ক্রীড়া ডেস্ক
ব্যালন ডি’অর জেতাটা এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই মেসির নাম এবার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই। তবু ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনোর চোখে সেরা মেসি।
প্যারিসের থিয়েটার দু শ্যাতেলেতে আজ রাতে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। এবারে পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ৩০ জনের সংক্ষিপ্তদের তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহামরা। তবে ভিনি-রদ্রির মধ্যে কে পাচ্ছেন,সেটা নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। ইন্টার মায়ামির কোচ মার্তিনো এখানে এগিয়ে রাখছেন ভিনিকেই। ব্যালন ডি’অরের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে শিষ্য মেসির নামও উল্লেখ করেছেন মার্তিনো,‘এই জিনিসটা (ব্যালন ডি’অর) কখনোই আমাকে আকর্ষণ করে না। অথবা এটা আমার কাছে পরিষ্কারই না যে পুরস্কারটা কি বিশ্বের মধ্যে সেরা নাকি বছরের মধ্যে সেরা। ভিনিসিয়ুস জুনিয়রের সম্ভবত জয়ের দারুণ সম্ভাবনা আছে। যদিও আমাকে জিজ্ঞেস করলে বলব, মেসিই সেরা।’
এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। সবশেষ এই পুরস্কার তিনি পেয়েছেন ২০২৩ সালে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এই পুরস্কার জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির মতো এবারও রোনালদোর নাম নেই ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্তদের তালিকায়। যে রোনালদো-মেসির মধ্যে ব্যালন ডি’অর নিয়ে চলত তুমুল প্রতিযোগিতা, ২০০৩ সালের পর এবারই প্রথমবার নেই তাঁদের কেউ।
এর আগে সেপ্টেম্বরের শেষে ব্যালন ডি’অর কে পাবেন, সেটা নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিল স্পেনের সংবাদমাধ্যম মার্কা। তাতে ভিনিকেই জয়ী ঘোষণা করেছিল সংবাদমাধ্যমটি। যদি এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে, তাহলে ব্রাজিলের ১৭ বছরের অপেক্ষা ফুরোবে। ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বশেষ এই পুরস্কার ২০০৭ সালে জিতেছিলেন রিকার্দো কাকা। সবশেষ ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ভিনির হাতে ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। গত মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ তিনটি মেজর শিরোপা জেতেন রিয়ালের জার্সিতে। সব প্রতিযোগিতা মিলে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন। অ্যাসিস্ট করেন ১১ গোলে।
মেসিকে যে মায়ামিতেই প্রথমবার মার্তিনো চিনলেন, তা নয়। এর আগে ২০১৩-১৪ সালে বার্সার কোচ ছিলেন মার্তিনো। তখন কাতালানদের জার্সিতে খেলতেন মেসি। প্রায় দুই দশক বার্সায় কাটানোর পর আর্জেন্টাইন তারকা ২০২১ সালে গেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। দুই বছর খেলার পর ২০২৩ সালে চলে যান ইন্টার মায়ামিতে। প্রথম মৌসুমেই জাদুকরী পারফরম্যান্সে মায়ামিকে লিগস কাপ জেতান মেসি। যা মায়ামির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। এবার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড জিতেছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার।
আরও পড়ুন:
ব্যালন ডি’অর জেতাটা এক রকম অভ্যাসে পরিণত করে ফেলেছিলেন লিওনেল মেসি। সেই মেসির নাম এবার পুরস্কারের সংক্ষিপ্ত তালিকায় নেই। তবু ইন্টার মায়ামির কোচ জেরার্দো তাতা মার্তিনোর চোখে সেরা মেসি।
প্যারিসের থিয়েটার দু শ্যাতেলেতে আজ রাতে দেওয়া হবে ব্যালন ডি’অর পুরস্কার। এবারে পুরস্কারের জন্য মনোনয়নপ্রাপ্ত ৩০ জনের সংক্ষিপ্তদের তালিকায় আছেন ভিনিসিয়ুস জুনিয়র, রদ্রি, জুড বেলিংহামরা। তবে ভিনি-রদ্রির মধ্যে কে পাচ্ছেন,সেটা নিয়েই আলাপ-আলোচনা চলছে বেশি। ইন্টার মায়ামির কোচ মার্তিনো এখানে এগিয়ে রাখছেন ভিনিকেই। ব্যালন ডি’অরের ভবিষ্যদ্বাণী করতে গিয়ে শিষ্য মেসির নামও উল্লেখ করেছেন মার্তিনো,‘এই জিনিসটা (ব্যালন ডি’অর) কখনোই আমাকে আকর্ষণ করে না। অথবা এটা আমার কাছে পরিষ্কারই না যে পুরস্কারটা কি বিশ্বের মধ্যে সেরা নাকি বছরের মধ্যে সেরা। ভিনিসিয়ুস জুনিয়রের সম্ভবত জয়ের দারুণ সম্ভাবনা আছে। যদিও আমাকে জিজ্ঞেস করলে বলব, মেসিই সেরা।’
এখন পর্যন্ত সর্বোচ্চ ৮ বার ব্যালন ডি’অর জিতেছেন মেসি। সবশেষ এই পুরস্কার তিনি পেয়েছেন ২০২৩ সালে। দ্বিতীয় সর্বোচ্চ ৫ বার এই পুরস্কার জেতেন ক্রিস্টিয়ানো রোনালদো। মেসির মতো এবারও রোনালদোর নাম নেই ব্যালন ডি’অর পুরস্কারের সংক্ষিপ্তদের তালিকায়। যে রোনালদো-মেসির মধ্যে ব্যালন ডি’অর নিয়ে চলত তুমুল প্রতিযোগিতা, ২০০৩ সালের পর এবারই প্রথমবার নেই তাঁদের কেউ।
এর আগে সেপ্টেম্বরের শেষে ব্যালন ডি’অর কে পাবেন, সেটা নিয়ে একটি ভবিষ্যদ্বাণী করেছিল স্পেনের সংবাদমাধ্যম মার্কা। তাতে ভিনিকেই জয়ী ঘোষণা করেছিল সংবাদমাধ্যমটি। যদি এই ভবিষ্যদ্বাণী সত্যি হবে, তাহলে ব্রাজিলের ১৭ বছরের অপেক্ষা ফুরোবে। ব্রাজিলিয়ানদের মধ্যে সর্বশেষ এই পুরস্কার ২০০৭ সালে জিতেছিলেন রিকার্দো কাকা। সবশেষ ২০২৩-২৪ মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের কারণেই ভিনির হাতে ব্যালন ডি’অর ওঠার সম্ভাবনা বেশি দেখা যাচ্ছে। গত মৌসুমে লা লিগা, উয়েফা চ্যাম্পিয়নস লিগ, স্প্যানিশ সুপার কাপ তিনটি মেজর শিরোপা জেতেন রিয়ালের জার্সিতে। সব প্রতিযোগিতা মিলে ৩৯ ম্যাচে ২৪ গোল করেন। অ্যাসিস্ট করেন ১১ গোলে।
মেসিকে যে মায়ামিতেই প্রথমবার মার্তিনো চিনলেন, তা নয়। এর আগে ২০১৩-১৪ সালে বার্সার কোচ ছিলেন মার্তিনো। তখন কাতালানদের জার্সিতে খেলতেন মেসি। প্রায় দুই দশক বার্সায় কাটানোর পর আর্জেন্টাইন তারকা ২০২১ সালে গেছেন প্যারিস সেইন্ট জার্মেইতে (পিএসজি)। দুই বছর খেলার পর ২০২৩ সালে চলে যান ইন্টার মায়ামিতে। প্রথম মৌসুমেই জাদুকরী পারফরম্যান্সে মায়ামিকে লিগস কাপ জেতান মেসি। যা মায়ামির ইতিহাসে প্রথম কোনো মেজর শিরোপা। এবার আর্জেন্টাইন তারকা ফরোয়ার্ড জিতেছেন সাপোর্টার্স শিল্ডের পুরস্কার।
আরও পড়ুন:
ম্যাচের আগে সান্তিয়াগো বার্নাব্যু স্টেডিয়ামের বাইরে গলা ফাটাচ্ছিলেন হাজারো মানুষ। তাই ছাদ ঢাকা গ্যালারির আবহ কেমন হবে তা আগে থেকে আন্দাজ করা যাচ্ছিল বেশ। কিন্তু দিনশেষে সমর্থকদের ফিরতে হয় হতাশ হয়ে। প্রত্যাবর্তনের যে স্বপ্ন নিয়ে ঘরের মাঠে নেমেছিল রিয়াল মাদ্রিদ, তা স্বপ্নই থেকে গেল৷
৫ ঘণ্টা আগেজিম্বাবুয়ের বিপক্ষে আগামী ২০ এপ্রিল সিরিজের প্রথম টেস্টে মাঠে নামবে বাংলাদেশ দল। ম্যাচটি সামনে রেখে সিলেটে চলছে নাজমুল হোসেন শান্ত-মেহেদী হাসান মিরাজদের প্রস্তুতি ক্যাম্প। দুই দিন টানা অনুশীলনের পর আজ বিশ্রামে ছিলেন তাঁরা। তবে বিশ্রামের দিনটা দলের কয়েকজন ক্রিকেটারের সময় কেটেছে একসঙ্গে—হোটেলের নিজস্ব
১১ ঘণ্টা আগেফ্র্যাঞ্চাইজি লিগে ফিক্সিং ইস্যু প্রায় সময় জড়িয়ে যায়। এ ব্যাপারে আইসিসির দুর্নীতি দমন ইউনিটও সব সময় সরব। চলতি ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) মাঝপথেও হঠাৎ আলোচনায় ফিক্সিং। ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদন, আইপিএলের ১০ ফ্র্যাঞ্চাইজির কাছে নির্দেশিকা পাঠিয়েছে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই)।
১১ ঘণ্টা আগে২০২৬ বিশ্বকাপের মাঝপথে লিওনেল মেসি পা রাখবেন ৩৯ বছরে। প্রায় ১৪ মাস দূরে এখনো বিশ্বকাপ। কিন্তু বিশ্বমঞ্চে খুদে জাদুকরের শৈল্পিক কারুকার্য কি আবার দেখা যাবে? এ প্রশ্ন কাতার বিশ্বকাপের পর থেকেই আলোচনায়। আরেকটি বিশ্বকাপ এখন অনেক কাছাকাছি। মেসির ফর্মের ধারও ততটা কমেনি। মাঠে নামলেই করছেন গোল।
১২ ঘণ্টা আগে