Ajker Patrika

৭৪ বছর পর যে ক্লাব ফিরল ইপিএলে

৭৪ বছর পর যে ক্লাব ফিরল ইপিএলে

ঢাকা: অবশেষে অপেক্ষার প্রহর ফুরোল ব্রেন্টফোর্ডের । পরশু চ্যাম্পিয়নশিপের প্লে-অফ পর্বের ফাইনাল ম্যাচে সোয়ানসি সিটিকে ২-০ গোলে হারিয়ে ৭৪ বছর পর ইংলিশ প্রিমিয়ার লিগে খেলার যোগ্যতা অর্জন করেছে ক্লাবটি।

ওয়েম্বলিতে ম্যাচের শুরুতেই এগিয়ে যায় ব্রেন্টফোর্ড। ১০ মিনিটের সময় স্পট কিক থেকে দলকে এগিয়ে নেন স্ট্রাইকার ইভান টনি। খানিকবাদেই ব্যবধান দ্বিগুণ করেন দলটির মিডফিল্ডার এমিলিয়ানো মার্কোন্দেস। পুরো ম্যাচে আর গোলের দেখা পায়নি কোনো দলই। ২-০ ব্যবধানে জয়ে নিজেদের ক্লাব ফুটবলের ইতিহাসে উত্থানের এক গল্প লিখে মাঠ ছাড়ে ব্রেন্টফোর্ড।

১৮৮৯ সালে প্রতিষ্ঠিত হয় ব্রেন্টফোর্ড ক্লাব। পশ্চিম লন্ডনের এই ক্লাবটি সবশেষ ইংলিশ প্রিমিয়ার লিগে খেলেছিল ১৯৪৬-৪৭ মৌসুমে। যখন ব্রিটিশরা ভারতবর্ষ শাসন করছিল।

ব্রেন্টফোর্ডের সঙ্গে আগামী মৌসুমে প্রিমিয়ার লিগে জায়গা করে নিয়েছে নরউইচ সিটি ও ওয়াটফোর্ড। চ্যাম্পিয়নশিপের পয়েন্ট টেবিলের এক ও দুইয়ে থাকায় আগেই প্রিমিয়ার লিগ নিশ্চিত করেছে এ দুটি ক্লাব। তিনটি দলই খেলেছে ৪৬টি করে ম্যাচ। পয়েন্ট তালিকার শীর্ষে থাকা নরউইচ সিটির পয়েন্ট ৯৭। ৯১ পয়েন্ট নিয়ে দুইয়ে ওয়াটফোর্ড আর তিনে থাকা ব্রেন্টফোর্ডের পয়েন্ট ৮৭। আর ইপিএলের পয়েন্ট টেবিলের তলানিতে থাকা অবনমন হওয়া তিন ক্লাব শেফিল্ড ইউনাইটেড, ওয়েস্ট ব্রমউইচ আলবিয়ন ও ফুলহাম।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত