Ajker Patrika

মেসির অভিষেকে এমবাপ্পের জোড়া গোল 

মেসির অভিষেকে এমবাপ্পের জোড়া গোল 

প্যারিস সেন্ট জার্মেইয়ের (পিএসজি) স্কোয়াড ঘোষণার পর থেকেই শুরু আলোচনা! সবার একটাই প্রশ্ন, একাদশে থাকবেন তো মেসি? একাদশে না থাকলেও বদলি হিসেবে ঠিকই নেমেছেন এই আর্জেন্টাইন মহাতারকা। আর পিএসজির হয়ে মেসির অভিষেক রাঙিয়েছেন এমবাপ্পে। তাঁর জোড়া গোলেই রেঁসের বিপক্ষে জয় পেয়েছে পিএসজি। 

এদিন শুরু থেকে আক্রমণাত্মক পিএসজি। একের পর এক সুযোগ তৈরি করে মাত্র ১৬ মিনিটেই লিড নেয় প্যারিস জায়ান্টরা। আনহেল দি মারিয়ার দুর্দান্ত এক ক্রসে মার্কারকে ছিটকে হেডে লক্ষ্যভেদ করেন এমবাপ্পে। প্রথমার্ধে দাপট ধরে রাখলেও একটির বেশি গোলের দেখা পায়নি পিএসজি। 

বিরতির পরও আক্রমণে এগিয়ে ছিল পিএসজি। তবে স্রোতের বিপরীতে একবার সমতা প্রায় ফিরিয়েই ফেলেছিল রেঁস। তবে তাদের গোল বাতিল হয় ভিএআরে। এরপর ম্যাচের ৫৮ মিনিটে হঠাৎ দর্শকদের হর্ষধ্বনি। সাইড লাইনের বাইরে তখন গা গরম করছিলেন মেসি।

 এর মধ্যে পিএসজির হয়ে নিজের ও দলের দ্বিতীয় গোলও পেয়ে যান ক্লাব ছাড়ার অপেক্ষায় থাকা এমবাপ্পে। এই গোলের পরপরই ৬৬ মিনিটে দর্শকদের উল্লাসের মধ্যে নেইমারের বদলি হিসেবে মাঠে নামেন মেসি। মেসি নামার পর আর কোনো গোল না হলেও একাধিকবার দেখা মিলেছে সাবেক এই বার্সেলোনা তারকার জাদু৷

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আগামী ১১ দিন নৈরাজ্যের আশঙ্কা, ঠেকাতে এসপিদের এসবির চিঠি

টেলিগ্রামে সংগঠিত হচ্ছে আ.লীগ, হাসিনার সঙ্গে কথা বলতে টাকা নিচ্ছেন ওবায়দুল কাদের

‘আমার নিরপরাধ ছেলেডারে ডাইক্যা নিয়া ওসি স্যার জেলে ডুকাইয়া দিল’

চাঁদাবাজদের কথিত তালিকা নিয়ে রাজশাহীতে তোলপাড়, বিএনপি-জামায়াত নেতাদের নাম

প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি কাল, পরীক্ষা তিন ইউনিটে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত