Ajker Patrika

আরনল্ডকে নিয়েই ইউরোর ইংল্যান্ড দল

আপডেট : ০২ জুন ২০২১, ১১: ৫৯
আরনল্ডকে নিয়েই ইউরোর ইংল্যান্ড দল

ঢাকা: ইউরোকে সামনে রেখে ২৬ সদস্যের স্কোয়াড ঘোষণা করেছে ইংল্যান্ড। দল ঘোষণার আগে আলোচনার কেন্দ্রে ছিলেন আলেক্সান্ডার আরনল্ড। লিভারপুলের হয়ে মৌসুমের বেশির ভাগ সময় নিষ্প্রভ থাকায় সংশয় ছিল দলে তার জায়গা পাওয়া নিয়ে। তবে শেষ দিকে জ্বলে ওঠায় মঙ্গলবারের ঘোষিত স্কোয়াডে জায়গা পেয়েছেন তিনিও।

প্রথমে ৩৩ সদস্যের স্কোয়াড দিয়েছিলেন ইংল্যান্ড কোচ গ্যারেথ সাউদগেট। সেখান থেকে কাল ২৬ সদস্যে নামিয়ে এনেছেন সাউদগেট। চোট থেকে পুরোপুরি সেরে না উঠলেও মঙ্গলবারের ঘোষিত ২৬ জনের দলে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের ডিফেন্ডার হ্যারি ম্যাগুইয়ার ও লিভারপুল মিডফিল্ডার জর্ডান হেন্ডারসন।

৩৩ জনের প্রাথমিক দলে থাকলেও চূড়ান্ত দলে জায়গা হয়নি জেসে লিনগার্ডের। তার সঙ্গে বাদ পড়েছেন অ্যারন র্যামসডেল, বেন হোয়াইট, বেন গডফ্রে, জেমস-ওয়ার্ড প্রাউস ও অলি ওয়াটকিন্স। চোটের কারণে আগেই নাম প্রত্যাহার করে নেন ম্যানচেস্টার ইউনাইটেডের ফরোয়ার্ড ম্যাসন গ্রিনউড।

ইউরোর আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পাচ্ছেন সাউদগেটের শিষ্যরা। দুইটা প্রীতি ম্যাচ খেলার কথা জানিয়েছেন ইংল্যান্ড কোচ। যার প্রথমটি অস্ট্রিয়ার বিপক্ষে আজ। রবিবার রোমানিয়ার বিপক্ষে তাদের মাঠে খেলবেন আরনল্ড-হেন্ডারসনরা।

ইংলিশদের ইউরো মিশন শুরু হবে ১৩ জুন ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচ। দিয়ে। ‘ডি’ গ্রুপের বাকি দুই ম্যাচে ইংল্যান্ডের প্রতিপক্ষ স্কটল্যান্ড আর চেক রিপাবলিক।

ইংল্যান্ড স্কোয়াড:
গোলরক্ষক: ডিন হেন্ডারসন (ম্যানচেস্টার ইউনাইটেড), স্যাম জনস্টোন (ওয়েস্ট ব্রমউইচ অ্যালবিয়ন), জর্ডান পিকফোর্ড (এভারটন)

ডিফেন্ডার: ট্রেন্ট আলেক্সান্ডার আরনল্ড (লিভারপুল), বেন চিলওয়েল (চেলসি), কনর কোডি (উলভারহ্যাম্পটন ওয়ানডারার্স), রিস জেমস (চেলসি), হ্যারি ম্যাগুইয়ার (ম্যানচেস্টার ইউনাইটেড), টাইরন মিঙ্গস (অ্যাস্টন ভিলা), লুক শ (ম্যানচেস্টার ইউনাইটেড), জন স্টোনস (ম্যানচেস্টার সিটি), কিরান ট্রিপিয়ার (আতলেতিকো মাদ্রিদ), কাইল ওয়াকার (ম্যানচেস্টার সিটি)।

মিডফিল্ডার: জুড বেলিংহ্যাম (বরুশিয়া ডর্টমুন্ড), জর্ডান হেন্ডারসন (লিভারপুল), ম্যাসন মাউন্ট (চেলসি), কেলভিন ফিলিপস (লিডস ইউনাইটেড), ডেকল্যান রাইস (ওয়েস্ট হ্যাম ইউনাইটেড)

ফরোয়ার্ড: ডমিনিক ক্যালভার্ট লুইন (এভারটন), ফিল ফোডেন (ম্যানচেস্টার সিটি), জ্যাক গ্রিলিশ (অ্যাস্টন ভিলা), হ্যারি কেইন (টটেনহ্যাম হটস্পার), মার্কাস র্যাশফোর্ড (ম্যানচেস্টার ইউনাইটেড), বুকায়ো সাকা (আর্সেনাল), জেডন স্যানচো (বরুশিয়া ডর্টমুন্ড), রাহিম স্টার্লিং (ম্যানচেস্টার সিটি)।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত