Ajker Patrika

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে-হালান্ড

ফিফা বর্ষসেরার সংক্ষিপ্ত তালিকায় মেসি-এমবাপ্পে-হালান্ড

ফিফা বর্ষসেরা খেলোয়াড় পুরস্কারের (ফিফা দ্য বেস্ট) সংক্ষিপ্ত তালিকায় আবারও জায়গা করে নিয়েছেন আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি। তিনজনের তালিকায় তাঁর অন্য দুই প্রতিদ্বন্দ্বী কিলিয়ান এমবাপ্পে ও আর্লিং হালান্ড। 

ব্যক্তিগত নৈপুণ্যের এই মর্যাদাকার পুরস্কারের বর্তমান চ্যাম্পিয়ন মেসি। তিনবার এ পুরস্কার জিতেছেন তিনি। ২০২২ ফিফার বর্ষসেরা পুরস্কার জেতার পথে মেসি পেছনে ফেলেন দুই ফরাসি তারকা এমবাপ্পে ও করিম বেনজেমাকে। 

১৯ ডিসেম্বর ২০২২ থেকে ২০ আগস্ট ২০২৩ পর্যন্ত সময়ের মধ্যে পারফরম্যান্সের ভিত্তিতে ফুটবলে ছেলেদের সেরা খেলোয়াড়দের জন্য মোট ১২ জনকে বেছে নেয় ফিফা। সেখান থেকে ২০২৩ বর্ষসেরার জন্য গতকাল নিজেদের ওয়েবসাইটে সংক্ষিপ্ত তালিকা প্রকাশ করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাটি। ২০২৪ সালের ১৫ জানুয়ারি লন্ডনে ঘোষণা করা হবে বিজয়ীর নাম। 

গত মৌসুমে পিএসজিকে লিগ ওয়ান জেতাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন মেসি। ইউরোপের শীর্ষ পাঁচ লিগের সর্বকালের সর্বোচ্চ গোলদাতাও হোন আর্জেন্টাইন ফরোয়ার্ড। মেসির পাশাপাশি পিএসজিকে লিগ জেতাতে বড় অবদান রাখেন এমবাপ্পেও। গত মৌসুমে লিগ ওয়ানের সর্বোচ্চ গোলদাতা ও বর্ষসেরাও নির্বাচিত হোন ফরাসি ফরোয়ার্ড। 

হালান্ড এবারই প্রথম ফিফা বর্ষসেরা সংক্ষিপ্ত তালিকায় জায়গা পেলেন। ম্যানচেস্টার সিটিতে যোগ দেওয়ার প্রথম মৌসুমেই ট্রেবল (চ্যাম্পিয়নস লিগ, প্রিমিয়ার লিগ ও এফএ কাপ) জিতেছেন নরওয়েজীয় স্ট্রাইকার। প্রিমিয়ার লিগে গোল্ডেন বুট জেতার পাশাপাশি ২০২২-২৩ মৌসুমে ইউরোপিয়ান গোল্ডেন শ্যু-ও জেতেন হালান্ড।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত