Ajker Patrika

জর্ডান-ইন্দোনেশিয়ার বিপক্ষে খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল

নিজস্ব প্রতিবেদক, ঢাকা
আপডেট : ১৭ এপ্রিল ২০২৫, ১৯: ১৬
অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইল ছবি
অনুশীলনে বাংলাদেশ নারী ফুটবল দল। ফাইল ছবি

এএফসি এশিয়ান কাপ বাছাইয়ের আগে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ নারী ফুটবল দল। প্রতিপক্ষ জর্ডান ও ইন্দোনেশিয়া। দুটি ম্যাচই হবে জর্ডানের আম্মানে। ম্যাচের জন্য নেপাল-ভুটানের সঙ্গেও আলোচনা হয়েছিল বাফুফের। তবে শক্তির পরিধি পরখ করে দেখতে ২৭ মে জর্ডান সফরে যাচ্ছে পিটার বাটলারের দল।

আম্মানে প্রথম ম্যাচটি হবে ৩১মে। ৩ জুন দ্বিতীয় ম্যাচ খেলে পরের দিন দেশে ফিরবেন মেয়েরা। এমনটাই জানিয়েছে বাফুফের নারী উইংয়ের প্রধান মাহফুজা আক্তার কিরণ। আজ বাফুফে ভবনে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘র‍্যাঙ্কিংয়ে জর্ডান ৭৪ এবং ইন্দোনেশিয়া ৯৪ নম্বরে আছে। আমাদের (১৩৩) চেয়ে অনেক বেশি এগিয়ে। আমরা চেয়েছিলাম যে, এশিয়ান কাপ বাছাইয়ের আগে আমাদের দল একটা শক্তিশালী দলের সঙ্গে খেলুক, তারা তাদের ঘাটতিগুলো বুঝতে পারুক, কোচও বুঝতে পারুক দলকে কোন পর্যায় থেকে প্রস্তুত করতে হবে।’

ইসরায়েল-ফিলিস্তিন ইস্যুতে উত্তাল অবস্থা বিরাজ করছে মধ্যপ্রাচ্যে। জর্ডানও এর বাইরে নয়। তবে রাজনৈতিক অস্থিরতা নিরাপত্তায় বিঘ্ন সৃষ্টি করবে না বলে মনে করছেন কিরণ, ‘যেহেতু জর্ডানে ইন্দোনেশিয়া আসছে তাহলে আমাদের যেতে সমস্যা কোথায়। এখনো পর্যন্ত আমাকে মেইল করেছে ওদের ভেন্যু আম্মানে। যদি পরিস্থিতির কারণে পরিবর্তন করতে হয় তাহলে জানাবে।’

আগামী ২৩ জুন থেকে ৫ জুলাই পর্যন্ত চলবে নারী এশিয়ান কাপ বাছাই। স্বাগতিক মিয়ানমার ছাড়াও বাংলাদেশের প্রতিপক্ষ তুর্কমেনিস্তান ও বাহরাইন। বাকি ফুটবলারদের নিয়ে ক্যাম্প চললেও ১০ ফুটবলার ভুটানে রয়েছেন বর্তমানে। ভুটানের জাতীয় ফুটবল লিগ খেলবেন সাবিনা খাতুন-ঋতুপর্ণা চাকমারা৷ জানুয়ারি শেষ দিকে সেই ১০ ফুটবলারসহ আরও আটজন বিদ্রোহ করেছিলেন বাটলারের বিরুদ্ধে। যদিও অবসান ঘটিয়েছেন বিদ্রোহের। তবে জর্ডান ও ইন্দোনেশিয়া বিপক্ষে মূল দলে তাঁদের থাকাটা নির্ভর করছে কোচের ওপর।

কিরণ বলেন, ‘কোচের সঙ্গে এ বিষয়ে কোনো আলোচনা হয়নি। এখানে আমি হস্তক্ষেপ করব না, এটা কোচের সিদ্ধান্ত। কোচের প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত