Ajker Patrika

রূপ নয়, প্রতিভার জোরে ফুটবল খেলি

আপডেট : ২০ এপ্রিল ২০২২, ২২: ২৪
রূপ নয়, প্রতিভার জোরে ফুটবল খেলি

শৈশব থেকেই ফুটবল তাঁকে চুম্বকের মতো টানে। ৮ বছর বয়সে নাম লেখান পেশাদার ফুটবলে। ক্রিস্টাল প্যালেস, কারশালটন অ্যাথলেটিক ঘুরে আপাতত থিতু হয়েছেন দক্ষিণ লন্ডনের ক্লাব সাটন ইউনাইটেডে। 

বর্তমানে ২২ বছরের তরুণী গ্যাব্রিয়েলা হাওয়েল তাতেও তৃপ্ত নন। প্রিয় ক্লাব টটেনহাম হটস্পারের হয়ে খেলার স্বপ্ন বুনছেন এই ইংলিশ ফুটবলার। স্পার্স নারী দলের নজরে আসার মতো পারফর্মও করে চলেছেন।

গ্যাব্রিয়েলার খোলামেলা ছবিতে আপত্তিকর মন্তব্য করেন অনেকে। ছবি : সংগৃহীতসাটনকে প্রথম বিভাগ লিগের শীর্ষে তুলতে দারুণ অবদান রেখেছেন গ্যাব্রিয়েলা। দলের সঙ্গে অনুশীলন করার পাশাপাশি আলাদা করে সপ্তাহে দুদিন মাঠে এসে ঘাম ঝরান তিনি। মোট কথা, ফুটবলের প্রতি ভালোবাসা ও দলের প্রতি নিবেদনে কোনো ঘাটতি নেই তাঁর। 

তবু সামাজিক যোগাযোগমাধ্যমে কটু কথা শুনতে হচ্ছে গ্যাব্রিয়েলাকে। একজন তো তাঁকে যৌন হেনস্তা করে ছেড়েছেন। লিখেছেন, ‘মেয়েদের ফুটবলে এই এক ঝামেলা। আমার মনে হয়, কাউকে দলে নেওয়ার ক্ষেত্রে প্রতিভার চেয়ে রূপকে অগ্রাধিকার দেওয়া হয়।’

সেই ইন্টারনেট ব্যবহারকারীর মন্তব্যের পাল্টা জবাব দিয়েছেন গ্যাব্রিয়েলা। ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মিরর’কে তিনি বলেছেন, ‘শুধুমাত্র ফুটবলার হওয়ার কারণে ইনস্টাগ্রাম ও টিকটকে তাদের শিকারে পরিণত হয়েছি। আমি যেমন ফুটবল খেলতে পারি, তেমন হাই হিলও (উঁচু স্যান্ডেল) পরতে জানি। কেউ চাইলে একসঙ্গে দুটিই সামলে পারে। যোগ্যতা ও প্রতিভার কারণে আমাকে দলে নেওয়া হয়, চেহারা দেখে নয়।’ 

সাটন ইউনাইটেডের ড্রেসিং রুমে গ্যাব্রিয়েলা হাওয়েলআরেক ব্রিটিশ সংবাদমাধ্যম ‘দ্য সান’-এর সঙ্গেও এ নিয়ে কথা বলেছেন গ্যাব্রিয়েলা। জানিয়েছেন, লোকেদের এসব আপত্তিকর মন্তব্য চাইলে তিনি মুছে ফেলতে (ডিলিট) পারেন। কিন্তু অনেকে সামাজিক যোগাযোগমাধ্যম অসৎ উদ্দেশ্যে ব্যবহার করেন, সেটি বোঝাতেই এগুলো রেখে দিয়েছেন, ‘ঘৃণ্য মন্তব্যগুলো আমি প্রোফাইলে রেখে দিয়েছি। তারা ভাবে এ ধরনের মন্তব্য কম বয়সী মেয়েদের প্রভাবিত করে। কিন্তু আমি সে ধরনের মেয়ে নই। মানুষকে সচেতন করাই আমার লক্ষ্য।’

ফুটবল পায়ে ছুটে চলার মুহূর্তের পাশাপাশি সামাজিক যোগাযোগমাধ্যমে বেশ কিছু খোলামেলা ছবিও পোস্ট করেছেন গ্যাব্রিয়েল। এ ব্যাপারে সাটন ইউনাইটেড মিডফিল্ডার দিয়েছেন বাস্তবসম্মত ব্যাখ্যা, ‘ফুটবলের বাইরেও তো মানুষের জীবন আছে, তাই না? ছবিতে মানুষ লিখে থাকে, আমাকে খুব উষ্ণ ও আবেদনময়ী লাগছে। আমাকে দেখার পর তাদের মনে অন্য রকম বাসনা জাগছে। এ ধরনের মন্তব্য সত্যিই বিব্রতকর। ছবিতে আমার ক্লাবকে ট্যাগ করা থাকলে তা আরও বাজে দেখায়।’  

গ্যাব্রিয়েলার আশা সামাজিক যোগাযোগমাধ্যমকে তিনি এমনভাবে ব্যবহার করবেন, যাতে তাঁকে দেখে আরও অনেক তরুণী ফুটবলের প্রতি আকৃষ্ট হন। 

দূরপাল্লার শটে গ্যাব্রিয়েলা হাওয়েলের দুর্দান্ত গোল

 

 

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত