Ajker Patrika

দলের জয়ের শীর্ষে ওঠার ম্যাচে গোল পাননি রোনালদো

আপডেট : ১০ জুন ২০২২, ১৫: ৫৬
দলের জয়ের শীর্ষে ওঠার ম্যাচে গোল পাননি রোনালদো

উয়েফা নেশনস লিগে রাতে আলাদা আলাদা ম্যাচে জয় পেয়েছে পর্তুগাল ও স্পেন। চেক রিপাবলিকের বিপক্ষে ক্রিস্টিয়ানো রোনালদোদের জয় ২-০ গোলে। এই জয়ে লিগের ২ নম্বর গ্রুপের পয়েন্ট তালিকার শীর্ষে উঠল পর্তুগাল।

প্রথমার্ধের ৩৩ মিনিট থেকে ৩৮ মিনিট মাঝের এই সময়ের ছোট্ট ঝড়ে পিছিয়ে পড়ে চেক রিপাবলিক। বাকি সময়ে তারা আর ম্যাচে ফিরতে পারেনি। শেষ পর্যন্ত ২-০ গোলের হার নিয়ে মাঠ ছেড়েছে। এর আগে ম্যাচের ১৫ মিনিটেই অবশ্য গোল পেতে পারত পর্তুগাল। কিন্তু রোনালদোর শট ঠেকিয়ে দেন চেক গোলরক্ষক। 

এরপর গোল পেতে অবশ্য খুব বেশি সময় নেয়নি পর্তুগাল। ৩৩ মিনিটে বের্নার্দো সিলভার বাড়িয়ে দেওয়া বলে ডান পায়ের কোনাকুনি শটে লক্ষ্য ভেদ করেন ম্যানসিটির ফুলব্যাক জোয়াও ক্যানসেলো। মিনিট পাঁচেক পর ব্যবধান দ্বিগুণ করেন গঞ্জালো  গুয়েদেস। এই গোলেও আছে  সিলভার অবদান। তাঁর পাস থেকেই  বল জালে জড়ান ভ্যালেন্সিয়ার উইঙ্গার। 

রাতের আরেক ম্যাচে নিজেদের মাঠে হেরেছে সুইজারল্যান্ড। ম্যাচে ১৩ মিনিটে  এগিয়ে  স্পেন। গোল করেন পাবলো সারাবিয়া। এই গোলই শেষ পর্যন্ত ম্যাচের ফল গড়ে দেয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত