ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।
ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।
দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে।
ঘানার জন্য প্রতিশোধের সুযোগ ছিল। ম্যাচ না জিততে পারলেও প্রতিশোধের কমই বা হলো কী! ঘানার বিপক্ষে ২-০ গোলের জয় পেলেও গোল ব্যাবধানে উরুগুয়েকে অতিক্রম করে সুপার সিক্সটিন নিশ্চিত করেছে দক্ষিণ কোরিয়া। আর প্রথম রাউন্ড থেকেই বিদায় নিয়েছে দুবারের চ্যাম্পিয়ন উরুগুয়ে।
ম্যাচের ১৭ মিনিটের পাওয়া পেনাল্টি ঠেকিয়ে নায়ক গোলরক্ষক সের্হিও রোচেত।
ঘানার পেনাল্টি মিসের পর যেন প্রাণ ফিরে পায় উরুগুয়ে। তাদের আক্রমণে প্রথম সাফল্য আসে ২৬ মিনিটে। ডান প্রান্ত থেকে লম্বা করে ক্রস করেন ফাকুন্দো পেয়েস্ত্রি। বক্সের ভেতরে থাকা লুইস সুয়ারেজের শট ফিরিয়ে দেন। কিন্তু ফিরতি বল পেয়ে যান জর্জিয়ান দি আরস্তাকায়েতা। তাঁর পা থেকেই চলতি বিশ্বকাপে প্রথম গোলের দেখা পায় উরুগুয়ে।
দ্বিতীয় গোলটি প্রথমার্ধের অতিরিক্ত সময়ে। এবারও আগের গোলের তিন কারিগর ছিলেন সুয়ারেজ, পেয়েস্ত্রি ও আরস্তাকায়েতা। পেয়েস্ত্রি বল বাড়িয়ে দেন বক্সের সামনে থাকা লুইস সুয়ারেজের কাছে। সুয়ারেজের পজিশন ব্লক হয়ে যাওয়ায় বাড়িয়ে দেন আরাস্তাকায়েতার দিকে। আবারও গোল। ২-০ গোলের লিড নিয়েই প্রথমার্ধ শেষ করে উরুগুয়ে।
দ্বিতীয়ার্ধে আরও বেশি আক্রমণাত্মক ছিল উরুগুয়ে। ঘানাকে সে হিসাবে রক্ষণ ও আক্রমণ দুই চেষ্টাই করতে দেখা গেছে। রক্ষণ সামলে আক্রমণের দিকে যাচ্ছিল, কিন্তু সবচেয়ে বড় ঘটনাটা ঘটে গ্রুপের অন্য ম্যাচে। পর্তুগালের বিপক্ষে জয় ছিনিয়ে নেয় দক্ষিণ কোরিয়া। ফলে গোল ব্যবধান সমান হওয়ায় দ্বিতীয় পর্ব নিশ্চিত করার পক্ষে এগিয়ে যায় কোরিয়া। উরুগুয়ের তাই আরও গোল প্রয়োজন ছিল। ৯১ মিনিটে কাভানির হেড ঘানার গোলরক্ষক লরেন্স আটি-জিগি ফিরিয়ে দেওয়ায় আর গোল হয়নি। তাই শেষ পর্যন্ত গোল ব্যবধানে প্রথম রাউন্ড থেকেই বিদায় নিল উরুগুয়ে।
মেঘলা আবহাওয়ার মধ্যে ঝলমলে রোদ্দুর—সিলেটে আজ শুরু হওয়া বাংলাদেশ-জিম্বাবুয়ে প্রথম টেস্টের প্রথম সেশন ছিল এমনই। লাঞ্চ বিরতির আগে কোনো বৃষ্টি হয়নি। তবে প্রথম সেশনের খেলা শেষ হওয়ার পরই আবহাওয়ার পূর্বাভাস সত্য করে নেমেছে বৃষ্টি। সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামের পিচ কাভারে ঢাকা রয়েছে। এই প্রতিবেদন
১৮ মিনিট আগেঘরের মাঠের চেনা কন্ডিশন হলেও বাংলাদেশের শুরুটা ভালো হয়নি জিম্বাবুয়ের বিপক্ষে। সিলেটে আজ শুরু হওয়া সিরিজের প্রথম টেস্টে জিম্বাবুয়ের নিয়ন্ত্রিত বোলিংয়ে চোখে সর্ষেফুল দেখতে থাকে বাংলাদেশ। স্কোরবোর্ডে ৫০ রান ওঠার আগেই দুই ওপেনারকে হারায় স্বাগতিকেরা।
১ ঘণ্টা আগেবাংলাদেশের ‘দুঃসময়ের বন্ধু’ তকমা জিম্বাবুয়ে পেয়ে গেছে অনেক আগেই। মাঠের পারফরম্যান্সে বাংলাদেশ যখন কোনো সুখবর দিতে পারে না, তখন জিম্বাবুয়ের বিপক্ষেই দুঃখ ঘোচানোর সুযোগ পায় বাংলাদেশ। এবার সেই জিম্বাবুয়েই কাঁপিয়ে দিচ্ছে বাংলাদেশকে।
১ ঘণ্টা আগেবয়স মাত্র ১৪ বছর। এই ১৪ বছর বয়সে আইপিএল অভিষেকে রেকর্ড বই ওলটপালট করলেন বৈভব সূর্যবংশী। ভারতের এই ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টে দুর্দান্ত এক শুরুর রাতে তাঁর দুচোখ বেয়ে পড়েছে অশ্রু।
২ ঘণ্টা আগে