অনলাইন ডেস্ক
বিতর্ক পেরিয়ে এবার মাঠে নামার পালা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের এক নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
গত প্রায় এক মাসে নারী ফুটবলে বিদ্রোহ শব্দটি উচ্চারিত হয়েছে বেশি। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। ১৭ দিন পর অবশ্য বিদ্রোহের অবসান ঘটান তাঁরা। কিন্তু খেলতে চাননি আরব আমিরাতের বিপক্ষে, ছেড়েছেন ক্যাম্পও। তাই তাঁদের বাদ দিয়ে নতুন এক দল সাজিয়েছেন বাটলার। যে দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
গত অক্টোবরে সাফ জয়ের পর এবারই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। তা-ও অভিজ্ঞদের ছাড়া। তাই দল নিয়ে খুব একটা প্রত্যাশার ছাপ দেখা যাচ্ছে না। তবু ভালো ফল নিয়ে দেশে ফিরতে চান আফঈদা।
র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৩২) চেয়ে ১৬ ধাপ এগিয়ে রয়েছে আরব আমিরাত (১১৬)। তার ওপর আরব আমিরাতের মাঠে এক দিনের প্রস্তুতি নিয়ে খেলতে হচ্ছে প্রথম ম্যাচ। তাই বাটলার বাস্তবতার বাইরে কিছু ভাবছেন না। ইংলিশ কোচ বলেন, ‘আমরা যে পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে আমাদের বাস্তববাদী হতে হবে। এ দলটা নতুন, ধৈর্য ধরতে হবে। তাদের ওপর অনেক আস্থা রেখেছি। আশা করি, তারা সর্বোচ্চটা দেবে। এর বেশি আমার কিছু চাওয়ার নেই।’
এদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২ মার্চ।
বিতর্ক পেরিয়ে এবার মাঠে নামার পালা। ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে আজ সংযুক্ত আরব আমিরাতের মুখোমুখি হবে বাংলাদেশ নারী ফুটবল দল। আরব আমিরাত ফুটবল অ্যাসোসিয়েশনের এক নম্বর মাঠে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত সাড়ে ৯টায়।
গত প্রায় এক মাসে নারী ফুটবলে বিদ্রোহ শব্দটি উচ্চারিত হয়েছে বেশি। কোচ পিটার বাটলারের অধীনে অনুশীলন বয়কট করেন সাবিনা খাতুনসহ ১৮ ফুটবলার। ১৭ দিন পর অবশ্য বিদ্রোহের অবসান ঘটান তাঁরা। কিন্তু খেলতে চাননি আরব আমিরাতের বিপক্ষে, ছেড়েছেন ক্যাম্পও। তাই তাঁদের বাদ দিয়ে নতুন এক দল সাজিয়েছেন বাটলার। যে দলের অধিনায়ক আফঈদা খন্দকার।
গত অক্টোবরে সাফ জয়ের পর এবারই প্রথম মাঠে নামছে বাংলাদেশ। তা-ও অভিজ্ঞদের ছাড়া। তাই দল নিয়ে খুব একটা প্রত্যাশার ছাপ দেখা যাচ্ছে না। তবু ভালো ফল নিয়ে দেশে ফিরতে চান আফঈদা।
র্যাঙ্কিংয়ের বিচারে বাংলাদেশের (১৩২) চেয়ে ১৬ ধাপ এগিয়ে রয়েছে আরব আমিরাত (১১৬)। তার ওপর আরব আমিরাতের মাঠে এক দিনের প্রস্তুতি নিয়ে খেলতে হচ্ছে প্রথম ম্যাচ। তাই বাটলার বাস্তবতার বাইরে কিছু ভাবছেন না। ইংলিশ কোচ বলেন, ‘আমরা যে পর্যায়ে রয়েছি, সেটা নিয়ে আমাদের বাস্তববাদী হতে হবে। এ দলটা নতুন, ধৈর্য ধরতে হবে। তাদের ওপর অনেক আস্থা রেখেছি। আশা করি, তারা সর্বোচ্চটা দেবে। এর বেশি আমার কিছু চাওয়ার নেই।’
এদিকে আরব আমিরাতের বিপক্ষে বাংলাদেশ দ্বিতীয় ম্যাচ খেলবে ২ মার্চ।
আগামী নভেম্বরে অস্ট্রেলিয়ায় হবে ঐতিহ্যবাহী অ্যাশেজ সিরিজ। এই সিরিজকে সামনে রেখেই একাধিক গুরুত্বপূর্ণ প্রশ্নের মুখোমুখি ইংল্যান্ড দল। পাঁচ ম্যাচের এই হাইভোল্টেজ লড়াই শুধু অ্যাশেজ ট্রফি পুনরুদ্ধারের লড়াই নয়, একই সঙ্গে আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার স্বপ্নপূরণেরও পথ। ভারতের বিপক্ষে
২ মিনিট আগেহৃদরোগে আক্রান্ত হয়ে মারা গেলেন জার্মানির বিশ্বকাপজয়ী ফুটবলার ফ্রাঙ্ক মিল। তাঁর সাবেক ক্লাব ফর্টুনা ডুসেলডর্ফ নিশ্চিত করেছে খবরটি। গত মে মাসে হার্ট অ্যাটাক করেন তিনি। অসুস্থতার সেই ধকল আর কাটিয়ে উঠতে পারেননি ৬৭ বছর বয়সী সাবেক এই স্ট্রাইকার।
১০ মিনিট আগেসাবেক আর্সেনাল ও ঘানার জাতীয় দলের মিডফিল্ডার থমাস পার্টে ধর্ষণ ও যৌন নিপীড়নের একাধিক অভিযোগে জামিন পেয়েছেন। আজ লন্ডনের ওয়েস্টমিনস্টার ম্যাজিস্ট্রেট আদালতে তিনি হাজির হলে আদালত তাঁকে শর্ত সাপেক্ষে জামিন দেন।
২ ঘণ্টা আগেভালো কিংবা খারাপ—ভারতের পারফরম্যান্স যেমনই হোক, সুনীল গাভাস্কার তো চুপ করে থাকার মানুষ নন। এমনকি ভারত ভালো খেললেও সেখানে খুঁত খুঁজে বের করেন তিনি। লন্ডনের ওভালে গতকাল পঞ্চম টেস্টে ৬ রানের নাটকীয় জয়ে ভারত সিরিজ বাঁচানোর পরও কোচ গৌতম গম্ভীরকে নিয়ে ইঙ্গিতপূর্ণ মন্তব্য করেছেন গাভাস্কার।
২ ঘণ্টা আগে