স্পেনে জন্ম, চাইলে দেশটির হয়ে খেলতে পারতেন আশরাফ হাকিমি। জন্ম ইউরোপের দেশটিতে হলেও নাড়ি তাঁর উত্তর আফ্রিকার দেশ মরক্কোয়। হাকিমির বাবা-মা ছিলেন মরক্কোর অভিবাসী, যাঁরা তাঁর জন্মের অনেক আগেই স্পেনে এসেছিলেন।
বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছিলেন এই অ্যাটাকিং ডিফেন্ডার। বর্তমানে ফারসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে মেসি–নেইমারদের সঙ্গে খেলেন। তাঁর যে প্রতিভা, তাতে সুযোগ ছিল ফুটবল বিশ্বের সেরা দল স্পেনের হয়ে খেলারও। তবে তিনি সেই পথে হাঁটেননি, ছুটেছেন শেকড়ের টানে। মরক্কোর প্রতিনিধিত্ব করাই পছন্দ করলেন।
১৯৯৮ সালের ৪ নভেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের হেতাফেতে হাকিমির জন্ম। অসচ্ছল পরিবারে জন্ম নেওয়া হাকিমি ছোট থেকেই ছিলেন উদ্যমী। মা সাইদা মৌহ প্রায়ই তাঁকে অ্যাথলেটিকসে ভাগ্য পরীক্ষার কথা বলতেন, বিশেষ করে সাঁতারে।
ছেলে সাঁতারু হননি; কিন্তু ফুটবলের তারকা হয়ে গেছেন। মরক্কোর পোস্টার বয়। কাতার বিশ্বকাপে জন্মস্থান স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন মরক্কোকে। টাইব্রেকারে দলের জয় নিশ্চিত করা শুটটি তাঁর পা থেকেই বেরিয়েছে।
সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় লেখা হলো মরক্কোর নাম। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল আটলাস লায়নরা। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্যাপনটা করলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য বন্দী করতে ব্যস্ত।
সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন।
২৪ বছর বয়সী আশরাফ হাকিমি বলেছেন, তাঁর মা মানুষের বাড়ি পরিষ্কার করে অর্থ উপার্জন করতেন একটা সময়। হাকিমির বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমি বললেন, ‘আমরা যে পরিবার থেকে এসেছি, আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি এখন প্রতিদিন তাঁদের জন্য লড়াই করি। তাঁরা আমার জন্য ত্যাগ শিকার করেছেন। আমার ভাই-বোন এমন অনেক সুবিধা পাননি, যা আমার সফলতার জন্য দেওয়া হয়েছে।’
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল। এই বিশ্বকাপের কালো ঘোড়া এখন মরক্কো। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র, বেলজিয়ামকে ২-০ এবং কানাডাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো।
স্পেনে জন্ম, চাইলে দেশটির হয়ে খেলতে পারতেন আশরাফ হাকিমি। জন্ম ইউরোপের দেশটিতে হলেও নাড়ি তাঁর উত্তর আফ্রিকার দেশ মরক্কোয়। হাকিমির বাবা-মা ছিলেন মরক্কোর অভিবাসী, যাঁরা তাঁর জন্মের অনেক আগেই স্পেনে এসেছিলেন।
বিশ্বের সেরা ক্লাব রিয়াল মাদ্রিদের হয়েও খেলেছিলেন এই অ্যাটাকিং ডিফেন্ডার। বর্তমানে ফারসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেইয়ে মেসি–নেইমারদের সঙ্গে খেলেন। তাঁর যে প্রতিভা, তাতে সুযোগ ছিল ফুটবল বিশ্বের সেরা দল স্পেনের হয়ে খেলারও। তবে তিনি সেই পথে হাঁটেননি, ছুটেছেন শেকড়ের টানে। মরক্কোর প্রতিনিধিত্ব করাই পছন্দ করলেন।
১৯৯৮ সালের ৪ নভেম্বর স্পেনের রাজধানী মাদ্রিদের হেতাফেতে হাকিমির জন্ম। অসচ্ছল পরিবারে জন্ম নেওয়া হাকিমি ছোট থেকেই ছিলেন উদ্যমী। মা সাইদা মৌহ প্রায়ই তাঁকে অ্যাথলেটিকসে ভাগ্য পরীক্ষার কথা বলতেন, বিশেষ করে সাঁতারে।
ছেলে সাঁতারু হননি; কিন্তু ফুটবলের তারকা হয়ে গেছেন। মরক্কোর পোস্টার বয়। কাতার বিশ্বকাপে জন্মস্থান স্পেনকে হারিয়ে বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে তুলেছেন মরক্কোকে। টাইব্রেকারে দলের জয় নিশ্চিত করা শুটটি তাঁর পা থেকেই বেরিয়েছে।
সঙ্গে সঙ্গে ইতিহাসের পাতায় লেখা হলো মরক্কোর নাম। বিশ্বকাপে প্রথমবার কোয়ার্টার ফাইনালে উঠল আটলাস লায়নরা। জয়ের পর দৌড়ে গিয়ে উদ্যাপনটা করলেন গ্যালারিতে বসে থাকা মায়ের সঙ্গে। চুমু দিয়ে ভালোবাসা নিংড়ে দিয়েছেন মাকে ঘিরে। ছেলের গালেও চুমু দিয়েছেন মা। আশপাশের সমর্থক আর ক্যামেরা তখন এই নিখাদ ভালোবাসার দৃশ্য বন্দী করতে ব্যস্ত।
সাইদা মৌহ মানুষের বাড়ি পরিষ্কার করে ছেলে হাকিমি, নাবিল ও মেয়ে উইদাদের জন্য অর্থ উপার্জন করতেন।
২৪ বছর বয়সী আশরাফ হাকিমি বলেছেন, তাঁর মা মানুষের বাড়ি পরিষ্কার করে অর্থ উপার্জন করতেন একটা সময়। হাকিমির বাবা হাসান হাকিমি ছিলেন হকার। হাকিমি বললেন, ‘আমরা যে পরিবার থেকে এসেছি, আমাদের অনেক সংগ্রাম করতে হয়েছে। আমি এখন প্রতিদিন তাঁদের জন্য লড়াই করি। তাঁরা আমার জন্য ত্যাগ শিকার করেছেন। আমার ভাই-বোন এমন অনেক সুবিধা পাননি, যা আমার সফলতার জন্য দেওয়া হয়েছে।’
আগামী শনিবার কোয়ার্টার ফাইনালে মরক্কোর প্রতিপক্ষ পর্তুগাল। এই বিশ্বকাপের কালো ঘোড়া এখন মরক্কো। গ্রুপ পর্বে প্রথম ম্যাচে ক্রোয়েশিয়ার বিপক্ষে গোলশূন্য ড্র, বেলজিয়ামকে ২-০ এবং কানাডাকে ২-১ গোলে হারিয়েছে মরক্কো।
ওয়ানডে সিরিজ জয়ের ছন্দ ধরে রেখেই চার দিনের ম্যাচও শুরু করল বাংলাদেশ ‘এ’ দল। আজ সিলেট আন্তর্জাতিক স্টেডিয়ামে প্রথম দিন শেষে ৮ উইকেটে ২২৬ রান তুলেছে নিউজিল্যান্ড ‘এ’ দল। খালেদ আহমেদ-এনামুল হকদের তোপেরমুখে ১০১ রানেই ৬ উইকেট হারিয়েছিল সফরকারীরা। সপ্তম উইকেটে মিচেল হে ও ডিন ফক্সফোর্ডের প্রতিরোধে...
১ ঘণ্টা আগেভারত-পাকিস্তানের মাঝে পড়ে গিয়েছিলেন মোস্তাফিজুর রহমান! ভারত-পাকিস্তান সংঘাতের রেশে স্থগিত হওয়া ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (আইপিএল) ফের শুরু হচ্ছে। শুরু হচ্ছে পাকিস্তান সুপার লিগও (পিএসএল)। দুই ফ্র্যাঞ্চাইজি লিগ থেকেই প্রস্তাব এসেছিল মোস্তাফিজের কাছে। শেষ পর্যন্ত তিনি সাড়া দিয়েছেন তাঁর পুরোনো...
১ ঘণ্টা আগেইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) শেষ দিকে মোস্তাফিজুর রহমানকে দলে ভিড়িয়েছে দিল্লি ক্যাপিটালস। আইপিএলের ওয়েবসাইটে প্রকাশিত সংবাদ বিজ্ঞপ্তিতে উল্লিখিত মোস্তাফিজের পারিশ্রমিক চোখ কপালে তোলার মতো! বিবৃতিতে জানানো হয়েছে, ৬ কোটি রুপিতে রুপি (প্রায় ৮ কোটি টাকা) মোস্তাফিজকে দলে নিয়েছে দিল্লি।
৩ ঘণ্টা আগেবাংলাদেশ-দক্ষিণ আফ্রিকা ইমার্জিং দলের ওয়ানডে সিরিজে রোমাঞ্চ ছাড়া যেন চলছেই না। রাজশাহীতে পরশু প্রথম ওয়ানডেতে বাংলাদেশ পেয়েছিল ৩ উইকেটের রুদ্ধশ্বাস জয়। একই মাঠে আজ দ্বিতীয় ওয়ানডেতেও রোমাঞ্চ ছড়িয়েছে শেষ পর্যন্ত। ম্যাচে শেষ হাসি হেসেছে বাংলাদেশ।
৪ ঘণ্টা আগে