতুন এক অধ্যায়ই রচনা করল আজ্জুরিরা।

সুইজারল্যান্ডের বিপক্ষে ফেবারিট হিসেবেই কাল নেমেছিল ইতালি। ম্যাচের শুরু থেকে আক্রমণেও এগিয়ে ছিল তারা। একের পর এক সুযোগ তৈরি করে ফিনিশিংয়ে দুর্বলতা আর সুইস গোলরক্ষক ইয়ান সুমেরের দৃঢ়তায় গোলমুখ খুলতে পারছিলেন না ইনসিনিয়া-ইম্মোবিলরা। 

তবে ম্যাচের দ্বিতীয়ার্ধে ৫৩ মিনিটে সবচেয়ে বড় সুযোগ নষ্ট করে ইতালি। পেনাল্টিতে গোলের সহজ সুযোগ হাতছাড়া করেন জর্জিনিও। শেষ পর্যন্ত ওই পেনাল্টি মিসেই গোলশূন্য ড্র নিয়ে মাঠ ছাড়তে হয় চারবারের বিশ্বচ্যাম্পিয়নদের।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত