Ajker Patrika

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে ফাইনালে কানাডা

ক্রীড়া ডেস্ক
আপডেট : ০৭ এপ্রিল ২০২৪, ১৭: ৫৭
Thumbnail image

টাইব্রেকারে ব্রাজিলকে হারিয়ে শিবিলিভস কাপের ফাইনাল নিশ্চিত করেছে কানাডা। মেয়েদের ফুটবলের এই টুর্নামেন্টে গতকাল আরেক সেমিফাইনালে জাপানকে হারায় যুক্তরাষ্ট্র। ১০ এপ্রিল ওহিওর কলম্বাসে ফাইনালে মুখোমুখি হবে উত্তর আমেরিকার দুই প্রতিবেশী যুক্তরাষ্ট্র ও কানাডা। 

আজ আটলান্টার মার্সিডিজ-বেঞ্জ স্টেডিয়ামে ২২ মিনিটে পেনাল্টি থেকে টারসিয়ানের গোলে এগিয়ে যায় ব্রাজিল। ৭৭ মিনিটে দুর্দান্ত হেডে কানাডাকে সমতায় ফেরান ভেনেসা জাইলস। নির্ধারিত ৯০ মিনিট শেষে টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে প্রথম শট মিস করেন কানাডার অ্যাশলে লরেন্স ও ব্রাজিলের মার্তা। 

কানাডা পরের চার শটে বল জালে পাঠাতে পারলও ব্রাজিলের তৃতীয় শট মিস করেন ব্রাজিলের আন্তোনিয়া। পঞ্চম শট তাদের নিতেই হয়নি। তার আগে পঞ্চম শটে জুলিয়া গ্রোসো সফল স্পট কিক নিয়ে কানাডিয়ানদের উচ্ছ্বাসে ভাসান। ৪-২ ব্যবধানে ফাইনাল নিশ্চিত করে কানাডা। 

২০১৬ সালে শুরু হয় মেয়েদের ফুটবলের চার দলের টুর্নামেন্ট শিবিলিভস কাপ। এরপর থেকে নিয়মিতভাবে প্রতিবছর হচ্ছে এ টুর্নামেন্ট, যার আয়োজক যুক্তরাষ্ট্র। তাদের আমন্ত্রণে মার্কিন মুলুকে প্রতিবছর বিভিন্ন মহাদেশের অন্য তিনটি দল শিবিলিভস কাপে অংশ নেয়। টুর্নামেন্টের এটি অষ্টম সংস্করণ। আগের সাতবারের মধ্যে ছয়বার ফাইনাল খেলে প্রতিবার শিরোপা জিতেছে যুক্তরাষ্ট্রের মেয়েরা। ২০১৯ সালে একমাত্র শিরোপাটি জিতে ইংল্যান্ড। ব্রাজিল এ নিয়ে অংশ নিল তৃতীয়বার। একবারই তারা ফাইনাল খেলেছে, ২০২১ সালে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত