ক্রীড়া ডেস্ক
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় শুরু হবে এই ম্যাচ। ঘরের মাঠে ম্যাচের আগে যখন নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত, সেই মুহূর্তে ফিফার কড়া শাস্তি পেল লিওনেল স্কালোনির দল।
বর্ণবাদী আচরণের কারণে আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া, বসনিয়া-হার্জেগোভিনা—এই ছয় দলকে ফিফা মোটা অঙ্কের জরিমানা করেছে। ছয় দলকে ফিফার ডিসিপ্লিনারি কমিটির এমন শাস্তির কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ঘটনার কারণেই মূলত ফিফার এমন শাস্তি, যার মধ্যে আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮১ লাখ টাকা। ১০ জুন মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। যে ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে, সেই ম্যাচ ১-১ সমতায় ড্র হয়েছিল।
ছয় দলের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার জরিমানা করা হয়েছে আলবেনিয়াকে। তাদের জরিমানা ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। ৭ জুন তিরানায় হয়েছিল আলবেনিয়া-সার্বিয়া ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ দলের জাতীয় সংগীত চলার সময় ঝামেলা করেছিল আলবেনিয়া। ফিফার মতে, এই ঝামেলা যেকোনো ধরনের খেলার ইভেন্টের জন্য বাজে বার্তা দেয়। রাজনৈতিকভাবে আলবেনিয়া-সার্বিয়ার দ্বন্দ্ব অনেক পুরোনো। ফুটবলেও এর রেশ পড়েছে। ২০১৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বের ম্যাচে ড্রোনের মাধ্যমে ‘গ্রেটার আলবেনিয়া’ নামাঙ্কিত একটি পতাকা ফেলা হয়েছিল।
বর্ণবাদের কারণে চিলি সকার ফেডারেশনকে করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা, যা বাংলাদেশি ১ কোটি ৭৪ লাখ টাকা। চিলি ৫ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল। কলম্বিয়াকে জরিমানা করা হয়েছে ৮৭ হাজার ডলার (১ কোটি ৬ লাখ টাকা)। সার্বিয়া ও বসনিয়ার জরিমানা ৬২ হাজার ডলার ও ২৬ হাজার ডলার। সার্বিয়া ও বসনিয়ার জুনে বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষ ছিল অ্যান্ডোরা ও সানমারিনো। যদিও ফিফার পক্ষ থেকে শাস্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১০ জুন মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সেই ম্যাচে কলম্বিয়ার এক ফুটবলারকে বাজে ট্যাকল করায় লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। তখন দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন তিনি। সেই শাস্তি বহাল রাখার পাশাপাশি ফার্নান্দেজকে ৬২০০ ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৭ লাখ টাকা। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে সবার আগে তারা বিশ্বকাপে ওঠা নিশ্চিত করেছে। নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।
আর্জেন্টিনা-ভেনেজুয়েলা বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচ শুরু হতে ২৪ ঘণ্টাও বাকি নেই। বুয়েনস এইরেসের মনুমেন্তাল স্টেডিয়ামে বাংলাদেশ সময় আগামীকাল ভোর ৫টায় শুরু হবে এই ম্যাচ। ঘরের মাঠে ম্যাচের আগে যখন নিজেদের ঝালিয়ে নিতে ব্যস্ত, সেই মুহূর্তে ফিফার কড়া শাস্তি পেল লিওনেল স্কালোনির দল।
বর্ণবাদী আচরণের কারণে আর্জেন্টিনা, আলবেনিয়া, চিলি, কলম্বিয়া, সার্বিয়া, বসনিয়া-হার্জেগোভিনা—এই ছয় দলকে ফিফা মোটা অঙ্কের জরিমানা করেছে। ছয় দলকে ফিফার ডিসিপ্লিনারি কমিটির এমন শাস্তির কথা উল্লেখ করে প্রতিবেদন প্রকাশ করেছে বার্তা সংস্থা এপি। জুন মাসে অনুষ্ঠিত বিশ্বকাপ বাছাইপর্বের ম্যাচের ঘটনার কারণেই মূলত ফিফার এমন শাস্তি, যার মধ্যে আর্জেন্টিনাকে ১ লাখ ৪৯ হাজার ডলার জরিমানা করা হয়েছে, যা বাংলাদেশি মুদ্রায় ১ কোটি ৮১ লাখ টাকা। ১০ জুন মনুমেন্তাল স্টেডিয়ামে বিশ্বকাপ বাছাইপর্বের সেই ম্যাচে আর্জেন্টিনার প্রতিপক্ষ ছিল কলম্বিয়া। যে ম্যাচে আর্জেন্টাইন সমর্থকদের বিরুদ্ধে বর্ণবাদী আচরণের অভিযোগ ওঠে, সেই ম্যাচ ১-১ সমতায় ড্র হয়েছিল।
ছয় দলের মধ্যে সর্বোচ্চ ২ লাখ ডলার জরিমানা করা হয়েছে আলবেনিয়াকে। তাদের জরিমানা ২ লাখ ডলার (২ কোটি ৪৩ লাখ টাকা)। ৭ জুন তিরানায় হয়েছিল আলবেনিয়া-সার্বিয়া ম্যাচ। সেই ম্যাচে প্রতিপক্ষ দলের জাতীয় সংগীত চলার সময় ঝামেলা করেছিল আলবেনিয়া। ফিফার মতে, এই ঝামেলা যেকোনো ধরনের খেলার ইভেন্টের জন্য বাজে বার্তা দেয়। রাজনৈতিকভাবে আলবেনিয়া-সার্বিয়ার দ্বন্দ্ব অনেক পুরোনো। ফুটবলেও এর রেশ পড়েছে। ২০১৪ সালে ইউরোপীয় চ্যাম্পিয়নশিপে বাছাইপর্বের ম্যাচে ড্রোনের মাধ্যমে ‘গ্রেটার আলবেনিয়া’ নামাঙ্কিত একটি পতাকা ফেলা হয়েছিল।
বর্ণবাদের কারণে চিলি সকার ফেডারেশনকে করা হয়েছে ১ লাখ ৪৩ হাজার ডলার জরিমানা, যা বাংলাদেশি ১ কোটি ৭৪ লাখ টাকা। চিলি ৫ জুন নিজেদের মাঠে আর্জেন্টিনার কাছে ১-০ গোলে হেরেছিল। কলম্বিয়াকে জরিমানা করা হয়েছে ৮৭ হাজার ডলার (১ কোটি ৬ লাখ টাকা)। সার্বিয়া ও বসনিয়ার জরিমানা ৬২ হাজার ডলার ও ২৬ হাজার ডলার। সার্বিয়া ও বসনিয়ার জুনে বিশ্বকাপ বাছাইয়ে প্রতিপক্ষ ছিল অ্যান্ডোরা ও সানমারিনো। যদিও ফিফার পক্ষ থেকে শাস্তির ব্যাপারে বিস্তারিত কিছু জানানো হয়নি।
১০ জুন মনুমেন্তাল স্টেডিয়ামে আর্জেন্টিনা-কলম্বিয়া ম্যাচটি শেষ হয়েছিল ১-১ সমতায়। সেই ম্যাচে কলম্বিয়ার এক ফুটবলারকে বাজে ট্যাকল করায় লাল কার্ড দেখেছিলেন এনজো ফার্নান্দেজ। তখন দুই ম্যাচ নিষিদ্ধও হয়েছিলেন তিনি। সেই শাস্তি বহাল রাখার পাশাপাশি ফার্নান্দেজকে ৬২০০ ডলার জরিমানা করেছে। বাংলাদেশি মুদ্রায় সেটা সাড়ে ৭ লাখ টাকা। এদিকে দক্ষিণ আমেরিকা অঞ্চলের বিশ্বকাপ বাছাইপর্বে ৩৫ পয়েন্ট নিয়ে সবার ওপরে আর্জেন্টিনা। এই অঞ্চল থেকে সবার আগে তারা বিশ্বকাপে ওঠা নিশ্চিত করেছে। নেইমারের ব্রাজিল ১৬ ম্যাচে ২৫ পয়েন্ট নিয়ে তিনে অবস্থান করছে। ইকুয়েডরের পয়েন্ট ২৫ হলেও গোল ব্যবধানে এগিয়ে থেকে তারা দুইয়ে। সবাই ১৬টি করে ম্যাচ খেলেছে।
টি-টোয়েন্টির বর্তমান চ্যাম্পিয়ন ভারত। ফেবারিট হিসেবেই তারা খেলতে নামছে এবারের এশিয়া কাপে। ভারত বাদে টুর্নামেন্টে খেলছে আরও ৭ দল। কিন্তু কোনো দলকেই ভারতের সমকক্ষ হিসেবে মনে করছেন না রবিচন্দ্রন অশ্বিন। এমনকি বাংলাদেশও ভারতের সামনে দাঁড়াতে পারবে কি না, তা নিয়ে সন্দিহান তিনি।
১১ মিনিট আগেএশিয়া কাপ খেলতে বাংলাদেশ জাতীয় দল এখন আবুধাবিতে। একই সময়ে দেশে প্রায় দেড় শ ক্রিকেটার আসন্ন জাতীয় ক্রিকেট লিগ (এনসিএল) টি–টোয়েন্টির জন্য ঘাম ঝরাচ্ছেন স্থানীয় কোচদের তত্ত্বাবধানে। দেশের ক্রিকেটে ব্যস্ততার এই সময়েও আলোচনায় বিসিবির এলিট কোচদের জন্য বিশেষজ্ঞ ব্যাটিং কোচেস এডুকেটরদের বিশেষ সেশন।
২০ মিনিট আগেলিটন দাস, তানজিদ হাসান তামিম, মোস্তাফিজুর রহমানরা এশিয়া কাপ খেলতে এখন সংযুক্ত আরব আমিরাতে। মহাদেশীয় শ্রেষ্ঠত্বের টুর্নামেন্টে লিটনের নেতৃত্বাধীন বাংলাদেশ মাঠে নামবে আগামীকাল। হংকংয়ের বিপক্ষে নামার আগে আন্তর্জাতিক ক্রিকেট সংস্থার (আইসিসি) থেকে সুখবর পেলেন মোস্তাফিজ।
৪২ মিনিট আগেআজ কি ঢাকায় ফিরতে পারবে বাংলাদেশ ফুটবল দল? সেই সম্ভাবনা এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। চলমান অস্থিরতার জেরে কাঠমান্ডুর ত্রিভুবন আন্তর্জাতিক বিমানবন্দর অনির্দিষ্টকালের জন্য বন্ধ রেখেছে কর্তৃপক্ষ। এর আগে অবশ্য স্থানীয় সময় সন্ধ্যা ৬টার দিকে খোলার কথা বলেছিল। এমন অনিশ্চয়তার মধ্যে হোটেলেই সময় কাটছে জামাল
২ ঘণ্টা আগে